অষ্টম শ্রেণী
ভূগোল
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
শিলা
পূর্ণমান : ২০ সময় :
(১) নিজের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও : ১ × ৫ = ৫
১.১ পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া শিলার আরেক নাম কি?
১.২ পাললিক শিলা রূপান্তরিত হলে তার কি কমে যায়?
১.৩ গুহার ছাদ থেকে নেমে আসা চুনের স্তরকে কি বলে?
১.৪ ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা হলো কি?
১.৫ ব্যাসল্ট শিলায় গঠিত মাটির রং কি?
(২) শূন্যস্থান পূরণ কর : ৩ × ১ = ৩
২.১ উপরের স্তরের চাপে জমাট বেঁধে শক্ত হয়ে __________ শিলার সৃষ্টি হয়।
২.২ খনিজ তেলের উপরের স্তরে __________ গ্যাসের উপস্থিতি দেখা যায়।
২.৩ ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে _________ কালো মাটি দেখা যায়।
(৩) সত্য অথবা মিথ্যা নির্ণয় কর : ২ × ১ = ২
৩.১ প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে।
৩.২ মার্বেল চুনা পাথরের রূপান্তরিত রূপ।
(৪) নিচের সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর দাও : ২ × ৩ = ৬
৪.১ রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়?
৪.২ আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন?
৪.৩ কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন?
(৫) নিচে রচনাধর্মী প্রশ্নটির উত্তর দাও : ৪ × ১ = ৪
৫.১ শিলা কাকে বলে? শিলার শ্রেণী ভোগ করো ও বিভিন্ন প্রকারশিলার দুটি করে বৈশিষ্ট্য উল্লেখ কর।
আরও পড়ুন ঃ
পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
অস্থিত পৃথিবী | দ্বিতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
চাপবলয় ও বায়ুপ্রবাহ | চতুর্থ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
মেঘ-বৃষ্টি | পঞ্চম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
জলবায়ু অঞ্চল | ষষ্ঠ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
উত্তর আমেরিকা | নবম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
দক্ষিণ আমেরিকা | দশম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
ওশিয়ানিয়া | একাদশ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।
Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ