WB Class 7 History Second Unit Test Suggestion WBBSE Part 1
Type Here to Get Search Results !

WB Class 7 History Second Unit Test Suggestion WBBSE Part 1

সপ্তম শ্রেণি

ইতিহাস

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

চতুর্থ অধ্যায়

দিল্লী সুলতানিঃ তুর্কো-আফগান শাসন

Class 7 History Second Unit Test Suggestion WBBSE


পূর্ণমানঃ                                                                                                                     সময়ঃ


(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ শাসনকাজে নিযুক্ত ব্যক্তিদের বলা হত -

(ক) সেনাপতি

(খ) আমির

১.২ দিল্লীর একমাত্র মহিলা সুলতান ছিলো -

(ক) রাজিয়া

(খ) মমতাজ

১.৩ খলজি বিপ্লব ঘটেছিল -

(ক) ১২৯০ সালে

(খ) ১২৮০ সালে

১.৪ চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল কার সময়ে? -

(ক) ইলিয়াস শাহ

(খ) হোসেন শাহ

১.৫ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হলো -

(ক) মহম্মদ বিন তুঘলক

(খ) গিয়াসউদ্দিন তুঘলক


(২) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ মহম্মদ ঘুরি কত সালে মারা গিয়েছিল?

২.২ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?

২.৩ তামার মুদ্রা কে চালু করে?

২.৪ লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলো?

২.৫ হোসেন শাহ কার ভক্ত ছিলেন?


(৩) নিচের শূণ্যস্থানগুলি পূরণ করোঃ

৩.১ বাবর পানিপথের যুদ্ধে __________ কৌশল ব্যবহার করেছিলেন।

৩.২ বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ___________।

৩.৩ ইবন বতুতা __________ শাসনকালে ভারতে আসেন।


(৪) সত্য বা মিথ্যা যাচাই করোঃ

৪.১ রাজিয়া ছিলেন একজন সুলতান।

৪.২ খলিফা মুসলিম জগতের ধর্মগুরু।


(৫) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

৫.১ ভারতে ইকতা ব্যবস্থার প্রবর্তক কে? ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো?

৫.২ সিজদা ও পাইবস কী?

৫.৩ জিজিয়া কর সম্পর্কে আলোচনা করো।

৫.৪ মহম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হয় কেন?

৫.৫ পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল?


(৬) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ

৬.১ আলাউদ্দিন খলজি কীভাবে মোঙ্গল আক্রমণের মোকাবিলা করেন?

৬.২ আলাউদ্দিনের সময় দিল্লীর বাজারদর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো।


Answer


১.১ উঃ সেনাপতি।

১.২ উঃ রাজিয়া।

১.৩ উঃ ১২৯০ সালে।

১.৪ উঃ হোসেন শাহ।


১.৫ উঃ মহম্মদ বিন তুঘলক।

২.১ উঃ  ১২০৬ খ্রিস্টাব্দে মারা যান।

২.২ উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে হয়েছিল।

২.৩ উঃ মহম্মদ বিন তুঘলক।

২.৪ উঃ বাহলুল খান লোদিকরেন।

২.৫ উঃ শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন।


৩.১ উঃ রুমি কৌশল ব্যবহার করে।

৩.২ উঃ কৃষ্ণদেবরায় ছিলেন।

৩.৩ উঃ মহম্মদ বিন তুঘল।


৪.১ উঃ সত্য।

৪.২ উঃ সত্য।


৫.১ উঃ মোহাম্মদ গোড়ী। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলো এক একটা প্রদেশের মত ধরে নেওয়া হত। এই প্রদেশ গুলিকেই বলা হতে ইকতা।


৫.২ উঃ সিজদা মানে সুলতানের সামনের দিকে মাটির উপর ছড়িয়ে পড়া সুলতানের শক্তি স্বীকার করার জন্য কারও কপাল মাটিতে স্পর্শ করা এবং পাইবোস মানে সুলতানের পায়ে চুম্বন করা তার শক্তি স্বীকার করার জন্য।


৫.৩ উঃ অ -মুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন‌। এটি ছিল একটি মাথাপিছু কর। এর বিনিময়ে অ- মুসলমানদের জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হতো। খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মহম্মদ বিন কাশিম সিন্দু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন।


৫.৪ উঃ মহম্মদ বিন তুঘলক একাধিক পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তুু তার অস্থির মানসিক তার জন্য তার পরিকল্পনা সাফল্য লাভ করতে পারেনি। এজন্য তাকে পাগলা রাজা বলা হয়।


৫.৫ উঃ বাবরের জয় লাভের কারণ ছিল রুমি কৌশল।


****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।

Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close