Type Here to Get Search Results !

WB Class 8 Geography Second Unit Test Suggestion WBBSE Part 2

অষ্টম শ্রেণি

ভূগোল

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

চাপবলয় ও বায়ুপ্রবাহ

Class 8 Geography Second Unit Test Suggestion Part 2


পূর্ণমানঃ                                                                                                             সময়ঃ


(১) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ নিরক্ষিয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি কীভাবে পড়ে?

১.২ বায়ুর উষ্ণতার প্রধান উৎস হল কী?

১.৩ পৃথিবীতে কটা বায়ুচাপ বলয় আছে? 

১.৪ মেরু বায়ু শীতল কেন?

১.৫ মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কী?


(২) শূন্যস্থান পূরণ করোঃ

২.১ দুই মেরু অঞ্চল প্রায় __________ বরফে ঢাকা থাকে।

২.২ পৃথিবীর তিনটি অংশ জুড়ে __________ অবস্থান করছে।

২.৩ মেরু বায়ুর কারণে মেরুবৃত্তীয় অঞ্চলে মাঝে মাঝে __________ হয়।

২.৪ শীতকালে জলভাগ __________ তুলনায় বেশি উষ্ণ থাকে।

২.৫ বায়ুর চাপের ওপর __________ প্রভাব সবচেয়ে বেশি।


(৩) সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ

৩.১ নিরক্ষিয় শান্তবলয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না।

৩.২ উষ্ণ-শুষ্ক প্রায় সবুজহীন মরু অঞ্চলে উষ্ণতার প্রসর খুব বেশি।

৩.৩ স্থলভাগের ওপর বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের ওপর বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়।

৩.৪ বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয়।

৩.৫ সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়।


(৪) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

৪.১ অশ্ব অক্ষাংশ পালতোলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়ত কেন?

৪.২ আয়ন বায়ু কাকে বলে?

৪.৩ পশ্চিমাবায়ু কাকে বলে?

৪.৪ গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝো?


(৫) নিচের বড়ো প্রশ্নগুলির উত্তর দাওঃ

৫.১ বায়ুচাপ বলয় কাকে বলে? পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয়গুলির বিবরণ দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close