সপ্তম শ্রেণি
ভূগোল
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
ভূমিরূপ
পূর্ণমানঃ সময়ঃ
(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ মালভূমির অপর নাম -
ক পোল্ডারল্যন্ড
খ টেবিলল্যান্ড
১.২ নীলগিরি হল একটি -
ক স্তুপ পর্বত
খ ক্ষয়জাত পর্বত
১.৩ তিব্বত মালভূমি একটি -
ক ব্যবচ্ছিন্ন মালভূমি
খ পর্বতবেষ্টিত মালভূমি
১.৪ জনবসতির সর্বাধিক ঘনত্ব দেখা যায় -
ক সমভূমি অঞ্চলে
খ মালভূমি অঞ্চলে
১.৫ 'পৃথিবীর ছাদ' বলা হয় -
ক তিব্বতের মালভূমিকে
খ পামির মালভূমিকে
(২) শূন্যস্থান পূরণ করোঃ
২.১ ভারতের প্রাচীনতম পর্বত হল _________।
২.২ এশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হল __________।
২.৩ আগ্নেয়গিরির __________ দিয়ে অগ্ন্যুৎপাত হয়।
২.৪ দাক্ষিণাত্য মালভূমির অপর নাম __________।
২.৫ নীলনদ অববাহিকা একটি __________ সমভূমির উদাহরণ।
(৩) সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ
৩.১ পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতগুলির একটি উদাহরণ হল আরাবল্লি।
৩.২ ডেকানট্র্যাপ লাভা মালভূমির একটি উদাহরণ।
৩.৩ আরবের মালভূমি একটি মহাদেশীয় মালভূমির উদাহরণ।
৩.৪ মালভূমি অঞ্চলে খনিজ উত্তোলনভিত্তিক কাজকর্মের বিকাশ ঘটেছে।
৩.৫ ভঙ্গিল পর্বতের দুটি ভাঁজের মধ্যবর্তী উঁচু অংশকে বলে ঊর্ধ্বভঙ্গ।
(৪) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
৪.১ চারিদিকে পর্বত দ্বারা আবদ্ধ মালভূমিকে কী বলে?
৪.২ জাপানের এক উল্লেখযোগ্য আগ্নেয় পর্বতের নাম লেখো।
৪.৩ পাললিক শিলা দ্বারাগঠিত কোন্ পর্বতের শিলাস্তরে ভাঁজ দেখা যায়?
৪.৪ ভূত্বক যে অনেকগুলি ছোটো বড়ো খন্ড নিয়ে গঠিত সেই খন্ডগুলিকে কী বলা হয়?
৪.৫ ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
(৫) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
৫.১ লাভাগঠিত মালভূমি কীভাবে সৃষ্টি হয়?
৫.২ আগ্নেয় পর্বত কী?
৫.৩ সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে?
৫.৪ পলিগঠিত সমভূমি কাকে বলে?
(৬) নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ
৬.১ স্তুপ পর্বতের বৈশিষ্ট্য লেখো।
৬.২ লোয়েস সমভূমি কাকে বলে?
৬.৩ ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কী বোঝো?
৬.৪ জীবাশ্ম কাকে বলে?
৬.৫ মহীভাবক ও গিরিজনি আলোড়নের পার্থক্য লেখো।
(৭) নিচের রচনাধর্মী প্রশণগুলির উত্তর দাওঃ
৭.১ ভঙ্গিল পর্বতের উৎপত্তি পাত সংস্থান তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ