LightBlog
WB Class 7 Geography Second Unit Test Suggestion WBBSE Part 1
Type Here to Get Search Results !

WB Class 7 Geography Second Unit Test Suggestion WBBSE Part 1

সপ্তম শ্রেণি

ভূগোল

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

তৃতীয় অধ্যায়

বায়ুচাপ

WB Class 7 Geography Second Unit Test Suggestion WBBSE


পূর্ণমানঃ                                                                                                                            সময়ঃ


(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ নিরক্ষিয় অঞ্চলে সৃষ্টি হয় -

(ক) উচ্চচাপ

(খ) নিম্নচাপ


১.২ সমুদ্রেপৃষ্ঠে বায়ুর চাপ প্রায় -

(ক) ১০১৩ মিলিবার

(খ) ২০১৩ মিলিবার


১.৩ বায়ুর চাপ মাপা হয় - 

(ক) ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে

(খ) থার্মোমিটার যন্ত্রের সাহায্যে


১.৪ বায়ুর গতিবেগ মাপা হয় - 

(ক) মিলিবার এককে

(খ) নট এককে


১.৫ বায়ুচাপ কক্ষের বিস্তার -

(ক) উত্তর গোলার্ধে বেশি

(খ) দক্ষিণ গোলার্ধে বেশি


(২) নিচের শূণ্যস্থানগুলি উত্তর করোঃ

২.১ __________ বায়ু ভারী, তাই চাপ বেশি।

২.২ বায়ুর চাপ __________ ঋতুতে কম।

২.৩ সমুদ্রপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় বায়ুচাপ ততই __________ হয়।


(৩) ঠিক বা ভুল চিহ্নিত করোঃ

৩.১ বায়ুর ওজনকে বায়ুর চাপ বলে।

৩.২ ঘূর্ণবাতের কেন্দ্রে গভীর নিম্নচাপ বিরাজ করে।

৩.৩ দুই মেরু অঞ্চলের বায়ুমন্ডলের উচ্চচাপ বিরাজ করে।


(৪) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

৪.১ কোন্‌ রেখার ওপর সর্বত্র বায়ুর চাপ সমান?

৪.২ বায়ুর গতিবেগ নির্ণয়কারী যন্ত্রের নাম কী?

৪.৩ প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপ হ্রাসের হার কত?

৪.৪ নিরক্ষরেখাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া নিম্নচাপ বলয়ের নাম কী?


(৫) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

৫.১ বায়ুমন্ডলের স্বাভাবিক বা প্রমাণ চাপ কী?

৫.২ বায়ুপ্রবাহ কাকে বলে?


(৬) নিচের ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ

৬.১ আমরা বায়ুচাপ অনুভব করি না কেন?

৬.২ ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো।


(৭) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ

৭.১ বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো।

৭.২ "বায়ুর চাপ সর্বমুখী" - কীভাবে প্রমাণ করবে?

Answers


১.১ উঃ (খ) নিম্নচাপ।

১.২ উঃ (ক) ১০১৩ মিলিবার।

১.৩ উঃ (ক) ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে।

১.৪ উঃ (ক) নট এককে।

১.৫ উঃ (খ) উত্তর গোলার্ধে বেশি।


২.১ উঃ শীতল।

২.২ উঃ গ্রীষ্ম ঋতুতে কম।

২.৩ উঃ কম হয়।


৩.১ উঃ ঠিক।

৩.২ উঃ ঠিক।

৩.৩ উঃ ঠিক।


৪.১ উঃ ভূ- পৃষ্ঠের যে সব স্থানের গড় বায়ুর চাপ কোন নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে, মানচিত্রে সেই সব স্থানের ওপর কোন কাল্পনিক রেখা টানা হলে যে রেখা পাওয়া যায়, সেটা।

৪.২ উঃ যন্ত্রের নাম ব্যারোমিটার।

৪.৩ উঃ এক সেমি।

৪.৪ উঃ  নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে।


৫.১ উঃ বায়ুমন্ডলীয় চাপ (ব্যারোমিটারের নামানুসারে ব্যারোমেট্রিক চাপ ও বলা হয়), বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপকে বোঝায়।

৫.২ উঃ বায়ু বলতে সাধারণত বাতাসের অনুভূমিক চলনকে বোঝানো হয়ে থাকে। পৃথিবী পৃষ্ঠে বায়ুচাপের তারতম্য অনুসারে বাতাস যখন উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিক ভাবে এক স্থান থেকে অপর স্থানে গমন করে তখন তাকে বায়ুপ্রবাহ বলে।


৬.১ উঃ বায়ুমণ্ডল যেমন আমাদের দেহে চাপ দেয় তেমনি আমাদের দেহেরও চাপ আছে। আমাদের রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা সামান্য বেশি। তাই আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না।

৬.২ উঃ ঘূর্ণবাত : অল্পক্ষণ স্থায়ী হয় । তবে খুব শক্তিশালী ও বিধ্বংসী । প্রতীপ ঘূর্ণবাত : দীর্ঘকাল স্থায়ী হয় । তবে ঘূর্ণবাতের মতো শক্তিশালী ও বিধ্বংসী হয় না।


৭.১ উঃ বায়ুর উষ্ণতার তারতম্য – বায়ু উত্তপ্ত হলে আয়তনে বাড়ে এবং বায়ুর ঘনত্ব ও ওজোন কমে। অপরদিকে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পায় বলে ওজোন ও ঘনত্ব বেড়ে যায়। এসব কারণে উত্তাপিত হালকা বায়ু চাপ কম দেয় এবং শীতল ভারী বায়ু বেশি চাপ প্রদান করে। বায়ুর উষ্ণতার তারতম্য বায়ুমণ্ডলের চাপের তারতম্যের অন্যতম কারণ।


****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।

Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close