জলবায়ু অঞ্চল
ষষ্ঠ অধ্যায়
অষ্টম শ্রেণীর ভূগোল
WB Class 8 Geography
জলবায়ু অঞ্চল: পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর বৈচিত্রের মধ্যেও অনেক সময় ঐক্যের সুর অনুসন্ধান করা যায় না। কোন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ ইত্যাদি আবহাওয়ার উপাদান গুলির সমধর্মিতা ও সাদৃশ্যের ভিত্তিতে চিহ্নিত কাল্পনিক সীমাযুক্ত অঞ্চল কে জলবায়ু অঞ্চল বলা হয়।
বৈশিষ্ট্য: ১) সীমাহীন: সুনির্দিষ্ট সীমান্তে আবদ্ধ নয়। ২) বিভিন্নতা: বিভিন্ন জলবায়ু অঞ্চলে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ জীববৈচিত্র্য এমনকি মানুষের জীবনযাত্রার মধ্যে পার্থক্য দেখা যায়।
পরিবর্তনশীল/নিরপেক্ষ অঞ্চল: দুই পৃথক জলবায়ু অঞ্চলের মধ্যস্থলে সৃষ্টনিরপেক্ষ অঞ্চলে দুই অঞ্চলের বৈশিষ্ট্য ও দেখা যায়।
সংজ্ঞা: একটা জলবায়ু অঞ্চলের সীমানা অতিক্রম করে অন্য জলবায়ু অঞ্চলের সীমানা শুরুর পর্বে স্থলটির সূ়ক্ষ্ম সীমারেখা মধ্যবর্তী পর্যন্ত যে সাধারণ একটা পরিবর্তনশীল অঞ্চল থাকে, তাকে নিরপেক্ষ বা পরিবর্তনশীল অঞ্চল বলে।
বিভিন্ন প্রকার জলবায়ু অঞ্চল:
১) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল:
প্রকৃতি: উষ্ণ, আদ্র জলবায়ু
সংজ্ঞা: নিরক্ষীয় উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে সারাবছর অত্যাধিক উষ্ণতা আর বৃষ্টিপাতের জন্য গভীর অরণ্য সৃষ্টি হয়েছে, তাই তাকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলে।
অবস্থান: নিরক্ষীয় রেখার দুই দিকে ৫°থেকে ১০°উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত।
বিস্তার: ১) কঙ্গো আববাহিকা(আফ্রিকা) ২) আমাজন নদী অববাহিকা (দক্ষিণ আমেরিকা) ৩) ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিনিস(দক্ষিণ পূর্ব এশিয়া) ৪) পানামা, ৫) ক্যারিবিয়াল দ্বীপপুঞ্জ, ৬) শ্রীলংকা ৭) কলম্বিয়া ৮) ভারতের দক্ষিণ পশ্চিম অংশ।
জলবায়ুর বৈশিষ্ট্য:
১) দিন বড়, রাত ছোট হয়। ২) বার্ষিক গড় উষ্ণতা ২৭°সে.।৩) বার্ষিক উষ্ণতার প্রসর মাত্র ২°সে.।৪) দিনের বেলা সর্বোচ্চ উষ্ণতা ৩৮° সে.।৫) রাতের বেলা উষ্ণতা (২০°-২৫°সে. তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল।৬) দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য প্রায় ১০°সে.।৭) সূর্যর রশ্মি লম্বভাবে পড়ে ,আর্দ্রতা বেশি।