মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
অষ্টম শ্রেণি
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ '__________ বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।' -
(ক) যুদ্ধবিগ্রহ
(খ) দয়াপ্রদর্শন
(গ) বৈরসাধন
(ঘ) আতিথেয়তা
উত্তরঃ (ঘ) আতিথেয়তা
১.২ 'আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো?' - টেনিদাকে একথা বলেছে -
(ক) সেলুকাস
(খ) সেকেন্দার
(গ) পুরু
(ঘ) চন্দ্রগুপ্ত
উত্তরঃ (খ) সেকেন্দার
১.৩ 'পশ্চিমে কুঁদবুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়।' - টেনিদাকে একথা বলেছে -
(ক) হাবুল সেন
(খ) ক্যাবলা
(গ) প্যালা
(ঘ) ভন্টা
উত্তরঃ (খ) ক্যাবলা
১.৪ মাইকেল মধুসূধন দত্ত যেই জাহাজ থেকে তাঁর বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন, সেটির নাম -
(ক) ভার্সাই
(খ) সীলোন
(গ) মলটা
(ঘ) টাইটানিক
উত্তরঃ (খ) সীলোন
২. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ 'মান্ধাতারই আমল থেকে/চলে আসছে এমনি রকম' - কোন্ প্রসঙ্গে কবি একথা বলেছেন?
উত্তরঃ উপরিউক্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে।
কবি বোঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকেই এমন এরকম হয়ে আসছে। এমনই রকম কথার অর্থ হল পৃথিবীর কোন মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, সকলকে ভালোবাসতে পারে না। সে যেমন অন্যের প্রতারণার শিকার হয়ে ওঠে ঠিক তেমনি অন্য কাউকে প্রতারিত করে। তাই ভালো মন্দ যাই হোক সত্যকে মেনে নিতে হবে সহজে।
২.২ 'আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই।' - বক্তার একথা বলার কারণ কী?
উত্তরঃ উপরিউক্ত লাইনটি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে।
এখানে বক্তার আরবসেনাপতি মুরসেনাপতিকে একথা বলার কারণ হলো - গত রাত্রে যখন দুই সেনাপতি পরস্পর পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয়প্রার্থী মুর সেনাপতি নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল। ফলে তিনি প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগলে ও আশ্রয়প্রার্থী কে তিনি আক্রমণ করতে পারেন না। তাই পরদিন সকালে মুর সেনাপতি কে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে উপরিউক্ত কথাটি বলেছিলেন।
২.৩ 'আন্টিগোন্স! তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম।' - আন্টিগোনস কোন্ ঔদ্ধত্য দেখিয়েছে?
উত্তরঃ উপরিউক্ত নাইনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে।
গ্রীক সম্রাট সেকেনদারের কাছে অ্যান্টিগোনাস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্ত কে নিয়ে আসে তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্ত কে যুদ্ধকৌশল শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এমনকি অ্যান্টিগোনাস সেলুকাসের উপর তরবারিও নিক্ষেপ করেছিল। আর সব ঘটছিল সম্রাট সেকেন্দারের সামনেই। তাই সেকেন্দার অ্যান্টিক নাসির এই কার্যকলাপকে ঔদ্ধত্য বলে মনে করেছিলেন।
২.৪ 'তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি!' - কোন্ কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল?
উত্তরঃ উপরিউক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পটি থেকে নেওয়া হয়েছে।
বনভোজনের জন্য আয়োজিত পিকনিক দলের দলপতি ছিলেন টেনিদা। পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল পোলাও, ডিমের ডালডা, রুই মাছের কালিয়া, মাংসের কোর্মা, মসলাদার, শামি কাবাব প্রভৃতি সুস্বাদু খাবারের কথা। কিন্তু হঠাৎ করে এই সুস্বাদু মেনুর সঙ্গে কত যোগ দিয়েছিলেন আলুভাজা, সুক্ত বাটি চচ্চড়ি। এতগুলো সুস্বাদু খাবারের মধ্যে হঠাৎ বিষাদ খাবার গুলোর কথা শুনে টেনিদার মাথা গরম হয়ে গিয়েছিল তাই সে প্রশ্নে উল্লেখিত কথাটি বলেছিল।
২.৫ 'কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে' - চড়ুইপাখির চোখে কৌতুহল কেন?
উত্তরঃ উপরে উল্লেখিত তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার অংশ।
চড়ুই পাখির চোখে কৌতুহল থাকার অন্যতম কারণ হলো কবির বাড়ির নির্জনতা। সাধারণত প্রত্যেক বাড়িতেই একাধিক মানুষ থাকে একজন বাড়ির বাইরে গেলে অপরজনকে বাড়ি দেখাশোনা করেন। কিন্তু কবির বাড়ি! কবি কল্পনা করেন তিনি চলে গেলে চড়ুইটি ভাবে এই বাড়ি জানালা দরজা টেবিল ফুলদানি বই-খাতা সবই তার হয়ে যাবে।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৩.১ 'সবুজ জামা' কবিতার ভাববস্তু আলোচনা করো।
উত্তরঃ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবুজ জামা কবিতায় অ্যাপ সহজ-সরল প্রকৃতিপ্রেমী শিশুর কথা তুলে ধরেছেন। কবিতায় তার নাম তোতাই। সে স্কুলে গিয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে পারেনা। সে প্রকৃতিতে ঘুরে বেড়াতে চাই মুক্ত থাকতে চাই। দাদুর মত চোখে চশমা দিয়ে জগতকে দেখতে চাই না। সভ্যতার নকল মুখোশ খুলে সে যা কিছু সহজ স্বাভাবিক তাকে সেভাবেই পেতে চাই। তাই সে গাছের মতো সবুজ জামা পছন্দ করে, যেখানে কত পাখি প্রজাপতি এসে বসবে। অর্থাৎ এই কবিতায় সভ্যতার জটিলতা ছেড়ে সহজ সরল এবং প্রাকৃতিক ভাবেই বাঁচার কথা বলা হয়েছে।
৩.২ বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তাঁর লেখা 'মেঘনাদবধ কাব্য' সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন?
উত্তরঃ লেখক মধুসূদন দত্তের লেখা তিনটি চিঠির মধ্যে একটি চিঠি লেখা হয়েছিল বিশিষ্ট বিদ্যা অনুরাগী রাজনারায়ণ বসু কে। তিনি সেখানে মেঘ্নাদবদ কাব্য সম্পর্কে জানিয়ে ছিলেন। 750 টি লাইনের কাব্যের ষষ্ঠ সর্গের শেষ করেছেন মেঘনাথ এর মৃত্যুর মধ্য দিয়ে সেকথাও তিনি জানিয়েছেন। মেঘনাথ কে মারতে লেখক এর অনেক কষ্ট হয়েছে এমনকি তিনি কান্নাও করেছেন। এছাড়াও বলেছেন অনেক হিন্দু মহিলা এই কাব্য পড়ে কেঁদে ফেলেছেন তাই তিনি চান রাজনারায়ণ বসু মহাশয় ও যেন তার স্ত্রীকে এই বইটি পড়ার ব্যবস্থা করে দেন।
৩.৩ 'পরবাসী কবিতায়' শেষ চারটি পঙ্ক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তরঃ কবি পরবাসী কবিতায় সুন্দর বন, জঙ্গল প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন ঠিক তেমনি শেষের চারটি লাইনে তিনি নিজের মন থেকে একাধিক প্রশ্ন করেছেন। তিনি ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য। তিনি প্রশ্ন করেছেন বন-জঙ্গল প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষ রেখে দাঁড়াচ্ছে না কেন? মানুষ কেন চুপ রয়েছে? গাছপালা প্রকৃতির কি কোন মূল্য নেই? তাদের কেন এত নগণ্য মনে করা হয়? মানুষ বাসস্থান নির্মাণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ধ্বংস করে কিন্তু নিজের বাসভূমি নিজের ঘর করতে পারছে না। তাই কবি এমন প্রশ্ন বাচক বাক্য ব্যবহার করেছেন।
৩.৪ '--- কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে।' - 'পথচলতি' রচনাংশে অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও।
উত্তরঃ ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের লেখা পথচলতি প্রবন্ধে তিনি বর্ণনা করেছেন কিভাবে গলা থেকে কলকাতা পর্যন্ত একটি ট্রেনের বগিটি পাঠান যাত্রীদের সঙ্গে গল্পগুজব বন্ধুত্বের সহিদ ভ্রমণ করেছেন। সেই বগির পাঠানরা ছিল ইংরেজ দখলকৃত আফগানিস্তানের মানুষ। তারা পশতু ভাষী ছিলেন, ফরাসি ভাষা জানতো না। প্রথমে লেখক পসতু ভাষার বিখ্যাত কবি খুশ হাল খান সম্পর্কে বললে তারা খুশি হয়ে যায়, এমনকি তাদের মধ্যে একজন অসতী ভাষার গজল শুরু করেছিলেন। এরপরে আজম খান ও দুররানি গল্প আলোচনা হয় এভাবেই লেখকের চেষ্টাতে দেরাদুন এক্সপ্রেস থার্ডক্লাস গাড়িতে একটি পশতু সাহিত্য সম্মেলন শুরু হয়ে গিয়েছিল। সেই রাতের কথা লেখক এর সারা জীবন মনে ছিল।
৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :
৪.১ দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো :
ইস্টিশান, বাগুইয়াটি, দর্শনমাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুতরকম
উত্তরঃ ইস-টি-শন (রুদ্ধ দল - মুক্ত দল - রুদ্ধ দল)
বা - গুই - আ - টি (সবগুলি মুক্ত দল)
দর - শন - মাত - র (রুদ্ধ দল, রুদ্ধ দল, রুদ্ধ দল, মুক্ত দল)
ক্ষিপ - রো - হস - ত (রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল, মুক্ত দল)
৪.২ উদাহরণ দাও :
মধ্যস্বরাগম, স্বরভক্তি, অন্তঃস্থ য়-শ্রুতি, অন্ত্যস্বরলোপ অন্যোন্য স্বরসংগতি
উত্তর :
মধ্যস্বরাগম - রত্ন >রতন
স্বরভক্তি - ধর্ম > ধরম
অন্তঃস্থ য়-শ্রুতি - চা - এর > চায়ের
অন্ত্যস্বরলোপ - আজি > আজ
অন্যোন্য স্বরসংগতি - রামু > রেমো
- যার কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে।
- নুন আনতে পান্তা ফুরোয়।
- গেঁয়ো যোগী ভিখ পায় না।
- মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার।
- একহাতে তালি বাজে নয়া।
আরে উত্তর গুলো দাও
উত্তরমুছুনANCER CAMING SOON
উত্তরমুছুনNew ans gulo dao
উত্তরমুছুনAnswer golo dao
উত্তরমুছুনPlease 8
উত্তরমুছুনউওরগুলি দিলে পড়তে খুব সুবিধা হত।ধন্যবাদ
উত্তরমুছুনKobe answer debe?
উত্তরমুছুনKalke
মুছুনThinkyou
মুছুন8
উত্তরমুছুনWhere is the answer
উত্তরমুছুনAnswer gulo kobe debe
উত্তরমুছুনKobe diba answer ???
উত্তরমুছুনUttor gulo dao
উত্তরমুছুনKobe uttor update hobe
উত্তরমুছুনUttor kotai😭😭
উত্তরমুছুনUttor gulo kobe pabo
উত্তরমুছুনAnswer gulo dao
উত্তরমুছুনPlz give the answers fast
উত্তরমুছুনIt's argent
Answer golu din naa please urgent
উত্তরমুছুনAns ta dile students der exam e jothesto sahajjo hoto
উত্তরমুছুনDiyeche
মুছুনPlz
উত্তরমুছুনPlease upload the answers quality
উত্তরমুছুনPlease answer golo dau
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনCheek spelling please.
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনBesir vag questions ar ans spelling a bhul dawa acha,,,,
উত্তরমুছুনThik
মুছুনThank you
উত্তরমুছুনGoog
উত্তরমুছুনooo
উত্তরমুছুনGood
উত্তরমুছুনKobe 1.5 er proshnor uttar dibi sala
উত্তরমুছুন2.5 porjonto ache 2.6 theke asche na 😢 answer
উত্তরমুছুন