WB Class 8 History Second Unit Test Suggestion WBBSE With Answer
Type Here to Get Search Results !

WB Class 8 History Second Unit Test Suggestion WBBSE With Answer

অষ্টম শ্রেণী

ইতিহাস

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য

চতুর্থ অধ্যায়

উপনিবেশিক অর্থনীতির চরিত্র

WB Class 8 History Second Unit Test Suggestion WBBSE


পূর্ণমান : ১৫                                                                                                                      সময় :


(১) সঠিক উত্তরটি নির্বাচন কর : ১ × ৭ = ৭

১.১ দাদন বলতে বোঝায় -

(ক) অগ্রিম অর্থ

(খ) বেগারশ্রম

১.২ চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন -

(ক) ডালহৌসি

(খ) কর্নওয়ালিস

১.৩ মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল -

(ক) দক্ষিণ ভারতে

(খ) উত্তর ভারতের

১.৪ নীল বিদ্রোহ ঘটেছিল -

(ক) মাদ্রাজে

(খ) বাংলায়

১.৫ ভারতে প্রথম সুতির কাপড় কল চালু হয় -

(ক) দিল্লি

(খ) বোম্বে

১.৬ দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে -

(ক) অবশিল্পায়ন

(খ) সম্পদের বহির্গমন

১.৭ রিসড়ায় প্রথম চালু হয় -

(ক) কাপড় কল

(খ) পাটকল


(২) নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : ২ × ২ = ২

২.১ অবশিল্পায়ন বলতে কী বোঝো?

২.২ সূর্যাস্ত আইন কাকে বলে?


(৩) নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : ৪ × ১ = ৪

৩.১ বাংলায় কি সব সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়?

অথবা,

ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফের ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা কর।


Answer

(১)

১.১) দাদন বলতে বোঝায় - (ক)অগ্রিম অর্থ।

১.২) চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন - (খ)কর্নওয়ালিস

১.৩) মৌলবাদী ব্যবস্থা চালু হয়েছিল -(খ) উত্তর ভারতে।

১.৪) নীল বিদ্রোহ ঘটেছিল-ক) বাংলায়।

১.৫) ভারতের প্রথম সুতির কাপড় কল চালু হয় - ক) দিল্লিতে

১.৬) দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে - খ) সম্পদের বহির্গমন।

১.৭) রিসড়ায় প্রথম চালু হয়-খ) পাটকল।



(২)

২.১) ১৮১৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে এরচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকে ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে, তার ফলে নানা রকমন বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। ভারতের শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে।

২.২) চিরস্থায়ী বন্দোবস্তে শর্তানুসারে বছরের নির্দিষ্ট একটি তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হবে না হলে জমিদারের অধিকার জমিদারের কাছ থেকে কেড়ে নেয়া হবে এই আইনকে বলা হয় সূর্যাস্ত আই।



(৩)

৩.১) লোর্ড কর্নওয়ালিস চেয়েছিলেন বাংলায় জমিদারের উন্নতি হোক। তার ধারণা ছিল জমিদারদের সম্পত্তির অধিকার স্থায়ী করা হলে তারা কৃষকের উন্নতির জন্য অর্থ বিয়োগ করবেন তাছাড়া অন্য গনিত শোকের থেকে কাজ না আদায় করার বদলে কম সংখ্যক জমির থেকে কাজ না আদায় করার পদ্ধতি হিসেবে অনেক সহজ ছিল পাশাপাশি জমিতে অধিকা স্থায়ী করার মাধ্যমে জমিদারদের কোম্পানির অনুগত গোষ্ঠী হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়েছিল। ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় ।বাংলা বিহার ও উড়িষ্যৎ সমস্ত জমিদারদের সম্পত্তি হয়ে পড়ে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধ বাল্য কৃষকের অবস্থা কোন উন্নতি হয়নি কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিল। প্রাক্- ঔপনিবেশিক আমলে কৃষকরাও জমির উপর দাখিল স্বত্ব ছিল।কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের স্বত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়।


****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।

Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close