LightBlog
WB Class 9 Geography Second Unit Test Suggestion WBBSE Part 1
Type Here to Get Search Results !

WB Class 9 Geography Second Unit Test Suggestion WBBSE Part 1

নবম শ্রেণি

ভূগোল

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

Class 9 Geography Second Unit Test Suggestion WBBSE

WB Class 9 Geography Second Unit Test Suggestion WBBSE Part 1 

(১) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ

১.১ প্রত্যেকটি অক্ষরেখা -

(ক) অর্ধবৃত্ত

(খ) পূর্ণবৃত্ত

(গ) মহাবৃত্ত

(ঘ) উপবৃত্ত


১.২ গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাৎ -

(ক) ৫ ঘন্টা

(খ) ৫ ঘন্টা ৩০ মিনিট

(গ) ৭ ঘন্টা

(ঘ) ৪ ঘন্টা ৩০ মিনিট


১.৩ পাত সংস্থান তত্ত্বের জনক -

(ক) পিঁচো

(খ) ম্যাকেঞ্জি

(গ) পার্কার

(ঘ) হ্যারিহেস


১.৪ পৃথিবীর উচ্চতম পর্বত হল -

(ক) হিমালয়

(খ) আন্দিজ

(গ) রকি

(ঘ) আল্পস


১.৫ অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্থ পদার্থের নেমে আসা হল -

(ক) ক্ষয়ীভবন

(খ) সঞ্চয়

(গ) দ্রবণ

(ঘ) পুঞ্জিত ক্ষয়


১.৬ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল -

(ক) সবরগ্রাম

(খ) ফালুট

(গ) সান্দাকফু

(ঘ) টংলু


১.৭ ল্যাটেরাইট মাটির রং -

(ক) কালো

(খ) ধূসর

(গ) লাল

(ঘ) ইটের মতো


(২) শূন্যস্থান পূরণ করোঃ

২.১ হিমালয় পার্বত্য অঞ্চলে সূচার আছে কিন্তু __________ নেই।

২.২ তরাই শব্দের অর্থ _________।


(৩) বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাওঃ

বামস্তম্ভ

৩.১ ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ

৩.২ ইলুভিয়েশন

৩.৩ সুন্দরবন অঞ্চলের নদী

ডানস্তম্ভ

(ক) B - স্তর

(খ) গোসাবা

(গ) স্ট্রম্বলি

(৪) নিচের প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ

৪.১ নিরক্ষরেখার মান কত?

৪.২ ১ ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয়?

৪.৩ আবহবিকার + পুঞ্জিতক্ষয় + ক্ষয়ীভবন = কী?


(৫) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ

৫.১ নিরক্ষরেখার গুরুত্ব লেখো।

৫.২ মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন?

৫.৩ ফ্লেকিং কাকে বলে?

৫.৪ সুন্দরবন অঞ্চলের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লেখো।


(৬) নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

৬.১ অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

৬.২ পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য কী?

৬.৩ রেগোলিথ থেকে মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়?

৬.৪ পশ্চিমবঙ্গের পর্বত ও মালভূমির বৈশিষ্ট্য লেখো।


(৭) নিচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৭.১ চিত্রসহ স্তুপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।

৭.২ উষ্ণতার পার্থক্যজনিত কারনে যান্ত্রিক আবহবিকারের দুটি প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো।

৭.৩ উত্তরবঙ্গের নদনদীগুলির পরিচয় দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close