উচ্চ মাধ্যমিক
একাদশ শ্রেণি
দর্শন
প্রথম অধ্যায়
'Philosophy' শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। 'Philos' শব্দটির অর্থ অনুরাগ এবং 'Sophya' শব্দটির অর্থ জ্ঞান। জীবন ও জগৎ সম্পর্কে আমাদের যে সামগ্রিক চিন্তা তাকে বলা হয় দর্শন।
দার্শনিক চেতনার উৎপত্তি :
প্লেটোর মতে বিষয় থেকে দর্শনের উৎপত্তি।
ডেকার্টের মতে সংশয় থেকে দর্শনের উৎপত্তি।
সক্রেটিসের মতে জ্ঞান প্রীতি দর্শন চিন্তার উৎস।
হিউমের মতে উপযোগিতা থেকে দর্শনের উৎপত্তি।
ভারতীয় দার্শনিকদের মতে দুঃখ থেকে দর্শনের উৎপত্তি।
আমাদের জ্ঞানের তিনটি স্তরঃ আছে যথা -
- সাধারণ জ্ঞান
- বিজ্ঞান
- দর্শন
অধ্যাপক ওয়েবারের মতে "দর্শন ছাড়া বিজ্ঞান হল আত্মাহীন দেহ এবং বিজ্ঞান ছাড়া দর্শন হলো দেহহীন আত্মা।"
হার্বার্ট স্পেন্সার এর মধ্যে "সাধারণ জ্ঞান সম্পূর্ণ অনৈক্যবদ্ধ জ্ঞান, বিজ্ঞান হল আংশিক ঐক্যবদ্ধ জ্ঞান এবং দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান।"
Full Suggestion : WB Class 11 Philosophy Suggestion 2023 WBCHSE
অনুশীলনী
প্রশ্নঃ 'Philosophy' শব্দের অর্থ কি?
উত্তরঃ 'Philosophy' শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ।
প্রশ্নঃ 'Philos' শব্দটির অর্থ কি?
উত্তরঃ 'Philos' শব্দটির অর্থ অনুরাগ।
প্রশ্নঃ 'Sophya' শব্দটির অর্থ কি?
উত্তরঃ 'Sophya' শব্দটির অর্থ জ্ঞান।
প্রশ্নঃ দর্শন কাকে বলে?
প্রশ্নঃ প্লেটোর মতে দর্শনের উৎস কি?
উত্তরঃ প্লেটোর মতে বিষয় থেকে দর্শনের উৎপত্তি।
প্রশ্নঃ ডেকার্টের মুতে দর্শনের উৎস কি?
উত্তরঃ ডেকার্টের মতে সংশয় থেকে দর্শনের উৎপত্তি।
প্রশ্নঃ সক্রেটিদের মতে দর্শনের উৎস কি?
উত্তরঃ সক্রেটিসের মতে জ্ঞান প্রীতি দর্শন চিন্তার উৎস।
প্রশ্নঃ হিউমের মতে দর্শনের উৎস কি?
উত্তরঃ হিউমের মতে উপযোগিতা থেকে দর্শনের উৎপত্তি।
প্রশ্নঃ ভারতীয় দার্শনিকদের মতে দর্শনের উৎস কি?
উত্তরঃ ভারতীয় দার্শনিকদের মতে দুঃখ থেকে দর্শনের উৎপত্তি।
প্রশ্নঃ জ্ঞানের কয়টি স্তর ও কি কি?
উত্তরঃ জ্ঞানের তিনটি স্তরঃ আছে যথা -
- সাধারণ জ্ঞান
- বিজ্ঞান
- দর্শন
প্রশ্নঃ 'দর্শন ছাড়া বিজ্ঞান হল আত্মাহীন দেহ এবং বিজ্ঞান ছাড়া দর্শন হলো দেহহীন আত্মা।' - উক্তিটি কার?
উত্তরঃ অধ্যাপক ওয়েবার।
প্রশ্নঃ "সাধারণ জ্ঞান সম্পূর্ণ অনৈক্যবদ্ধ জ্ঞান, বিজ্ঞান হল আংশিক ঐক্যবদ্ধ জ্ঞান এবং দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান।" - উক্তিটি কার?
উত্তরঃ হার্বার্ট স্পেন্সার।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ