Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 08-06-2021
Type Here to Get Search Results !

Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 08-06-2021

 Current Affairs 08/06/2021


প্রশ্নঃ পার্লামেন্টে দু'টো অধিবেশনের মধ্যবর্তী সময় সর্বাধিক কত মাস হতে পারে? -

(ক) ৪ মাস

(খ) ৬ মাস

(গ) ৮ মাস

(ঘ) ৫ মাস

উত্তরঃ (খ) ৬ মাস


প্রশ্নঃ নীচের গ্রীন হাউস গ্যাস কোন্‌টি? -

(ক) কার্বন-ডাই-অক্সাইড

(খ) অক্সিজেন

(গ) হাইড্রোজেন

(ঘ) নাইট্রোজেন

উত্তরঃ (ক) কার্বন-ডাই-অক্সাইড


প্রশ্নঃ নীচের কোন্‌টি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? -

(ক) লাক্ষাদ্বীপ

(খ) গোয়া

(গ) চন্ডীগড়

(ঘ) দাদর ও নাগরহাভেলী

উত্তরঃ (খ) গোয়া


প্রশ্নঃ কোন্‌ ধাতু সবসময় মুক্ত অবস্থায় পাওয়া যায়? -

(ক) সোনা

(খ) রূপা

(গ) তামা

(ঘ) সোডিয়াম

উত্তরঃ (ক) সোনা


প্রশ্নঃ "প্ল্যাস্টিক অব প্যারিস" এর রাসায়নিক নাম কি? -

(ক) ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড

(খ) ক্যালসিয়াম সালফেট

(গ) ক্যালসিয়াম অক্সাইড

(ঘ) ম্যাগনেসিয়াম সালফেট

উত্তরঃ (খ) ক্যালসিয়াম সালফেট


প্রশ্নঃ মানবদেহের সাধারন তাপমাত্রা কত? -

(ক) ৯৪.৬ ডীগ্রী ফারেনহাইট

(খ) ৯৮.৪ ডীগ্রী ফারেনহাইট

(গ) ৯৮.৬ ডীগ্রী ফারেনহাইট 

(ঘ) ১০০ ডীগ্রী ফারেনহাইট 

উত্তরঃ (গ) ৯৮.৬ ডীগ্রী ফারেনহাইট 


প্রশ্নঃ নিউট্রন কে আবিষ্কার করেন? -

(ক) জে জে থমসন

(খ) গোল্ডস্টেন

(গ) জেমস চান্ডউয়িক

(ঘ) এদের কেউ নয়

উত্তরঃ (গ) জেমস চান্ডউয়িক


প্রশ্নঃ মস্তিষ্কের কোন্‌ অংশ স্মৃতিস্থান নামে পরিচিত? -

(ক) Cerebrum

(খ) Parietal

(গ) Cerebeilum

(ঘ) Corpus Callosum

উত্তরঃ (ক) Cerebrum


প্রশ্নঃ হাত ও দাঁতের প্রধান উপাদান কোন্‌টি? -

(ক) ক্যালসিয়াম

(খ) আয়রন

(গ) ফসফরাস

(ঘ) সালফার

উত্তরঃ (ক) ক্যালসিয়াম


প্রশ্নঃ নীচের কোন্‌টি নোবেল গ্যাস নয়? -

(ক) হিলিয়াম

(খ) নাইট্রোজেন

(গ) নিয়ন

(ঘ) আর্গন

উত্তরঃ (খ) নাইট্রোজেন


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close