ষষ্ঠ শ্রেণি
বাংলা
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
কুমোরে-পোকার বাসাবাড়ি
পূর্ণমানঃ সময়ঃ
(১) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ কুমোরে-পোকার চেহারাটি কেমন?
১.২ মাকড়সা দেখলেই কুমোরে-পোকা কী করে?
১.৩ সারাদিন কুমোরে-পোকা কতগুলি মাকড়সা শিকার করতে পারে?
১.৪ শিকার ধরার পর কুমোরে-পোকা কী করে?
১.৫ কুমোরে-পোকা কী দিয়ে বাসা বানায়?
১.৬ একটি বাসার মধ্যে কুমোরে-পোকা কয়টি কুঠুরি নির্মান করে?
১.৭ 'কোনো অদৃশ্য স্থানে কুমোরে-পোকা বাসা বাঁধছে' - তা কীভাবে বোঝা যায়?
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ কুমোরে-পোকা বাসা বানানোর প্রস্তুতি কীভাবে নেয়?
২.২ 'বাসার আর কোনো খোঁজখবর নেয় না'। - কখন কুমরে-পোকা তার বাসার আর কোনও খোঁজ খবর নেয় না?
২.৩ কুমোরে-পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো।
২.৪ "এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে।" - কোন্ অসুবিধাগুলির কথা এ প্রসঙ্গে বলা হয়েছে?
****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।
Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ