অষ্টম শ্রেণী
বাংলা
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
বনভোজনের ব্যাপার
পূর্ণমান : ১৫ সময় :
(১) নিজের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ৫ = ৫
১.১ বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?
১.২ কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো?
১.৩ বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে?
১.৪ রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল?
১.৫ নিচের শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ কর : বনভোজন
(২) নিজের সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর দাও : ২ × ৩ = ৬
২.১ ট্রেন থেকে নেমে হাটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল?
২.২ "বনভোজনের ব্যাপারে" গল্পে টেনিদার চরিত্রটি আলোচনা কর।
২.৩ "মাছের কালিয়ার তিনটে বেজে গেল" - মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি?
(৩) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : ৪ × ১ = ৪
৩.১ এই গল্পটির নাম "বনভোজন" না হয়ে "বনভোজনের ব্যাপার" হল কেন?
অথবা,
বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল? তা বাতিল হয়েছিল কেন? দ্বিতীয় তালিকার কি কি রাখা হয়েছিল?
Answers
(১)
১.১) বনভোজনের জায়গা প্যালার মামার বাগানবাড়িতে ঠিক হয়েছিল।
১.২ জলপাইয়ের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল।
১.৩) শ্যামবাজার ইস্টেশন থেকে মার্টিনের রেলে করে বাবুইহাটি ছাড়িয়ে আরো চারটি ইস্টেশন পড়ে কিছুটা পথ হেঁটে বনভোজনের স্থানে পৌঁছানো যাবে।
১.৪) রাজহাঁসের ডিম আনার দায়িত্ব প্যালা নিয়েছিল।
১.৫ বনভোজন = বনে ভোজন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
(২)
২.১) ট্রেন থেকে নেবে হাঁটার সময় প্রথমে হাবুল কাদায় পা পিছলে পড়ে গেল ও তার হাতে থাকার ডিমগুলো সব ভেঙে গেল, তারপর প্যালা পড়ে গেল ও তার হাতে থাকা আমের আচার তার সারা গায়ে পড়ে গেল। তারপর টেনিদা অর্থাৎ এই চারজনের দলপতি পড়ে গেল তার হাতে থাকা রসগোল্লার হাঁড়িটা দূরে ছিটকে পড়ে গেল ও মধ্যে থাকা রসগোল্লাগুলো কাদায় মাখামাখি হয়ে গেল।
২.২) বনভোজন এর গল্প পড়ে জানা গিয়েছে যে ট্রেনটা হল বেলা আবুল কেবলা এই তিনজনের দলপতি। কেডা হচ্ছে প্রচন্ড বদ মেজাজি ও কিপটে স্বভাবের। যখন বনভোজনের জায়গা তোলা হচ্ছে তখন টেন্দা দিয়েছিল ছয়আনা। বনভোজন ছাড়া টেনিদার নিয়ে এইরকম আরো অনেক ধরনের গল্প লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন।
২.৩) বনভোজন গল্প অনুসারে যখন তারা বনভোজনের জন্য আসছে তখন তাদের সমস্ত রকমের খাবার নষ্ট হয়ে গিয়েছিল । শেষে ঠিক হয় যে খিচুড়ি ও মাছের কালিয়া করা হবে। মাছের কালিয়াক করার দায়িত্ব ছিল প্যালা বাড়ি থেকে তার মায়ের কাছ থেকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছিল। সে যখন করাইতে তেল দিয়ে মাছ ছেড়ে দিল। তখন মাছের ঘন্ট পাকিয়ে গিয়েছিল মাছের কালিয়া নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য এরকম কথা বলা হয়ে হয়েছিল।
(৩)
খ) প্রথম লিস্ট অনুযায়ী লিস্ট ছিল বিরিয়ানি পোলাও কোরমা, কোপ্তা কাবাব ,(দুই রকমের), মাছের চপ।
গল্পনুসারে তাদের বনভোজনের লিস্টে যা যা উঠেছিল তা করতে গেলে তাদের প্রায় দুশো টাকার কাছাকাছি লাগতো। কিন্তু তাদের চাঁদা উঠেছিল দশ টাকা ছয় আনা। এই জন্য সেই লিস্ট টা কে বাতিল করা হয়।
দ্বিতীয় লিস্টে করা হয়েছিল খিচুড়ি, আলু ভাজা ,পোনা মাছের কালিয়া, আমের আচার রসগোল্লা, মেডিকেল।
****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।
Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ