WB Class 9 Bengali Second Unit Test Suggestion WBBSE Part 1
Type Here to Get Search Results !

WB Class 9 Bengali Second Unit Test Suggestion WBBSE Part 1

নবম শ্রেণি

বাংলা

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

Class 9 Bengali Second Unit Test Suggestion WBBSE


পূর্ণমানঃ                                                                                                           সময়ঃ


(১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ

১.১ "অজস্র চুলের চুমা..." - কোথায় অবিরত ঝরে? -

ক রূপসী বাংলার পথে

খ হিজলে-কাঁঠালে-জামে

গ আমের পাতায়

ঘ মানবীর ভিজে হাতে


১.২ "জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান।" - কোথাকার জলবায়ু? -

ক ভারতবর্ষের

খ চিনের

গ জাপানের

ঘ আমেরিকার


১.৩ 'সাধু' রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না -

ক রামমোহন

খ রবীন্দ্রনাথ

গ হরপ্রসাদ শাত্রী

ঘ বিদ্যাসাগর


১.৪ 'আবহমান' কবিতাটি কয়টি স্তবকে সজ্জিত? -

ক সাতটি

খ পাঁচটি

গ ছয়টি

ঘ আটটি


১.৫ ম্যালি-ফাউল পাখিকে সাধারণত কোথায় দেখা যায়? -

ক অস্ট্রেলিয়া

খ ভারতে

গ ইংল্যান্ডে

ঘ নিউজিল্যান্ডে


১.৬ খা ধাতুর পুরাঘটিত বর্তমান কালের মধ্যম পুরুষের রূপ হল -

ক খেয়েছিল

খ খাচ্ছিল

গ খাও

ঘ খান


২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ 'তাহা বন্ধ হইল' - কার, কী বন্ধ হয়ে গেল?

২.২ 'আমার দুজন বন্ধু' - কার বন্ধু? বন্ধু দুজন কে কে?

২.৩ 'আকাশে সাতটি তারা' - কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী?

২.৪ কোন্‌ পাখির দিক নির্ণয় ক্ষমতা বেশি?

২.৫ কত তারিখে অরনিথন যন্ত্রের কাজ শেষ হল বলে প্রোফেসর শঙ্কু জানিয়েছেন?

২.৬ একটি সাপেক্ষ সর্বনামের ব্যবহার দেখাও।

২.৭ ধ্বন্যাত্মক অব্যয় কাকে বলে?

২.৮ "হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি" - বাক্যে ব্যবহৃত ক্রিয়ার কালটি উল্লেখ করো।

৩। কমবেশি ৬০টি শব্দে নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ

৩.১ 'চিঠি' রচনায় মিস মুলার সম্পর্কে বিবেকানন্দ কী বলেছেন?

৩.২ "বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়।" - বক্তার এমন মন্তব্যের কারণ কী?

৩.৩ "এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে।" - কে, কেন ভালোবাসে?


৪। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৪.১ 'আবহমান' কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।

৪.২ 'আকাশে সাতটি তারা' কবিতায় কবি জীবনানন্দ দাশ বাংলাদেশের প্রকৃতির যে রূপ ফুটিয়ে তুলেছেন তার বর্ণনা দাও।


৫। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৫.১ 'নব নব বৃষ্টি' প্রবন্ধে প্রাবন্ধিক রান্নাঘর থেকে কী কী তাড়ানো মুশকিল বলে উল্লেখ করেছেন?

৫.২ "অগত্যা রাধারাণী কাঁদতে কাঁদতে ফিরিল।" - রাধারানী কোথা থেকে ফিরল? সে কাঁদছিল কেন?


৬। কমবেশি ১৫০ শব্দের নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৬.১ 'কর্ভাস' গল্প অনুসরণে চিলিয়ান জাদুকর আর্গাস চরিত্রটি বিশ্লেষণ করো।

৬.২ "সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।" - কোন্‌ প্রসঙ্গে এমন মন্তব্য? দৃষ্টি আকর্ষণকারী পাখিটির বিশেষত্ব কী?

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close