LightBlog
WB Class 9 Geography Second Unit Test Suggestion WBBSE Part 2
Type Here to Get Search Results !

WB Class 9 Geography Second Unit Test Suggestion WBBSE Part 2

নবম শ্রেণি

ভূগোল

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

Class 9 Geography Second Unit Test Suggestion Part 2

WB Class 9 Geography Second Unit Test Suggestion WBBSE Part 2

পূর্ণমানঃ                                                                                                                   সময়ঃ


(১) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ

১.১ মূলমধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান -

(ক) ০ ডিগ্রী

(খ) ৯০ ডিগ্রী পূর্ব

(গ) ৯০ ডিগ্রী পশ্চিম

(ঘ) ১৮০ ডিগ্রী


১.২ দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হল -

(ক) যমুনা

(খ) হলদি

(গ) রূপনারায়ণ

(ঘ) দামোদর


১.৩ লোহার ওপর মরচে ধারার প্রক্রিয়াকে বলা হয় -

(ক) কার্বনেশন

(খ) অক্সিডেশন

(গ) হাইড্রেশন

(ঘ) হাইড্রোলিসিস


১.৪ ভারতের বুন্দেলখন্ড যে প্রকার মালভূমি তা হল -

(ক) ব্যবচ্ছিন্ন

(খ) পর্বতবেষ্টিত 

(গ) লাভাগঠিত

(ঘ) মহাদেশীয়


(২) শূন্যস্থান পূরণ করোঃ

২.১ নিরক্ষরেখা বাদে প্রতিটি অক্ষরেখা হল __________।

২.২ মহীখাত যে কঠিন ভূভাগ দ্বারা আবৃত তাকে _________ বলে।

২.৩ মৃত্তিকার A ও B স্তরকে একত্রে __________ বলে।

২.৪ তরাই-ডুয়ার্স সমভূমি হল _________ সমভূমির উদাহরণ।

২.৫ কোনার বাঁধটি _________ নদীর ওপর অবস্থিত।


(৩) নিচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাওঃ

৩.১ ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন?

৩.২ পেনিপ্লেন-এ অবস্থিত অনুচ্চ টিলাকে কী বলা হয়?

৩.৩ পুঞ্জিত ক্ষয় কাকে বলে?

৩.৪ পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোন্‌টি?

৩.৫ জিওসিনক্লাইন কী

৩.৬ কোন্‌ মৃত্তিকার খোয়াই ক্ষয় সর্বাধিক লক্ষ করা যায়?

৩.৭ তিস্তা খাতের পূর্বদিকে সর্বোচ্চ অংশ কোন্‌টি?

(৪) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ

৪.১ প্রমাণ সময় বলতে কী বোঝো?

অথবা, প্রতিপাদ স্থান বলতে কী বোঝো?

৪.২ বেনি অফ এলাকা কাকে বলে?

অথবা, বিদার অগ্ন্যুৎগম কাকে বলে?

৪.৩ আবহবিকার ও ক্ষয়ীভবনের দুটি পার্থক্য উল্লেখ করো।

অথবা, আর্দ্র বিশ্লেষণ বলতে কী বোঝো?

৪.৪ কালবৈশাখী কী?

অথবা, পশ্চিমি ঝামেলা বলতে কী বোঝো?


(৫) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ

৫.১ আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাকিয়ে দেওয়া হয়েছে কেন?

অথবা, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ - ব্যাখ্যা দাও।

৫.২ উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন?

অথবা, সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের তিনটি পার্থক্য উল্লেখ করো।

৫.৩ পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদনদীর তিনটি পার্থক্য নির্দেশ করো।

অথবা, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close