Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ প্রধানমন্ত্রী মোদি কোথায় ইউপি মুখ্যমন্ত্রী, প্রতিমন্ত্রীদের সাথে বিস্তৃত আলাপচারিতা করেছেন?
(ক) বারানসী
(খ) লখনৌ
(গ) কানপুর
(ঘ) প্রয়াগরাজ
উত্তরঃ (খ) লখনৌ
প্রশ্নঃ সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারতীয় নৌবাহিনীতে দুটি দেশীয় তৈরি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করবেন?
(ক) আমিত শাহ
(খ) পিয়ুশ গোয়েল
(গ) নির্মালা সিতারামন
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (ঘ) রাজনাথ সিং
প্রশ্নঃ সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী নয়াদিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করবেন?
(ক) পিয়ুশ গোয়েল
(খ) রাজনাথ সিং
(গ) আমিত শাহ
(ঘ) জিতেন্দ্র সিং
উত্তরঃ (গ) আমিত শাহ
প্রশ্নঃ রাষ্ট্রপতি কোবিন্দ কোন দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন?
(ক) কানাডা
(খ) জামাইকা
(গ) কিউবা
(ঘ) হৈতি
উত্তরঃ (খ) জামাইকা
প্রশ্নঃ কান চলচ্চিত্র উৎসব কোন দেশে শুরু হবে?
(ক) স্পেন
(খ) স্কোটল্যান্ড
(গ) ফ্রান্স
(ঘ) নরওয়ে
উত্তরঃ (গ) ফ্রান্স
প্রশ্নঃ রামগড় বিষধরী বন্যপ্রাণী অভয়ারণ্যকে __________ বন্য বিড়ালদের জন্য সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়েছে?
(ক) ৫২তম
(খ) ৬৩তম
(গ) ৬১তম
(ঘ) ৫৮তম
উত্তরঃ (ক) ৫২তম
প্রশ্নঃ জৈবিক ই. কোভিড-১৯ ভ্যাকসিন কর্বেভ্যাক্সের দাম __________ একটি ডোজ কমিয়ে দেয়?
(ক) ১০০ টাকা
(খ) ১৫০ টাকা
(গ) ২০০ টাকা
(ঘ) ২৫০ টাকা
উত্তরঃ (ঘ) ২৫০ টাকা
প্রশ্নঃ নিচের কে TRAI-এর রজত জয়ন্তী উদযাপনকে কার্যত সম্বোধন করবে?
(ক) নরেন্দ্র মোদি
(খ) আমিত শাহ
(গ) জিতেন্দ্র সিং
(ঘ) নির্মলা সিতারামন
উত্তরঃ (ক) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ ভারত এবং কোন দেশ ছয়টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করেছে?
(ক) বাংলাদেশ
(খ) চিন
(গ) ভুটান
(ঘ) নেপাল
উত্তরঃ (ঘ) নেপাল
প্রশ্নঃ ইউক্রেনের অর্থনীতিতে সহায়তা করার জন্য জাপান _________ ঋণ চুক্তি স্বাক্ষর করেছে?
(ক) ১১ বিলিয়ন ইয়েন
(খ) ১৮ বিলিয়ন ইয়েন
(গ) ১৬ বিলিয়ন ইয়েন
(ঘ) ১৩ বিলিয়ন ইয়েন
উত্তরঃ (ঘ) ১৩ বিলিয়ন ইয়েন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ