অষ্টম শ্রেণী
পরিবেশ ও বিজ্ঞান
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া
উপ অধ্যায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
পূর্ণমান : সময় :
(১) বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ৫ = ৫
১.১ নিচের কোনটি বেগুনি বর্ণের বাষ্প উৎপন্ন করে?
(ক) আয়োডিন
(খ) ফসফরাস
১.২ নীল বর্ণের পদার্থ হল -
(ক) ক্লোরিন
(খ) তুঁতে
১.৩ কোন গ্যাসটি পচা ডিমের গন্ধ যুক্ত -
(ক) অ্যামোনিয়া
(খ) হাইড্রোজেন সালফাইড
১.৪ ভৌত অবস্থা অনুযায়ী পদার্থ কয় প্রকার?
(ক) দুই
(খ) তিন
১.৫ নিচের কোনটি নির্দিষ্ট গলনাঙ্ক নেই?
(ক) তামা
(খ) কাচ
(২) নিজের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ৩ = ৩
২.১ সালফার ডাই অক্সাইডকে জলের সঙ্গে মেশালে কোন অ্যাসিড উৎপন্ন হবে?
২.২ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের বর্ণ কি রকম?
২.৩ লোহা ছাড়া চৌম্বক ধর্ম আছে এমন একটি ধাতুর নাম লেখ।
(৩) শূন্যস্থান পূরণ কর : ১ × ২ = ২
৩.১ অ্যামোনিয়া গ্যাসের গন্ধ __________।
৩.২ চিনির গুঁড়োকে তাপ দিলে __________ হয়ে যায়।
(৪) সত্য অথবা মিথ্যা নির্ণয় কর : ১ × ২ = ২
৪.১ জিংক ছাই এর মতো সাদা।
৪.২ আর্দ্র বায়ুতে লোহায় মরচে পড়ে না।
(৫) নিচের সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর দাও : ২ × ৪ = ৮
৫.১ পদার্থের ধর্ম বলতে কী বোঝো?
৫.২ পদার্থের পদার্থের রাসায়নিক ধর্ম কাকে বলে?
৫.৩ রাসায়নিক পরিবর্তনের সময় পদার্থের উপাদান মৌলগুলির প্রকৃতির কোন পরিবর্তন হয় না। এই ঘটনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
৫.৪ রাসায়নিক ধর্মের সাহায্যে চিনি ও নুন কিভাবে সনাক্ত করবে?
Answers
(১)
১.১) নিচের কোনটি বেগুনি বর্ণের বাষ্প উৎপন্ন করে। - ক) আয়োডিন।
১.২) নীল বর্ণের পদার্থ হল - খ) তুঁতে।
১.৩) কোন গ্যাসটি পচা ডিমের গন্ধ যুক্ত - খ)হাইড্রোজেন সালফাইড।
১.৪) ভৌত অবস্থা অনুযায়ী পদার্থ কয় প্রকার - খ) তিন প্রকার
১.৫) নিচের কোনটি নির্দিষ্ট গলনাঙ্ক নেই - খ) কাচ
(২)
২.১) সালফার ডাই অক্সাইড জলের সঙ্গে মেশালে সালফিউরাস আ্যসিড উৎপন্ন হয়।
২.২) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর বর্ণ কালো-বাদামি।
২.৩) লোহা ছাড়া চৌম্বক ধর্ম আছে এমন একটি ধাতু হল নিকেল।
(৩)
৩.১) অ্যামোনিয়াম গ্যাসের গন্ধ তীব্র ঝাঁঝালো।
৩.২) চিনি গুলোকে তাপ দিলে কালো হয়ে যায়।
(৪)
৪.১) জিংক ছাই এর মতো সাদা। (মিথ্যা)
৪.২) আর্দ্র বায়ুতে লোহায় মরচে পড়ে না। (মিথ্যা)
(৫)
৫.১) প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বিশেষ বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে যার সাহায্যে একটা পদার্থকে অন্য একটা পদার্থ থেকে আলাদা করে চেনা যায়। পদার্থের এই সব গুন বা বৈশিষ্ট্যগুলোকে পদার্থের ধর্ম বলে।
৫.২) যে ধর্ম থেকে কোন পদার্থের অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা ও ক্ষমতা বোঝা যায় তাকেই ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলে।
৫.৪) প্রথমে একটি মোমবাতি দুটি চামচ সংগ্রহ করতে হবে, এরপর একটি সংসারে চিনি ও অপরটিতে নুন রাখতে হবে, প্রথমে নুনটি নাতির ওপরে রাখতে হবে যদি মনে কোন পরিবর্তন ঘটছে কিনা তা দেখতে হবে। নুনে কোন পরিবর্তন ঘটেনি এবার দ্বিতীয় চামচে চিনি নিয়ে তা আগুনের উপর ধরতে হবে এবার দেখতে হবে কি পরিবর্তন ঘটে। দেখা গেল চিনি কিছুক্ষণ পরে বাদামি ও তারপর কালো হয়ে গেছে এইভাবে চিনিও নুনকে সনাক্ত করা যাবে।
****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।
Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ