ষষ্ঠ শ্রেণি
ভূগোল
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
বরফে ঢাকা মহাদেশ
পূর্ণমানঃ সময়ঃ
(১) নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ "Antarktika" - র অর্থ কী?
উত্তরঃ উত্তরের বিপরীত
১.২ সাদা মহাদেশ কাকে এবং কেন বলে?
উত্তরঃ সারাবছরই ১-২ কিমি পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে - এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং-এ দেখানো থাকে। তাই আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ।
১.৩ আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো।
উত্তরঃ মাউন্ট এরেবাস
১.৪ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।
উত্তরঃ ভিনসন ম্যাসিফ
১.৫ পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম লেখো।
উত্তরঃ ভস্টক
১.৬ আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে কী জানো।
উত্তরঃ চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। ভয়ংকর ঠান্ডাতেই এরা অভ্যস্ত। চারপাশের সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সীল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় 'ক্রিল'-এ ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য।
১.৭ আন্টার্কটিকা সম্পর্কে আন্তর্জাতিক চুক্তিগুলি উল্লেখ করো।
উত্তরঃ ১৯৫৯ সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সমস্তরকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে। কিন্তু সবরকম গবেষণা, পরিকল্পনা হতে শান্তির উদ্দেশ্যে। আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। পৃথিবীর সব দেশকেই এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে।
১.৮ ভারতীয় আন্টার্কটিকার গবেষণাকেন্দ্রের নাম লেখো।
উত্তরঃ দক্ষিণ গঙ্গোত্রী
১.৯ আন্টার্কটিকার রাশিয়ার গবেষণাকেন্দ্রের নাম লেখো।
উত্তরঃ ভস্টক
১.১০ পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখো।
উত্তরঃ ল্যাম্বার্ট হিমবাহ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ