WB Class 11 Philosophy Suggestion 2022 Download PDF
Type Here to Get Search Results !

WB Class 11 Philosophy Suggestion 2022 Download PDF

 Higher Secondary Class 11 Philosophy Suggestion 2022 Download PDF



About Suggestion :

     প্রত্যেক বছরের ন্যায় আমাদের KDPublisher এর পক্ষথেকে Class 11 Philosophy Suggestion প্রকাশ করা হল। বিগত কয়েক বছরের বিভিন্ন সমস্যার মধ্যদিয়ে তোমাদের কাটাতে হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি Covid-19 মহামারীর কথা বলছি। তো এই মহামারীর জন্য তোমাদের গতবছরে স্কুলে ক্লাস নেওয়া তো দূরে থাক মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত ঠিকঠাক নেওয়া হয়নি। আর জানিনা কত দিন বা মাস বা বছর আমাদের এভাবে কাটাতে হবে। তো এই অসুবিধাগুলির কথা মাথাই রেখে আমাদের আরো বেশি করে অফনাইনের বদলে অনলাইনে শেখার দিকে গুরুত্ব দিতে হবে। তো অনলাইনে শেখার কথা মাথায় রেখে আমাদের এই ওয়েবসাইটে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে একটি সাজেশন উপস্থাপন করেছি। নীচে সাজেশনটি সম্পর্কে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো -

প্রথমত, সাজেশনে প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেগুলি অধ্যায় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে সাহায্য করবে।

দ্বিতীয়ত, অধ্যায়ের শেষে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে।

তৃতীয়ত, প্রত্যেকটা অধ্যায়ের শেষে সাজেশন ভিত্তিক কিছু বড় প্রশ্ন এবং তার উত্তর করে দেওয়া আছে।

চতুর্থত, বড় প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গ ভিত্তিক একদম সংক্ষিপ্ত করে দেওয়া আছে।

পঞ্চমত, সাজেশনটি শেষের দিকে বিগত কয়েক বছরের প্রশ্ন এবং কিছু মডেল প্রশ্ন অনুশীলন করার জন্য আছে।

সম্পূর্ন সাজেশনটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

Class 11 Philosophy Number Division :


     উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর দর্শনের লিখিত পরীক্ষা হয় ৮০ নম্বরের এবং অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য থাকে ২০ নম্বরের। মোট ১০০ নম্বরের একাদশ শ্রেণীর দর্শনের মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

ক - বিভাগ : পাশ্চাত্য দর্শন (৪০ নম্বর)
খ - বিভাগ : ভারতীয় দর্শন (৪০ নম্বর)
গ - বিভাগ : প্রকল্প রচনা (২০ নম্বর)

লিখিত পরীক্ষার প্রতিটি বিভাগে তিন ধরনের প্রশ্ন থাকবে -
১) এক নম্বরের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মোট ২৪টি
২) এক নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ১৬ টি
৩) আট নম্বরের উত্তর ধর্মী বা বর্ণনামূলক প্রশ্ন ৫টি

বি: দ্র: - এক নম্বরের বিকল্প ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর এর ক্ষেত্রে একটি বিকল্প শব্দ বা বাক্য ব্যবহার করতে হবে। এক নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তর এর ক্ষেত্রে উত্তর একটি বা দুটি বাক্যের মধ্যে লিখতে হবে এবং 8 নম্বরের রচনাধর্মী প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কমপক্ষে 200 টি শব্দ ব্যবহার করতে হবে।

সম্পূর্ন সাজেশনটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


Class 11 Philosophy Syllabus :

পাশ্চাত্য দর্শন

প্রথম অধ্যায় : দর্শনের স্বরূপ

দ্বিতীয় অধ্যায় : দর্শনের প্রধান প্রধান শাখা

তৃতীয় অধ্যায় : জ্ঞানের স্বরূপ

চতুর্থ অধ্যায় : জ্ঞান বিষয়ক মতবাদ



পঞ্চম অধ্যায় : দ্রব্য

ষষ্ঠ অধ্যায় : কার্য-কারণ সম্বন্ধে

সপ্তম অধ্যায় : বস্তুবাদ

অষ্টম অধ্যায় : ভাববাদ

ভারতীয় দর্শন

প্রথম অধ্যায় : ভারতীয় দর্শন সম্প্রদায় ও কয়েকটি মৌলিক প্রত্যয়

দ্বিতীয় অধ্যায় : চার্বাক দর্শন

তৃতীয় অধ্যায় : বৌদ্ধ দর্শন

চতুর্থ অধ্যায় : ন্যায় দর্শন প্রত্যক্ষ ও অনুমান





পঞ্চম পর্ব

পঞ্চম অধ্যায় : অদ্বৈত বেদান্ত

ষষ্ঠ অধ্যায় : সমকালীন ভারতীয় দর্শন - ভাবনা



সম্পূর্ন সাজেশনটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

Class 11 Philosophy Suggestion Demo :

       নিচে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর দর্শনের সাজেশন টির যে 8 নম্বরের রচনাধর্মী প্রশ্ন গুলো থাকে সেগুলো এখানে দেওয়া হলো। তবে সম্পূর্ণ সাজেশনটিতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া আছে।


*** জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো।

** টীকা লেখ :
  • বিশ্লেষক ও সংশ্লেষক
  • পূর্বতঃসিদ্ধ ও পরত:সাধ্য বচন

** জ্ঞানের উৎস সম্পর্কে লক, বার্কলে ও হিউমের (অভিজ্ঞতাবাদের) বক্তব্য আলোচনা করো।

** বাচনিক জ্ঞান বলতে কী বোঝো? বাচনিক জ্ঞানের শর্ত গুলি আলোচনা করো।

*** হিউমের নিয়ত:সংযোগ তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই মত কি ত্রুটিমুক্ত?

** অনিবার্য সম্পর্ক কাকে বলে? কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কটি ব্যাখ্যা করো।

** প্রসক্তি সম্বন্ধ বলতে কী বোঝো? বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের মধ্যে কিরূপ সম্বন্ধ নির্দেশ করেন? তাদের বক্তব্য কি গ্রহণযোগ্য?

*** লৌকিক বস্তুবাদ বলতে কী বোঝো? এই বক্তব্য সমালোচনাসহ লেখ।

** সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখ।

** বার্কলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য কী? তাঁর মতবাদকে কি অহং সর্বস্ববাদ বলা যায়?

*** নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য কর। নির্বিকল্পক প্রত্যক্ষ কিভাবে জানা যায়?

** অনুমিতি কাকে বলে? অনুমিতির ক্ষেত্রে পক্ষ, সাধ্য ও হেতুর ভূমিকা উল্লেখ কর।

** সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শন স্বীকৃত লৌকিক সন্নিকর্ষ গুলি দৃষ্টান্তসহ ব্যাখ্যা করো।

*** সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো। বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন?

** মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্বমানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো।

সম্পূর্ন সাজেশনটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close