Type Here to Get Search Results !

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা

তৃতীয় অধ্যায়

অষ্টম শ্রেণীর ভূগোল

WB Class 8 Geography


শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography

শিলা


সংজ্ঞা: ভূত্বক গঠনের সব রকম উপাদান কে শীলা বলে। অর্থাৎ, যেসব প্রাকৃতিক ও অজৈব উপাদান দিয়ে ভূত্বক গঠিত, সেই সব উপাদান কে সাধারণতভাবে শিলা বলে।
শিলার শ্রেণীবিভাগ:
শিলা
১) আগ্নেক শিলা।
- (ক) গ্রানাইট
- (খ) ব্যাসল্ট
২) পাললিক শিলা
- (ক) বেলেপাথর
- (খ) কাদাপাথর
৩)রূপান্তরিত শিলা
- (ক) নিস
- (খ) মার্বেল পাথর
সমসত্ত্ব মিশ্রণ: এই প্রকার মিশ্রণের উপাদান গুলো সমান জায়গায় এবং সম অনুপাতে বর্তমান থাকে। এক্ষেত্রে উপাদানের অনুপাত গুলি সমপরিমাণে হয়।
অসমসত্ত্ব মিশ্রণ সংজ্ঞা: অসমসত্ত্ব মিশরের উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে।
পেট্রোলজি: (Petrology):
শব্দার্থ:Pero=শিলা ,Logy-Logos-বিজ্ঞান।
সংজ্ঞা: বিজ্ঞানের যে শাখায় শিলার জন্ম, প্রক্রিয়া, বৈশিষ্ট্য, প্রকৃতি নিয়ে আলোচনা হয়, তাকে পেট্রোলজি বলে।
মিনারেলজি: শব্দার্থ-Mineral-খনিজ, Logy-Logos বিজ্ঞান।
সংজ্ঞা: বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে মিনারেলজি বলে।
আধুনিক শিলা (Igneous Rock):
ব্যুৎপত্তিগত অর্থ Latin শব্দ Ignis শব্দের অর্থ আগুন।
সংজ্ঞা: পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তা বিকিরণ করে শীতল হবার সময় বিভিন্ন উপাদান জমাটবেঁধে ভূত্বকের উপর সর্বপ্রথম যে কঠিন শিলার আবরণ তৈরি করে তাকে আগ্নেয় শিলা বলে।
সৃষ্টির প্রক্রিয়া: ভূত্বকের অভ্যন্তরে বিভিন্ন ধাতব পদার্থ (সিলিকন, লোহা, নিকেল প্রভৃতি)।
উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। ভূ-অভ্যন্তরের প্রবল চাপে এই মেঘমা ভূপৃষ্ঠে উঠে এসে ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে এই শিলা সৃষ্টি করে।
আগ্নেয় শিলার বৈশিষ্ট্য:
১) প্রাথমিক শিলা-আপনি শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায়, একে প্রাথমিক/মাতৃ/জনক শিলা বলা হয়।
২) অস্তরীভূত শিলা-আগ্নেয় শিলায় কোন স্তর দেখা যায় না।
৩) গঠন-এই শিলার গঠন উজ্জ্বল কেলাসের মতো।
৪) ভঙ্গুরতা: এই শিলা কম ভঙ্গুর, সহজেই ক্ষয় পায় না।
৫) ঘনসংবদ্ধতা-এই শিলা ঘন, সংবদ্ধ, ভারী ঘনত্ব বেশি।
৬) রং-রং হালকা থেকে গাঢ় হয়ে থাকে।
৭) প্রবেশ্যতা-এই শিলাই ফাটল থাকে, তাই প্রভেশ্যতা বেশি। 

অষ্টম শ্রেণি

ভূগোল

তৃতীয় অধ্যায়
শিলা

প্রশ্ন : শিলা আসলে কি?
উত্তর : ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি তাদের এই সাধারণ নাম শিলা। শিলা বিভিন্ন খনিজ পদার্থের সমসত্ব ও অসমসত্বের মিশ্রণ। কোন কোন শিলায় একাধিক খনিজ পদার্থ থাকে, আবার কোন কোন শিলায় কেবলমাত্র একটি খনিজ পদার্থ থাকে।

প্রশ্ন : রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়?
উত্তর : রেল লাইনের মাঝে থাকা শিলার নাম ব্যাসল্ট। এই শিলা শক্ত ও ভারি এবং ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি।

প্রশ্ন : গ্রানাইট শিলা চিকচিক করে কেন?
উত্তর : গ্রানাইট শিলা সাধারণত স্ফটিক আকার বা কাচের মতো। এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত গ্রাফাইটে মাইকা খনিজ পদার্থ থাকে।

প্রশ্ন : তোমার কাছে কোন শিলা খনিজ থাকলে একটু উত্তপ্ত করে দেখো - কোন শিলা তাড়াতাড়ি গরম হয় আর কোন শিলা বেশিক্ষণ গরম থাকে তা লেখ।
উত্তর : ব্যাসল্ট শিলা খুব তাড়াতাড়ি গরম হয়। রূপান্তরিত শিলা বেশিক্ষণ গরম থাকে।

প্রশ্ন : পেন্সিলের সিস কোন শিলা দিয়ে তৈরি এবং এই শিলা কি ধরনের শিলা?
উত্তর : পেন্সিলের সিস গ্রাফাইট দিয়ে তৈরি আর গ্রাফাইট একটি রূপান্তরিত শিলা।

প্রশ্ন : আমি দেখতে চকচকে, সাদা বা কালো রংয়ের। আমি নরম, সহজেই পাতের মত বেঁকে যায়। গ্রানাইট শিলার একটি মূল খনিজ আমি। আমি কে?
উত্তর : অভ্র।

প্রশ্ন : আমি মসৃণ, দেখতে খুব সুন্দর। নানা রঙে আমার পাওয়া যায়। আমি ঘরবাড়ি মেঝে তৈরীর কাজে আসি। বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মত স্থাপত্যশিল্পে আমার ব্যবহার আছে। আমি কে?
উত্তর : মার্বেল।

প্রশ্ন : আমি খুব শক্ত, সূক্ষ্ণ দানার কালো ধূসর রঙের শিলা। রাস্তাঘাট নির্মাণ আমার ব্যবহার হয়ে থাকে। আমার মধ্য দিয়ে জল সহজেই প্রবেশ করতে পারে। আমি কে?
উত্তর : ব্যাসল্ট।

প্রশ্ন : পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন?
উত্তর : আগ্নেয় শিলার থেকে পাললিক শিলার কাঠিন্য কম। বিভিন্ন খনিজের সাথে দৃঢ় ভাবে জলের অনু সংযুক্ত হয়ে কেলাস গঠন হয়। যা পাললিক শিলায় হয় না ফলে কেলাসে গঠন হয় না।

প্রশ্ন : আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন?
উত্তর : জীব দেহ যখন পাথরে পরিণত হয় এবং শিলাস্তরের উপর তার ছাপ দেখা যায় তখন তাকে জীবাশ্ম বলে। আগ্নেয় শিলার গঠনে ম্যাগমা ও লাভার প্রচন্ড উত্তপ্ত অবস্থায় থাকে। সুতরাং কোনরূপ জীবাশ্মের অস্তিত্ব থাকে না। কিন্তু সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে পলি সঞ্চিত হওয়ার সময় উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ এই স্তরে চাপা পড়ে জমাট বেঁধে পরিণত হয় এবং শিলাস্তরে ছাপ পড়ে।

প্রশ্ন : কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন?
উত্তর : পাললিক শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়। ভূগোলের প্রচন্ড উত্তাপে প্রাণী বা উদ্ভিদের দেহ অবশেষ হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। শুধুমাত্র সচ্ছিদ্র পাললিক শিলা স্তর এই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close