LightBlog
West Bengal Class 9 History Second Unit Test Suggestion WBBSE
Type Here to Get Search Results !

West Bengal Class 9 History Second Unit Test Suggestion WBBSE

নবম শ্রেণি

ইতিহাস

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

Class 9 History Second Unit Test Suggestion Part 1
West Bengal Class 9 History Second Unit Test Suggestion WBBSE

পূর্ণমানঃ                                                                                                                       সময়ঃ


(১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

১.১ শক্তিসাম্য নীতির দ্বারা কোন্‌ দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? - 

(ক) জার্মানির

(খ) রাশিয়ার

(গ) ইংল্যান্ডের

(ঘ) ফ্রান্সের

১.২ প্যারিসের সন্ধির দ্বারা কোন্‌ যুদ্ধের অবসান হয়? -

(ক) ক্রিমিয়ার

(খ) গ্রিসের স্বাধীনতা

(গ) স্যাডোয়ার

(ঘ) সেডানের

১.৩ ইউরোপের ইতিহাসে কোন্‌ বছরটি বিপ্লবের বছর নামে পরিচিত? -

(ক) ১৭৮৯ সালে

(খ) ১৮৩০ সালে

(গ) ১৮৪৮ সালে

(ঘ) ১৯১৭ সালে

১.৪ 'সাম্রাজ্যবাদ ঃ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি লিখেছেন -

(ক) লেনিন

(খ) হবসন

(গ) কার্ল মার্কস

(ঘ) রবার্ট আওয়েন

১.৫ চার্টিস্ট আন্দোলন হয়েছিল - 

(ক) ইংল্যান্ডে

(খ) ফ্রান্সে

(গ) রাশিয়ায়

(ঘ) জার্মানিতে

১.৬ নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন - 

(ক) প্রিন্স লুভভ

(খ) কেরেনস্কি

(গ) লেনিন

(ঘ) ট্রটস্কি

১.৭ চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন -

(ক) উড্রো উইলসন

(খ) দ্বিতীয় উইলিয়ম

(গ) লেনিন

(ঘ) লয়েড জর্জ

১.৮ রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় - 

(ক) ১৯৩৩ সালে

(খ) ১৯৩৫ সালে

(গ) ১৯৩৬ সালে

(ঘ) ১৯৩৯ সালে


(২) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ

২.১ ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য কী ছিল?

২.২ সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

২.৩ পিচের রাস্তা তৈরির পদ্ধতি কারা আবিষ্কার করেন?

২.৪ ফাদারস্‌ অ্যান্ড সনস্‌ গ্রন্থটি কে লিখেছেন?


(৩) ঠিক বা ভুল নির্ধারণ করোঃ

৩.১ ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মেটারনিখের যুগ নামে পরিচিত।

৩.২ হবসন ও লেনিন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের সামাজিক ব্যাখ্যা দিয়েছেন।


(৪) বিবৃতিগুলির সঙ্গে ব্যাখ্যা নির্বাচন করো ঃ

৪.১ বিবৃতিঃ ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে -

ব্যাখ্যা ১ঃ সুয়েজ খাল খননের উদ্দেশ্য ছিল মিশরে আধিপত্য প্রতিষ্ঠা করা।

ব্যাখ্যা ২ঃ মিশর সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে অনুরোধ করে।

ব্যাখ্যা ৩ঃ সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল।


৪.২ বিবৃতিঃ ১৯৩১ সালের হুভার স্থাগিতকরণ ঘোষিত হয়েছিল -

ব্যাখ্যা ১ঃ অর্থনৈতিক সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষার চেষ্টা করা হয়।

ব্যাখ্যা ২ঃ ইউরোপের দেশগুলিকে ঋণ দেওয়া হয়।

ব্যাখ্যা ৩ঃ আমেরিকার স্বার্থরক্ষা করা হয়।

(৫) দু-তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো চারটি)

৫.১ ফেব্রুয়ারি বিপ্লবের দুটি কারণ লেখো।

৫.২ কার্ল মার্কসের দুটি গ্রন্থের নাম লেখো।

৫.৩ এমস টেলিগ্রাম কী?

৫.৪ ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে দুটি সাদৃশ্য লেখো।

৫.৫ শিল্পবিপ্লবের দুটি অর্থনৈতিক ফলাফল লেখো।

৫.৬ শ্বেত সন্ত্রাস বলতে কী বোঝো?


(৬) নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাওঃ (যে কোনো দুটি)

৬.১ ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল কেন?

৬.২ যোগাযোগের মাধ্যম হিসেবে সুয়েজ খালের ভূমিকা লেখো।

৬.৩ রুশ বিপ্লবের সামাজিক কারণ লেখো।

৬.৪ আমেরিকার অর্থনৈতিক মহামন্দার কারণগুলি লেখো।


(৭) পনেরো-ষোলোটি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাওঃ (যে-কোনো একটি)

৭.১ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।

৭.২ ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও কাউন্ট ক্যাভুরের ভূমিকা লেখো।

৭.৩ হিটলার কীভাবে জার্মানিতে ক্ষমতা লাভ করেন?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close