একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা
বাংলা 'ক' ভাষা
(নতুন পাঠক্রম)
২০১৯
(১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
১.১ “সেইখানেই তো ভূত' – কথাটি বলেন - (গ) বুড়ো কর্তা
১.২ তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে? - (গ) দুদিন
১.৩ '... এ আনন্দ তার রাখবার জায়গা নেই।' – এত আনন্দ কার হয়েছে? - (খ) সৌখির মায়ের
১.৪ সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন? - (ক) আদিমকালের ঘুম
wb class 11 bengali 2019 answer
১.৫ পরিব্রাজক' স্বামীজির কী রচনা? - (গ) ভ্রমণমূলক রচনা
১.৬ সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? - (গ) ভূমধ্যসাগর ও লোহিত সাগর
১.৭ গ্যালিলিও দেহত্যাগ করেন - (ক) ১৬৪২ সালে ৮ই জানুয়ারী
১.৮ ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রকবিতার উপাদান আছে মহাভারতের - (ঘ) অশ্বমেধ পর্বে
wb class 11 bengali 2019 answers
১.৯ “আমরা তো সামান্য লোক" - 'সামান্য' কথাটির তাৎপর্য হল - (ক) অবহেলিত লাঞ্ছিত মানুষ
১.১০ 'পাঞ্চজন্য' ব্যবহারকারী হলেন - (খ) শ্রীকৃষ্ণ
১.১১ জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য - (খ) যারা বৃষ্টিতে ভিজেছিল
১.১২ লালন ও পড়শির মধ্যে দূরত্ব হল - (ঘ) লক্ষ যোজন
১.১৩ ডানাওয়ালা বুড়ো লোকটা খায় - (ক) বেগুনভর্তা
১.১৪ 'শিক্ষার সার্কাস' কবিতার অনুবাদক কে? - (ঘ) উৎপল কুমার বসু
wb class 11 bengali paper 2019 answers
১.১৫ 'বীরবল' ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন - (ঘ) প্রমথ চৌধুরী
১.১৬ ‘অষ্টাধ্যায়ী' ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন - (ক) পাণিনি
১.১৭ তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি - (গ) সাধু
১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল – (গ) বাণমুখ লিপি
wb class 11 bengali paper 2019 answer
(২) অনধিক ২০ টি শব্দে উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
২.১ “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল।” - নিশ্চিন্ত হওয়ার কারণ কী?
উত্তরঃ বুড়ো কর্তা মারা যাওয়ার পরেও ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন, এই জন্য দেশের লোক নিশ্চিন্ত হয়েছিল।
২.২ ‘মহারথী-প্রথা কিহে এই, মহারথি?' - কোন্ কাজ মহারথী প্রথার বিরোধী?
উত্তরঃ মহারথী প্রথা অনুযায়ী অস্ত্রধারী যোদ্ধা নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। পার্থ এই নিয়ম লঙ্ঘন করেছেন। জনার পুত্র প্রবীর পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রতিরোধ করলে পার্থ তথা অর্জুন তাকে নিহত করেন। এই কাজকে জনা মহারথী প্রথার বিরোধী বলেছেন।
২.৩ “লক্ষ যোজন ফাঁক রে" - ফাঁকের কারণ কী?
উত্তরঃ মানুষের সাংসারিক মোহমুগ্ধতা, ইন্দ্রিয়মুখ ও বিষয়বাসনা ঈশ্বরকে পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই একই দেহে সাধক ও ঈশ্বরের অবস্থান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে 'লক্ষ যোজন' ফাঁক রয়েছে।
২.৪ "... বেজেছে বাণীর সেতারে আজ?" - বাণীর সেতারে কবি কী শুনতে চেয়েছেন?
উত্তরঃ দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি বাণীর সেতারে 'মুক্তবন্ধ সুর' শুনতে চান।
২.৫ জাহাজে খালাসী বেচারাদের আপদের কারণ কী?
উত্তরঃ জাহাজে খালাসী বেচারাদের আপদের কারণ ছিল 'প্লেগ' রোগ। এই রোগের আতঙ্কে সুয়েজের কুলিরা জাহাজে উঠতে পায়নি, তাই জাহাজের খালাসিদেরকেই মাল নামাতে হচ্ছিল।
wb class 11 bengali paper 2019
২.৬ গ্যালিলিও নিজের দূরবীণ দিয়ে নতুন কী কী আবিষ্কার করেন?
উত্তরঃ নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও বৃহস্পতির উপগ্রহ, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু ,শনির বলয় ইত্যাদি জিনিস আবিষ্কার করেছিলেন।
২.৭ “অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে" - মূঢ় বলতে কার কথা বলা হয়েছে?
উত্তরঃ পুত্র প্রবীরের হত্যাকারী পান্ডু পুত্র অর্জুনকে জনা 'মূঢ়' বলেছেন।
২.৮ “পুণ্য বেদির শূন্য ভেদিয়া/ ক্রন্দন উঠিতেছে শুধু।” - কেন এই ক্রন্দন?
উত্তরঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত 'দ্বীপান্তরের বন্দিনী' কবিতানুসারে ভারত মাতা দ্বীপান্তরিতা, তাই এই ক্রন্দন।
২.৯ সর্বাধিক জনপ্রিয় সার্থক বিশ্বভাষাটির নাম কী?
উত্তরঃ সর্বাধিক জনপ্রিয় সার্থক বিশ্ব ভাষাটির নাম হল এসপারেন্তো।
২.১০ ‘চিত্রলিপি' কী?
উত্তরঃ লিপির বিবর্তনের একটি পর্যায়ে ছবির আদলে যে লিখন পদ্ধতির প্রচলন হয়েছিল, তারই নাম চিত্রলিপি।
২.১১ মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়সীমা উল্লেখ করো।
উত্তর- মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়সীমা হল ৬০০ খ্রিস্টপূর্ব থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২.১২ কামরূপী উপভাষা কোন্ কোন্ অঞ্চলে প্রচলিত?
উত্তরঃ জলপাইগুড়ি, কোচবিহার, আসামের কাছাড় অঞ্চলে কামরূপী উপভাষা প্রচলিত রয়েছে।
wb class 11 bengali 2019 Paper
(৩) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৩.১ “ওরে অবোধ, আমার ধরাও নেই। ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া।” এখানে কে, কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো।
৩.২ তেলেনাপোতা যাওয়ার কারণ কী? একে লেখক আবিষ্কার বলেছেন কেন?
wb class xi bengali question 2019 answer
(৪) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৪.১ “হে ভারতের শ্রমজীবী।” – শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ‘সুয়েজখালে : হাঙর শিকার' রচনা অবলম্বনে লেখো।
৪.২ "Venice এ কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল।” – কার কদর বাড়ে? এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করো।
wb class xi bengali 2019 answer
(৫) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৫.১ ‘নীলধ্বজের প্রতি জনা' কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে?
৫.২ 'বলবো কী সেই পড়শীর কথা’ - 'পড়শী' কে? 'পড়শী'র স্বরূপ সম্পর্কে আলোচনা করো।
৫.৩ ‘দ্বীপান্তরের বন্দিনী' কে? 'বন্দিনী'কে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে, তা কবিতা অবলম্বনে লেখো।
৫.৪ “আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক।” – কে বলেছে? এ দাবি কার কাছে? কেন?
wb class xi bengali 2019 answers
(৬) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৬.১ দেবদূতের আবির্ভাবে পেলাইও আর এলিসেন্দার দারিদ্র্য কীভাবে দূর হলো ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্প অবলম্বনে লেখো।
৬.২ ‘সর্বশিক্ষা একটি সার্কাস' শিক্ষার সার্কাস' কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কীভাবে তুলনীয় আলোচনা করো।
wb class xi bengali paper 2019 answers
(৭) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৭.১ 'শুনছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে।'- শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল? সেখানে কারা, কেন লড়াই করতে এসেছিল?
৭.২ “আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি।” – বক্তা কে? কোন প্রসঙ্গে, কাকে উদ্দেশ্য করে বক্তা একথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিকটি প্রতিফলিত হয়েছে?
৭.৩ “উনি আমাদের সব দলের শতদল পদ্ম” এখানে কাকে ‘শতদল পদ্ম' বলা হয়েছে? কেন তিনি শতদল পদ্ম?
৭.৪ 'গুরু' নাটকে মোট ক'টি সংগীত ‘রয়েছে? নাটকটিতে সংগীতের ভূমিকা আলোচনা করো।
wb class xi bengali paper 2019 answer
(৮) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৮.১ বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? এটি কে, কোথা থেকে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়?
৮.২ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? তার কাব্যপ্রতিভা আলোচনা করো।
৮.৩ রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করো। প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো।
৮.৪ ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। যে-কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও।
wb class xi bengali paper 2019
(৯) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৯.১ 'ভারতবর্ষ চার ভাষাবংশের দেশ' উদ্ধৃতি অনুসারে চার ভাষাবংশের পরিচয় দাও।
৯.২ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।
৯.৩ কিউনিফর্ম বা কীলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। অলচিকি লিপির উদ্ভাবক কে?
See More : Full Class 11 Bengali Suggestion 2023
So beautiful so elegant just looking like a wow
উত্তরমুছুন