Nabanna Scholarship 2023-24 || নবান্ন স্কলারশিপ ২০২৩-২৪ || how to apply Nabanna Scholarship
Type Here to Get Search Results !

Nabanna Scholarship 2023-24 || নবান্ন স্কলারশিপ ২০২৩-২৪ || how to apply Nabanna Scholarship

Nabanna Scholarship 2023-2024

নবান্ন স্কলারশিপ ২০২৩-২০২৪ 

how to apply Nabanna Scholarship 

 

     হেলো বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় হল নবান্ন স্কলারশিপ ২০২২ এবং ২০২৩ এর আবেদন পদ্ধতি, এই স্কলারশিপের জন্য কি কি লাগবে এবং কি কি করতে হবে আর শেষে কথায় জমা দিতে হবে। এই সবকিছুই এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। 

nabanna scholarship 2023-2024

কারা কারা আনেদন করতে পারবে?

     তো প্রথমেই দেখেনিয় এই স্কলারশিপের কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের প্রথমেই বলে রাখি প্রায় সকলেই অর্থাৎ মাধ্যমিক, একাদশ, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট সকলেই। তবে শুধুমাত্র একাদশ শ্রেণির জন্য যারা এবছর একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উঠেছে তাদের বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার রেজল্ট (একাদশ শ্রেণির রেজাল্টও দিলে ভালো হয়) দিতে হবে।


কি কি ডকুমেন্ট লাগবে?

  1. মাধ্যমিক/উচ্চমাধ্যমিক মার্কশীট।
  2. মান্থলি ইনকাম সার্টিফিকেট [DM/SDO/BDO/Joint BDO/executive officer/deputy commissioner কাছ থেকে নিতে হবে]
  3. এডমিশন ফি-বুক।
  4. সম্পূর্ণ যোগাযোগের তথ্য ও মোবাইল নাম্বার।
  5. নিজের নামে থাকা ব্যাংকের ডিটেইল। [পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি]
  6. রেকমেন্ডেশন MLA/MP
  7. সেলফ ডিক্লিয়ারেশন (পড়ুয়ার নিজের সই, শিক্ষাবর্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সিল)
  8. র‍্যাংক কার্ড অথবা এলোটমেন্ট লেটার (জয়েন্ট বা সমগোত্রীয় পরীক্ষার্থীদের জন্য। অন্যদের লাগবে না)


রেকমেন্ডেশন ও সেলফ ডিক্লিয়ারেশন ফর্ম কোথা থেকে পাবো?

     নিচের একটি পিডিএফ করে সম্পূর্ণ ফর্মটি একসাথে দেওয়া আছে তোমরা ওখান থেকে ডাউইলোড করে নিতে পারো।

Nabanna Scholarship 2023-24


কোথায় থেকে এবং কিভাবে ফর্ম ডাউইলোড করবে?

     নিচে একটি পিডিএফ ডকুমেন্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা এই পিডিএফ থেকে এই স্কলারশিপের ফর্ম, রেকমেন্ডেশন ফর্ম এবং সেলফ ডিক্লিয়ারেশন ফর্ম পেয়ে যাবে। যেমনটা তোমরা নিচের ফোটোতে দেখতে পাচ্ছো। তো নিচের থেকে ডাউইলোড করে নেবে।

Download : Nabanna Scholarship 2023-24 Form

কোথায় জমা করতে হবে?

     যদি তোমরা নবান্নের কাছি কোথায় থেকে থাকো তাহলে তোমরা নিজে গিয়ে নবান্নের অফিসের ড্রাফ বক্সকে দিয়ে আসতে পারো (নিচে আমি সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেবো)। না হলে নীচে একটি ই-মেল দেওয়া আছে চাইলে তোমরা এই ই-মেলে তোমার এই ফিলয়াপ করা ফাইলগুলি পিডিএফের আকারে সেন্ট করে দিতে পারো।

Address : 

The Assistant Secretary,

Chief Minister's Office,

Nabanna,

325, Sarat Chatterjee Road,

Howrah - 711102

Helpline : 033-2253 5335

E-Mail : wbcmrfedu2020@gmail.com

Official Website : Chief Minister's Office - Government of West Bengal (wbcmo.gov.in)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close