সপ্তম শ্রেণি
ইতিহাস
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
তৃতীয় অধ্যায়
ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা
পূর্ণমানঃ সময়ঃ
(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ বাংলায় তুর্কি আক্রমণ করেন -
(ক) বখতিয়ার খলজি
(খ) মহম্মদ ঘুরি
১.২ গজনির শাসক হল -
(ক) বাবর
(খ) সুলতান মামুদ
১.৩ 'রামচরিত' কাব্য রচনা করেন -
(ক) তুলসীদাস
(খ) সন্ধ্যাকর নন্দী
১.৪ তিব্বতে মহাযান বৌদ্ধধর্ম প্রচার করেন -
(ক) বিন্দুসার
(খ) অতীশ দীপঙ্কর
১.৫ আরব উপদ্বীপের অধিকাংশই -
(ক) বনভূমি
(খ) মরুভূমি
(২) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ আরবের মানুষের প্রধান খাদ্য কী ছিল?
২.২ হজরত মহম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ায় আরবি ভাষায় কী বলা হয়?
২.৩ 'খলিফা' শব্দের অর্থ কী?
২.৪ অলবিরুনির লেখা গ্রন্থটির নাম কী?
২.৫ কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন?
(৩) নিচের শূন্যস্থানগুলি পূরণ করোঃ
৩.১ পাল-সেন যুগে বাংলায় প্রধান ফসল ছিল __________।
৩.২ চিকিৎসা সংগ্রহ রচনা করেন __________।
৩.৩ লক্ষ্ণন্সেনের সভাকবি ছিলেন ____________।
(৪) সত্য অথবা মিথ্যা যাচাই করোঃ
৪.১ পাল ও সেনযুগের সোনার মুদ্রা ছিল জিনিস কেনাবেচার মাধ্যম।
৪.২ আরব উপদ্বীপে ইসলাম ধর্মের জন্ম হয়।
(৫) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
৫.১ পাল-শাসনের তুলনায় সেন-শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল?
৫.২ নালন্দা মহাবিহার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.২ পাল ও সেনযুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হত? সেই ফসলগুলির কোন একটি চাষ করা হয়? সেই ফসলগুলির কোন একটি চাষ করা হয়?
(৬) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ
৬.১ ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়? এই ব্যবস্থায় সামন্তরা কীভাবে জীবিকা নির্বাহ করত?
অথবা,
পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও।
****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।
Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ