WB Class 6 Science Second Unit Test Suggestion WBBSE Part 1
Type Here to Get Search Results !

WB Class 6 Science Second Unit Test Suggestion WBBSE Part 1

ষষ্ঠ শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

চতুর্থ অধ্যায়

শিলা ও খনিজ পদার্থ

Class 6 Science Second Unit Test Suggestion WBBSE


(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ রেল লাইনের পাথর হলো -

(ক) ব্যাসল্ট

(খ) গ্রানাইট

১.২ মার্বেল পাথর তৈরি হয় -

(ক) সেলের পরিবর্তনে

(খ) গ্রানাইটের পরিবর্তনে

১.৩ জীবাশ্ম পাওয়া যায় -

(ক) আগ্নেয়শিলা 

(খ) পাললিক শিলা

১.৪ লোহার প্রধান আকরিক হল -

(ক) হেমাটাইট

(খ) বক্সাইট

১.৫ লোহা ও কার্বন মিশিয়ে তৈরি হয় -

(ক) কাঁসা

(খ) ইস্পাত


(২) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ লোহা দিয়ে তৈরি এমন কয়েকটি জিনিসের নাম লেখ।

২.২ লাভা জমাট বেঁধে কোন্‌ শিলার সৃষ্টি করে?

২.৩ সবচেয়ে উন্নতমানের কয়লার নাম লেখ।

২.৪ একটি কঠিন জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।

২.৫ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?


(৩) নীচের শূন্যস্থানগুলি পূরণ করোঃ

৩.১ গ্রানাইট হল একটি _________ শিলার উদাহরণ।

৩.২ যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাই হলো __________।

৩.৩ কয়লার প্রধান উপাদান _________।

৩.৪ স্টোভের ব্যবহৃত জ্বালানি হলো __________।

৩.৫ মোটর সাইকেলের ব্যবহৃত জ্বালানি হলো __________।


(৪) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

৪.১ ম্যাগমা ও লাভা কাকে বলে?

৪.২ জীবাশ্ম কাকে বলে?

৪.৩ আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন?

৪.৪ CNG কী? এর একটি ব্যবহার লেখো।

৪.৫ LPG কী? এর একটি ব্যবহার লেখ।


(৫) নিচের বড়ো প্রশ্নগুলির উত্তর দাওঃ

৫.১ কয়লার তিনটি ব্যবহার লেখো।

৫.২ পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো।

৫.৩ খনিজ তেলের বা পেট্রোলিয়ামের ব্যবহার লেখো।


****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।

Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close