Type Here to Get Search Results !

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন

সপ্তম অধ্যায়

অষ্টম শ্রেণীর ভূগোল

WB Class 8 Geography


মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
মানুষের কার্যাবলী ও পরিবেশ আবনমন

সংজ্ঞা: পরিবেশের গুণমান হ্রাস পাওয়া যার ফলে জল, বায়ু, মৃত্তিকা তথা প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, ফলে বাস্তুতন্ত্র বিলুপ্ত হয়।
পরিবেশের অবনমের প্রভাব
১) কোন প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়।
২) পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয়, যাতে পরিবেশের ভারসাম্য ও কার্যকরি ক্ষমতা ভেঙে পড়ে।
উদাহরণ: অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয়, বন্যা, জীব বৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসারের মাধ্যমে পরিবেশের সামগ্রিক অবনমন ঘটে।
পরিবেশ দূষণ এবং পরিবেশ অবনমন: পরিবেশ দূষণ এবং পরিবেশ অবনমন এই দুটি বিষয় পরিবেশের গুণগত মান হিরাসকারী অবস্থাকে বোঝায়। পরিবেশ দূষণ হল প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত করনের অবস্থান। পরিবেশ অবনমন হল পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাসপ্রাপ্ত অবস্থা।
যথা: ভৌমজলে আর্সেনিক মিশলে জল দূষিত হয়, দীর্ঘদিন যাবত এই জলে আর্সেনিক মিশ্রিত থাকলে ভৌম জলের গুণমান হ্রাস পাবে যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট, ভূমি অবক্ষয় প্রভৃতি সমস্যা ব্যাপক আকার নেবে।
পরিবেশ অবনমন এর কারণ:
ক) প্রাকৃতিক: ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যৎপাত, সুনামি ইত্যাদি ভূ-প্রাকৃতিক শক্তির দ্বারা পরিবেশের অবনমন ঘটে। যার ফলে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হয়, ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয়, জীবনহানি ঘটে, জীব বৈচিত্র্য বিনষ্ট হয়।
খ) মনুষ্য সৃষ্ট: আধুনিক যুগে অবৈজ্ঞানিকভাবে কৃষি উৎপাদন, শিল্প বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন, জলধার নির্মাণ, বৃক্ষ ছেদন পরিবেশের নানা সমস্যা সৃষ্টি করে এবং অবনমন ঘটায় যার ফলে ধস, বন্যা, ভূমিকম্প, খরা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় ঘটছে।
পরিবেশ অবনমনের ফলে কি ঘটে?
১) ভূমিকম্প, ২) জল দূষণ ও জলাভাব, ৩) জীব বৈচিত্র্য হ্রাস, ৪) রাসায়নিক দুর্ঘটনা, ৫) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, ৬) বন্যা, ৭) প্রাকৃতিক সম্পদের হ্রাস, ৮) মুদ্রাস্ফীতি, চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস, ৯) বায়ু দূষণ, ১০) খরা।
পরিবেশের অবনমনের ফলে ঘটে যাওয়া একটি ঘটনা:
১৯৮৪ সালে ভোপালের গ্যাস দুর্ঘটনা একটি পরিবেশ অবনমনের দৃষ্টান্ত।
ইউনিয়ন কার্বাইডের ফলে রাসায়নিক ও কীটনাশক কারখানার ট্যাংক ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত MIC(মিথাইল আইসো সাইনাইড) গ্যাস। যার ফলে ৪০০০ মানুষ, পশু পাখি মারা গিয়েছিল।
প্রায় ২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
১৯৮৬ সালে ইউক্রেনের চের্নোবিল এবং ২০১১ সালে জাপানের ফুকুশিমা পরমাণু দুর্ঘটনা আধুনিক প্রযুক্তির অত্যন্ত ক্ষতিকর দিক, যা পরিবেশের অবনমন এর ফল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close