পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
Type Here to Get Search Results !

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

পৃথিবীর অন্দরমহল

প্রথম অধ্যায়

অষ্টম শ্রেণীর ভূগোল

WB Class 8 Geography

     Wb class 8 geography question answer pdf download. Wb class 8 geography question answer pdf. Wb class 8 geography question answer mcq. Wb class 8 geography question answer english medium. Wb class 8 geography question answer chapter 2. Wb class 8 geography question answer chapter 1. class 8 geography west bengal board. অষ্টম শ্রেণীর ভূগোল সহায়িকা pdf. Wb class 8 geography question answer pdf download mcq. amader prithibi class 8 question answer. ক্লাস 8 ভূগোল প্রশ্ন উত্তর. অষ্টম শ্রেণীর ভূগোল সহায়িকা pdf. class 8 geography west bengal board. তাপ class 8 question answer pdf download. অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর. class 8 geography chapter 1. Class 8 geography west bengal board solutions. Class 8 geography west bengal board question answer.
     Class 8 geography west bengal board pdf download. class 8 geography west bengal board pdf. Class 8 geography west bengal board notes. Class 8 geography west bengal board chapter 2. Class 8 geography west bengal board chapter 1. class 8 geography chapter 2 west bengal board. Class 8 geography questions and answers pdf. Class 8 geography questions and answers. class 8 geography pdf. Class 8 geography notes. class 8 geography chapter 2. Class 8 geography chapter 1. class 8 geography book. class 8 geography chapter 4. WBBSE geography book class 8 pdf. Class 8 geography book solutions. class 8 geography book pdf wbbse. Class 8 geography book pdf download. Class 8 geography book pdf. Class 8 geography book chapter 2. Class 8 geography book chapter 1. WBBSE geography book class 8 solutions.

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

পৃথিবীর অন্দরমহল

ভূত্বক: পৃথিবীর সৃষ্টির সময় সূর্যের মতোই উত্তপ্ত উজ্জ্বল গ্যাসীয়পিণ্ড ছিল, কালক্রমে শীতল হওয়ার সময় অপেক্ষাকৃত ভারী উপাদানগুলি কেন্দ্রের দিকে, হালকা উপাদানগুলি শীতল ঘনী ভূত হয়ে পৃথিবীকে বেষ্টন করে শক্ত বহিরা বরণ সৃষ্টি করেছে। একে ভূত্বক বলে।
বৈশিষ্ট্য: ১) উৎস:-ভূমির মৃত্তিকা, শিলা ইত্যাদি। ২) গভীরতা:-মহাদেশের নিচে ১৭ কিমি. মহাসাগরের নিচে ৫-৭ কিমি। ৩) স্তর বিন্যাস:-সিয়াল ও সীমা দুটি স্তরে বিভক্ত।
পৃথিবীর ঘনত্ব:-১) ভূপৃষ্ঠের গড় ঘনত্ব ২.৬-৩.৩ গ্রাম/ঘন সেমি। ২) কেন্দ্রর নিকটবর্তী স্থল-১১ গ্রাম/ঘন সেমি। ৩) কেন্দ্র-১৩ গ্রাম/ঘন সেমি। ৪) কৃত্রিম উপগ্রহ-৫/৫ গ্রাম/ঘন সেমি।
স্বাভাবিক নিয়মেই পৃথিবীপৃষ্ঠ থেকে অভ্যন্তরের দিকে পদার্থের চাপ বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায়।

ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস:
কেন্দ্র মন্ডল: পৃথিবীর অভ্যন্তরের ২৭০০ কিমি থেকে ভু কেন্দ্রের পর্যন্ত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে লোহা, নিকেল, ভারী উপাদান গুলি সঞ্চিত হয়ে কেন্দ্রমন্ডল/Core সৃষ্টি করেছে।
বৈশিষ্ট্য: ১) গভীরতা-৩৫০০ কিমি
২) উপাদান-লোহা, পারদ, নিকেল।
৩) উষ্ণতা-৬০০০°সে.।
৪) গঠন-স্তরটি লোহা (Fe), নিকেল (Ni), দ্বারা গঠিত তাই একেNife বলে।
৫) বিশেষত্ব-উষ্ণতম, ঘনতম স্তর।
কেন্দ্রমন্ডলের বিভাগ:
বহিঃকেন্দ্রমন্ডল-সংজ্ঞা: কেন্দ্রমন্ডলের উপরিভাগ, সাধারণত ২৯০০-৫১০০ তিমি পর্যন্ত গভীরতা বিশিষ্ট বিস্তৃত স্তর।
উপাদান-নিকেল, লোহা।
ঘনত্ব-১০-১২.৩১ গ্রাম/ঘন সেমি।
বৈশিষ্ট্য: ১) স্তরটি অর্ধ কুঠির অবস্থায় অক্ষরের চারিদিকে আবর্তনরত।
২) এই স্তর থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।
আসথেনোস্ফিয়ার/ক্ষুব্ধমন্ডল-
গ্রিক শব্দ-Asthenos এর অর্থ দুর্বল।
সংজ্ঞা: শিলা মন্ডলের নিচে ও গুরুমন্ডলের ওপরে অংশে অপেক্ষা কৃত কম ঘনত্ব যুক্ত একটি স্তর রয়েছে। এই স্তরটি অ্যাসথেনোস্ফিয়ার নামে পরিচিত।
বৈশিষ্ট্য: ১) গভীরতা আনুমানিক ৩০০ কিমিপুর।
২) পরিচলন স্রোতের প্রভাবে এই স্তরের যাবতীয় ভূসংক্ষোভের সৃষ্টি হয়, তাই একে ক্ষুব্ধমন্ডল বলে।
৩) অত্যাধিক চাপ ও তাপে এই স্থলের শিলা সান্দ্র অবস্থায় রয়েছে।
৪) ভূকম্পীয় তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে ধীরে প্রবাহিত হয়।
গুরুমন্ডল: সংজ্ঞা: কেন্দ্রমন্ডল ও শিলামন্ডলের মধ্যবর্তী ভূ অভ্যন্তরে ৪০ কিমি থেকে ২৯০০ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটিকে গুরুমন্ডল বা ম্যান্টাল বলে।
বৈশিষ্ট্য: ১) গভীরতা-৪০-২৯০০ কিমি পুরু।
২)উপাদান-নিকেল, লোহা, সিলিকা।
৩) উষ্ণতা-৩০০০°সে.
৪) আপেক্ষিক গুরুত্ব-জল অপেক্ষা ৫-৬ গুন ভারী।
৫) ঘনত্ব-৩.৪-৫.৬ গ্রাম/ঘন সেমি।
ক্রোফেসীমা-(CR+Fe+Si+Ma)
সংজ্ঞা: গুরু মন্ডলের ৩০০-৭০০ তিনি গভীরতায় ক্রোমিয়াম (Cr), লৌহ (Fe), সিলিকা (Si), ম্যাগনেসিয়াম (Ma) এর প্রধান্য দেখা যায়, একে ক্রফেসীমা বলে।
বৈশিষ্ট্য-১) এই স্তরে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প সংঘটিত হয়, ২) ঘনত্ব ৩.১-৪.৭৫ গ্রাম/ঘন সেমি।
৩) অলিভিন জাতীয় খনিজ।
নিফেসীমা-(Ni+Fe+Si+Ma)
সংজ্ঞা: গুরুমন্ডলের ৭০০ কিমি থেকে ২৯০০ কিমি গভীরতায় নিকেল (Ni), লোহা (Fe), সিলিকা (Si), ম্যাগনেসিয়াম (Ma) খনিজের প্রধান্য দেখা যায়, একে নিফেসীমা বলে।
বৈশিষ্ট্য: ১) গুরুত্ব-এখানে ভূকম্পীয় P তরঙ্গের গতিবেগ বেশি। ২) ঘনত্ব-৪.৭৫-৫ গ্রাম/ঘনসেমি।
৩) উপাদান-সিলিকা, নিকেল।

অনুশীলনী


প্রশ্ন: পৃথিবীর যে শক্ত পিঠটার অপরাধী তার নিচে কি আছে?

উত্তর: পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ভারী পর্দা গুলি যেমন-লোহা, নিকেল প্রভৃতি ঘন পদার্থ কেন্দ্রমন্ডলের এবং লোহা, নিকেল, সিলিকা, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম গুরুমন্ডলে থাকে। 


প্রশ্ন: কেউ কি কখনো দেখেছো পৃথিবীর ভেতর টা কেমন?

উত্তর: পৃথিবীর ভেতরটা পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম স্তরবিন্যাস দেখা যায় সেরকম বিভিন্ন ঘনত্বের ও বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। 


প্রশ্ন: পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে?

উত্তর: পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিমি। তাই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে সমপরিমাণ গর্ত খুঁড়তে হবে। 


প্রশ্ন: পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে?

উত্তর: ভূমিকম্পের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গের বৈশিষ্ট্য, তীব্রতা প্রভৃতি দেখে ভূবিজ্ঞানী রা পৃথিবীর ভেতর সম্পর্কে ধারণা পোষণ করেন। তাই বিভিন্ন তথ্য অনেকটা অনুমানের উপর নির্ভরশীল। 


প্রশ্ন: পৃথিবীর ভেতর টা সম্পর্কে মানুষ যতটা জেনেছে, সেটুকু জানলো কিভাবে?

উত্তর: পৃথিবীর ভেতর টা সম্পর্কে জানতে মানুষকে খননকার্য পড়তে হয়েছে তাছাড়া পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা, গড় ঘনত্ব ও ভূমিকম্পের কম্পনের তীব্রতা । সময় বিচার করে বিজ্ঞানীরা তথ্য জানতে পারেন। 


প্রশ্ন: কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না?

উত্তর: পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমরা যেতে পারি না কারণ প্রচন্ড উত্তাপ ও প্রবল চাপের প্রভাবে এই অংশের সমস্ত পদার্থ স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে। 


প্রশ্ন: কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না?

উত্তর: ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পদার্থ গুলির মধ্যে ভূকম্পন প্রবাহিত হওয়ার সময় দীর্ঘ, ক্ষুদ্র, দ্রুত ওয়্যব ধীরগতি সম্পন্ন হয়। ভূমিকম্পের তরঙ্গ কঠিন। তরঙ্গ যে কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে কিন্তু তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না ফলে সরাসরি তথ্য সংগ্রহ হয় না। 


প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন?

উত্তর: পৃথিবীর জন্মের সময় খুব গরমও বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণ এর তারে কেন্দ্রের দিকে চলে যায় আর হালকা পদার্থ উপরে ভেসে ওঠে। কারণ ভূপৃষ্ঠের গড় ঘনত্বের তুলনায় কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব অনেক বেশি। 


প্রশ্ন: আপেলের কোন অংশ গুরুমন্ডল এর সঙ্গে তুলনীয়?

উত্তর: আপেলের খোসা গোটা আপেলের তুলনায় পাতলা। তা ঠিক নিচের সার্চ গুরুমন্ডল এর সঙ্গে তুলনীয়। 


প্রশ্ন: আপেলের কোন অংশটা কেন্দ্রমন্ডলের মত বলো তো?

উত্তর: আপেলের বীজটা হলো কেন্দ্রমন্ডলের মত। 


প্রশ্ন: গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের প্রায় একইরকম পুরু। কিন্তু পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮৪ শতাংশ দখল করে আছে গুরুমন্ডল। এটা কিভাবে বা কেন হয়?

উত্তর: পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে। বেশি ঘনত্ব যুক্ত পদার্থের চাপ বেশী এবং ওই পদার্থ গুলি কেন্দ্রমন্ডলের অবস্থান করে কিন্তু বেশি ঘন পদার্থের তুলনায় অপেক্ষাকৃত কম ঘন পদার্থের পরিমাণ বেশি থাকায় এই গুরুমন্ডলের অনেকটাই পৃথিবীর অভ্যন্তরে থাকে। প্রায় ২৯০০ কিমি পর্যন্ত ঘনত্ব যুক্ত স্তরই গুরুমন্ডল। 


প্রশ্ন: পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের মধ্যে ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায় কেন?

উত্তর: পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের মধ্যে ঘনত্বের পার্থক্য দেখা যায়। অপেক্ষাকৃত ভারী পদার্থ পৃথিবীর কেন্দ্রের দিকে জমা হয়। তুলনায় কম ভারী পদার্থ কেন্দ্রের উপরিভাগে দেখা যায়। 


প্রশ্ন: ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখ।

উত্তর: প্রথমত, মেঘনা হল ভূগর্ভের খনিজ পদার্থের তরল মিশ্রণ। অথবা লাভা হল খনিজ পদার্থের কঠিন ও তরল মিশ্রণ।

দ্বিতীয়ত, মেঘনা থেকে লাভার সৃষ্টি। অথবা লাভা থেকে মেঘ সৃষ্টি হয় না।

আরও পড়ুন ঃ

পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

অস্থিত পৃথিবী | দ্বিতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

চাপবলয় ও বায়ুপ্রবাহ | চতুর্থ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মেঘ-বৃষ্টি | পঞ্চম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

জলবায়ু অঞ্চল | ষষ্ঠ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক | অষ্টম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

উত্তর আমেরিকা | নবম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

দক্ষিণ আমেরিকা | দশম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

ওশিয়ানিয়া | একাদশ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close