LightBlog
wb class 11 bengali question 2020 answer
Type Here to Get Search Results !

wb class 11 bengali question 2020 answer

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা

বাংলা 'ক' ভাষা

(নতুন পাঠক্রম)

২০২০

wb class 11 bengali question 2020 answer


(১) ঠিক উত্তরটি নির্বাচন করোঃ

১.১ 'কারও হুঁশ ছিল না'- কোন্ ব্যাপারে? - (খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে

১.২ মহানগরে ফিরে গল্পের কথক কোন্ রোগে আক্রান্ত হলেন? - (ক) ম্যালেরিয়া

১.৩ জেলের ঠিকাদারদের থেকে সৌখির রােজগার করা টাকার পরিমাণ ছিল – (খ) নব্বই টাকা

১.৪ রেড সী পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছায় - (ঘ) ১৪ জুলাই

১.৫ গ্যালিলিওকে কারারুদ্ধ করা হবে, কারণ – (খ) তিনি যদি তার মত প্রচার ও আলোচনা বন্ধ করতে অস্বীকৃত হন

১.৬ ‘নীলধ্বজের প্রতি জনা' পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের - (ক) একাদশতম পত্র

wb class 11 bengali 2020 answer

১.৭ আরশিনগরে বাস কে করেন? - (ঘ) পড়শি

১.৮ বাণী যেথা ঘানি টানে - (গ) নিশিদিন

১.৯ মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি _____________ শূন্যস্থানের উপযুক্ত শব্দটি কী? - (গ) দুপুররাতে

১.১০ 'দ্বীপান্তরের বন্দিনী' কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম - (ক) ফণিমনসা

১.১১ পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল - (খ) জ্বরে

১.১২ 'শিক্ষার সার্কাস' কবিতার মূল বক্তব্য কী? - (ঘ) বর্তমান শিক্ষার অন্তঃসারশূন্যতা প্রকাশ

wb class 11 bengali 2020 answers

১.১৩ সাঁওতালি ভাষার লিপির নাম - (খ) অলচিকি

১.১৪ চর্যাপদের ভাষাকে বলা হয় - (ক) সন্ধ্যাভাষা

১.১৫ “চৈতন্যভাগবত' গ্রন্থটির রচয়িতা – (গ) বৃন্দাবন দাস

১.১৬ 'নবান্ন' নাটকটির স্রষ্টা হলেন - (খ) বিজন ভট্টাচার্য

১.১৭ বাংলা ভাষার উদ্ভব – (খ) মাগধী অপভ্রংশ থেকে

১.১৮ তামিল জনগোষ্ঠী হল - (ক) দ্রাবিড় গোষ্ঠীর বংশধর

wb class 11 bengali paper 2020 answers

(২)অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ “এ কি কম দুঃখের কথা।” দুঃখের কথাটা কী?

উত্তরঃ সৌখীর মা যদি আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমোয় তবু তাকে বকুনি দেওয়ার কেউ নেই-এটাই সৌখীর মায়ের দুঃখের কথা।


২.২ “আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না’ – আপনার আসল উদ্দেশ্য কী?

উত্তরঃ উদ্দিষ্ট ব্যক্তির আসল উদ্দেশ্য তেলেনাপোতায় মৎস্য শিকার করা।


২.৩ সুয়েজ খাল খননের ফলে কী সুবিধা হয়েছে ?

উত্তরঃ সুয়েজ খাল খননের ফলে ইউরোপ এবং ভারতের মধ্যে ব্যাবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে।


২.৪ গ্যালিলিওর পিতা কোন্ কোন্ বিষয়ে কৃতবিদ্য ছিলেন?

উত্তরঃ গ্যালিলিওর পিতা পুরাণ ও সাহিত্য বিষয়ে কৃতবিদ্য ছিলেন।

wb class 11 bengali paper 2020 answer

২.৫ 'নুন' কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কী?

উত্তরঃ ঠাণ্ডা ভাতে নুন না থাকার কারণে সাধারণ মানুষের রাগ হয়।


২.৬ বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ােকে দেখে পড়শিনি কী বলেছিল?

উত্তরঃ বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ােকে দেখে সেই পড়শিনি দেবদূত বলেছিল বুড়ো আসলে এক ফরিশতা বা দেবদূত।

অথবা, 

“আমি তবু পরের শ্রেণিতে যাব।” - কবি পরের শ্রেণিতে কেন যাবেন?

উত্তরঃ রীতি অনুযায়ী পরীক্ষায় পাশ করে পরের শ্রেণিতে যাওয়া যায়, এটাই পরীক্ষাসর্বস্ব শিক্ষাব্যবস্থার নিয়ম।


২.৭ "মরি কর্ণ মহাযশা" - মহাযশা কর্ণ কীভাবে মারা যায়?

উত্তরঃ কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় এবং পরশুরামের অভিশাপে ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যান। সেই সুযোগে অর্জুন কর্ণকে হত্যা করেছিল।

wb class 11 bengali paper 2020

২.৮ সমগোত্রজ ভাষা কাকে বলে?

উত্তরঃ একই ভাষাবংশজাত ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে।


২.৯ IPA-এর পুরো নাম কী?

উত্তরঃ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট।


২.১০ কুটিল লিপি কাকে বলে?

উত্তরঃ গুপ্তলিপি থেকে ষষ্ঠ শতাব্দীতে 'সিদ্ধমাতৃকা' লিপির জন্ম হয়। সপ্তম শতাব্দীতে এই 'সিদ্ধমাতৃকা' লিপি থেকে জাত লিপিকেই কুটিল লিপি বলা হয়।

       সুকুমার সেন প্রমুখের মতে যে লিপি থেকে বাংলা লিপির জন্ম তাকেই বলা হয় কুটিল লিপি। লিখন পদ্ধতি জটিল বলে এই লিপিকে কুটিল লিপি বলা হয়।


২.১১ বাংলা ভাষার উপভাষা কয়টি ও কী কী?

উত্তরঃ বাংলা ভাষার উপভাষা পাঁচটি। যথা - রাঢ়ী, বঙ্গালি, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং কামরূপী।


২.১২ কুইপু কী?

উত্তরঃ লাতিন আমেরিকার পশ্চিমাঞ্চলীয় দেশ পেরুতে এক সময় প্রচলিত ছিল দড়িতে গিঁঠ দিয়ে মনে রাখার এক বিশেষ কৌশল। একেই কুইপু বলা হয়।

wb class 11 bengali 2020 Paper

(৩) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৩.১ ‘কেন না ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই' - কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মানলে ভাবনা নেই কেন? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো।

৩.২ “এতক্ষণে বােঝে সৌখি ব্যাপারটা।" - কোন ব্যাপারটা'র কথা বলা হয়েছে? সে কীভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখা।

wb class xi bengali question 2020 answer

(৪) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৪.১ “জাহাজের পেছনে বড়ো বড়ো হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে।” - প্রবন্ধকারের অনুসরণে হাঙরের সেই ভেসে ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো।

৪.২“শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন এক নতুন পন্থা।” - গ্যালিলিওর নতুন পন্থাটি কী? তার জীবনের শেষ অবস্থার বর্ণনা দাও।

wb class xi bengali 2020 answer

(৫) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ

৫.১ “এ বিষম জ্বালা, দেব, ভুলিব সত্বরে।” - বক্তা কে? তার “বিষম জ্বালাটি" কী? কীভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন?

৫.২ ‘আমি বাঞ্ছা করি দেখব তারি' - বক্তা কাকে দেখতে চান? কীভাবে তার দর্শন পাওয়া যাবে?

৫.৩ দ্বীপান্তরের বন্দিনী' কবিতায় কবির স্বদেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো।

৫.৪ “মাঝে মাঝে চলেও না দিন, কার মাঝে মাঝে দিন চলে না? দিন না চলার কারণ কী? এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখো।

wb class xi bengali 2020 answers

(৬) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৬.১ বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনােই কারণ ছিল না।” - বাড়ির মালিকদের নাম কী? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন?

৬.২ ‘শিক্ষার সার্কাস' কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো।

wb class xi bengali paper 2020 answers

(৭) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ

৭.১ “তাঁর রাগটা কী রকম সেইটা দেখার জন্যেই তো এ কাজ করেছি' - বক্তা কে? এখানে কার রাগের কথা বলা হয়েছে? তিনি রেগে গেলে কী হয়? তার রাগের ধরন দেখার জন্য বক্তা কী করেছিল?

৭.২ 'তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশায়ের মুখে আর কথা নেই' - এখানে কার সাহসের কথা বলা হয়েছে? সে কীভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল? উপাধ্যায়ের মুখে কথা নেই কেন?

৭.৩ “যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাকে হারাতে হয়” - বক্তা কে? মন্তব্যটির মর্মার্থ আলোচনা করো।

৭.৪ “যারা বিনা অপরাধে তােমাকে হাজার হাজার বৎসর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে।” - কে, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? তার এ কথার তাৎপর্য বাখ্যা করো।

wb class xi bengali paper 2020 answer

(৮) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উওর দাওঃ

৮.১ বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? এর সাহিত্যমূল্য আলোচনা করো।

৮.২ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো।

৮.৩ ‘নীলদর্পণ' নাটকের নাট্যকার কে? এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন? নাটকটির প্রভাব উল্লেখ করো।

৮.৪ লোককথা কাকে বলে? দুটি লোককথার নাম লেখো এবং যেকোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করো।

wb class xi bengali paper 2020

(৯) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৯.১ নব্য ভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বের সংক্ষিপ্ত আলোচনা করো।

৯.২ প্রাকৃত ভাষার এইরূপ নামকরণের কারণ কী? এই ভাষার তিনটি আঞ্চলিক রূপের নাম লেখো।

৯.৩ ‘হিয়েরোগ্লিফিক কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।

See More : Full Class 11 Bengali Suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close