LightBlog
wb class 11 bengali question 2022 answer
Type Here to Get Search Results !

wb class 11 bengali question 2022 answer

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা

বাংলা

‘ক’ ভাষা

(২০২২ )

সময় : ৩টা ১৫ মিনিট

[পূর্ণমান : ৮০]

wb class 11 bengali question 2022 answer

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপাত্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

wb class 11 bengali 2022 answer

(১) ঠিক উত্তরটি নির্বাচন করোঃ

১.১ তাকে ঠেকানো হয় মুশকিল।' - কাকে ঠেকানো মুশকিল? - (খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে

১.২ ভুতুড়ে জেলখানার দারোগা ছিল - (খ) ভূতের নায়েব

১.৩ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত? - (গ) মাত্র ত্রিশ মাইল

১.৪ “গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।” – গন্ধগোকুল হল - (গ) খট্টাশ জাতীয় প্রাণী

১.৫ ‘সনাতন ঘুম’ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? - (ক) আদিমকালের ঘুম

১.৬ গ্যালিলিওর ছোটো ভাই মাইকেল এঞ্জেলো যে রাজ দরবারে কলাবিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন, সেটি অবস্থিত - (খ) পোল্যান্ডে

wb class 11 bengali 2022 answers

১.৭ জনার পুত্রের নাম কি? - (খ) প্রবীর

১.৮ ‘পড়শী যদি আমায় ছুঁত’ পড়শী ছুঁলে কী হবে? - (ক) যম-যাতনা দূর হবে

১.৯ জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য - (খ) যারা বৃষ্টিতে ভিজেছিল

১.১০ চণ্ডালের পদধূলি ব্রাত্মণের ভালে?’ চণ্ডল ও ব্রাক্ষ্মণ কারা? - (ঘ ) অর্জুন ও নীলাধ্বজ

১.১১ প্রজাদের মধ্যে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, - কারণ - (ঘ) তারা নিজে ভাবাতে যায়

১.১২ মালাধর বসু অনূদিত গ্রন্থের নাম - (গ) শ্রীকৃষ্ণ বিজয়

wb class 11 bengali paper 2022 answers

১.১৩ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম। - (ঘ) দ্বিজমাধব

১.১৪ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় - (ক) অন্ধকার যুগ

১.১৫ প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা হলো - (ক) ঋবেদ

১.১৬ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা - (খ) তেলুগু

১.১৭ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি? - (ক) চিত্রলিপি

১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল - (ক) চিত্রপ্রতীক লিপি

wb class 11 bengali paper 2022 answer

(২) অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল" - নিশ্চিন্ত হওয়ার কারণ কী?

উত্তরঃ উত্তরঃ বুড়ো কর্তা যাতে মারা যাওয়ার পরও ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে থাকে সেই ব্যবস্থা করা হলো। এই প্রসঙ্গেই বলা হয়েছে “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল”।

২.২ "তখন তো মাথা হেট হয়নি তার" – কোন সময়ের কথা বলা হয়েছে?

উত্তরঃ পাঁচ থেকে সাত বছর আগে সোখির মায়ের বাড়িতে বন্ধুকের খোঁজে একবার পুলিশ এসেছিল।

২.৩ “নিবাইতে এ শোকাগ্নি” – কার, কীসের শোক?

উত্তরঃ নীলধ্বজপত্নী জনার পুত্রশোক

২.৪ ODBL গ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

wb class 11 bengali paper 2022

২.৫ গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কী কী আবিষ্কার করেন?

উত্তরঃ বৃহস্পতির চাঁদের ছবি, চাঁদের পাহাড়, ছায়াপথের লক্ষ লক্ষ তারার সমাবেশ

২.৬ নুন' কবিতায় আমরা কারা?

উত্তরঃ আমরা নিম্নবিত্ত হতদরিদ্র

২.৭ শ্রীকৃয়কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কী?

উত্তরঃ রাধাবিরহ

২.৮ চিত্রলিপি কী?

উত্তরঃ কয়েকটি রেখার সাহায্যে কোনো বিষম ঘটনার রূপকে প্রকাশ করা হয় যে লিপির মাধ্যমে তাকে চিত্রলিপি বলে।

wb class 11 bengali 2022 Paper

২.৯ "এসপেরান্তো'-র উদ্ভাবক কে?

উত্তরঃ পোল্যান্ডের চক্ষু চিকিৎসক

২.১০ নব্যভারতীয় আর্যভাষার বিস্তারকাল লেখো।

উত্তরঃ ৯০০ খ্রীষ্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত

২.১১ অবর্গীভূত বা শ্রেণিব ভাষা কাতর।

উত্তরঃ যে ভাষাগুলোকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি, তাকে অবর্গীভূত ভাষা বলে।

২.১২ পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি?

উত্তরঃ অষ্টাধ্যায়ী

অথবা,

ঝাড়খণ্ডী উপভাষা কোন্ কোন্ অঞ্চলে প্রচলিত?

উত্তরঃ পশ্চিম বঙ্গের পশ্চিমপ্রান্তের ঝাড়খন্ডের সিংভূম, পুরুলিয়া, নদিয়া, পশ্চিম বাঁকুড়া, পশ্চিম মেদিনেপুর।

wb class xi bengali question 2022 answer

(৩) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৩.১ কর্তার ভূত’ – কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যাসহ লেখো।

৩.২ ‘মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই,’ – একথা কার, কেন মনে হবে? এই মনে হবার কারণ কী?


(৪) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৪.১ সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও।

৪.২ ক্যাথলিক খ্রীস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও।

wb class xi bengali 2022 answer

(৫) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ

৫.১ “মহারথী-প্রথা কি হে এই, মহারথি?” - ‘মহারথী প্রথা কি? কে, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও।

৫.২ “বলব কি সেই পড়শির কথা” ‘পড়শি’ কে? উক্তিটির আলোকে ‘পড়শি’র স্বরূপ সম্পর্কে আলোচনা করো।

৫.৩ “আমরা তো অল্পে খুশী” – “অল্পে খুশি’ মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি ‘নুন' কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।

৫.৪ আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কারা, কাদের কাছে এই দাবী করেছে। এই দাবী কতটা যুক্তিসংগত?

wb class xi bengali 2022 answers

(৬) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ

৬.১“তোমার জয়জয়কার হবে সুভদ্র ; তিনশো পয়তাল্লিশ বছরের আগল তুমি ঘুচিয়েছে।” - কে, কাকে বলেছে? কেন বক্তার একথা মনে হয়েছে?

৬.২ ‘গুরু’ নাটকটিতে মোট কটি সঙ্গীত আছে? নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো।

৬.৩ 'ভয়ানক পুণ্য’ – কোন্ পুণ্যের কথা বলা হয়েছে? তা ভয়ানক কেন?

৬.৪ “তোমাদের হাত দিয়ে আমার যে শান্তি আরম্ভ হল তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে।” - নাটকে যে গুরুর পরিচয় আছে তা সংক্ষেপে লেখো।

wb class xi bengali paper 2022 answers

(৭) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ

৭.১ চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? সন্ধ্যাভাষা বলতে কী বোঝো? চর্যাপদে তৎকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায় সংক্ষেপে লেখো।

৭.২ বড়ু চণ্ডীদাসের শ্রীকৃয়কীর্তন কাব্যের কয়েকটি খণ্ডনাম উল্লেখ করে কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

৭.৩ শ্রীচৈতন্যদেব কত খ্রিষ্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো।

৭.৪ গীতিকবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো।

wb class xi bengali paper 2022 answer

(৮) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ

৮.১ মিশ্রভাষা কাকে বলে? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করে।

৮.২ উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা কয় প্রকার ও কী কী? যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখো।

৮.৩ কিউনিফর্ম বা কীলক লিপির নামকরণ কে করেছিলেন? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও।

wb class xi bengali paper 2022

৮.৪ মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও।

See More : Full Class 11 Bengali Suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close