একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা
বাংলা 'ক' ভাষা
(নতুন পাঠক্রম)
২০১৮
১. সঠিক উত্তরটি নির্বাচন করওঃ
১.১ আগেভাগে ভূতে পেয়ে বসেছে - (খ) ওঝাকে
১.২ স্বভাবদোষে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কারণ - (ঘ) তারা নিজে ভাবতে যায়
১.৩ গোরুর গাড়ির গাড়োয়ান উৎসাহের সঙ্গে কী বাজাচ্ছিল? - (ঘ) ক্যানেস্তারা
১.৪ 'বসে আছেন কেন? টান দিন।'-উক্তিটির বক্তা - (ক) যামিনী
wb class 11 bengali 2018 answer
১.৫ সৌখীর ছেলের বয়স কত? - (গ) চার-পাঁচ বছর
১.৬ কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল? - (খ) বনিটো
১.৭ সুয়েজ খাল কে খনন করেন? - (গ) ফর্ডিনেণ্ড দ্য লেসেন্স
১.৮ ১৬০৯ সালে ঘটলো এক নতুন ব্যাপার'-নতুন ব্যাপারটি হল - (ক) দূরবিন আবিষ্কার
wb class 11 bengali 2018 answers
১.৯ জনার পুত্রের নাম কী? - (ঘ) প্রবীর
১. ১০ “ও তার নাই কিনারা নাই তরণী পারে'-'তরণী' শব্দের অর্থ - (ঘ) নৌকো
১.১১ 'পুণ্যবেদীর শূন্যে কতদিন ক্রন্দন ধ্বনিত হয়েছে? - (গ) দেড়শত বছর
১.১২ 'খেতে বসে রাগ চড়ে যায়'-কারণ - (ঘ) ঠান্ডা ভাতে নুন না থাকায়
wb class 11 bengali paper 2018 answers
১.১৩ দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয়? - (গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে, উদাসও হয়
১.১৪ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম - (ঘ) দ্বিজমাধব
১.১৫ বাদল সরকার রচিত একটি নাটক - (ক) এবং ইন্দ্রজিৎ
১.১৬ ‘পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি - (ঘ) উপন্যাস
১.১৭ অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল - (ক) রাঢ়ী
১.১৮ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা একটি ভাষা - (খ) তেলেগু
wb class 11 bengali paper 2018 answer
২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ মহানগরী থেকে তেলেনাপাোতার দূরত্ব কত?
উত্তর: মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব ত্রিশ মাইল।
২.২ ‘নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না।'-কেন?
উত্তর: জেলফেরত ছেলেকে সকালে কী খেতে দেবে সেই চিন্তায় বুড়ির অর্থাৎ সৌখির মায়ের ঘুম আসছিল না।
২.৩ 'এ কথা ইউরোপীয়েরা স্বীকার করতে চায় না' - কোন কথা?
উত্তর: ভারতের বাণিজ্য এবং রাজস্ব লাভ করার ফলেই ইংরেজদের এতো ধনদৌলত, একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না।
২.৪ হল্যান্ডে তৈরি প্রথম দূরবিনের সঙ্গে গালিলিওর দূরবিনের পার্থক্য কোথায়?
উত্তর: হল্যান্ডের লোকটির দূরবিনে সবকিছু উল্টো দেখাতো কিন্তু গ্যালিলিওর তৈরি দূরবিনে সবকিছু যথারীতি অবস্থানে দেখাচ্ছিলো।
wb class 11 bengali paper 2018
২.৫ 'ও এক পড়শী বসত করে'-পড়শি কোথায় বসত করে?
উত্তর: কবির বাড়ির কাছে রয়েছে যে আরশিনগর, সেখানেই বাস করেন কবির চিরকাঙ্খিত পড়শি।
২.৬ 'কেমনে এ অপমান সব ধৈর্য্য ধরি?'- বক্তা কোন অপমানের কথা বলেছেন?
উত্তর: ‘নীলধ্বজের প্রতি জনা' কবিতায় জনা নীলধ্বজ কর্তৃক ক্ষত্রধর্মের হীন অপমানের কথা বলতে চেয়েছেন।
২.৭. দ্বীপান্তরের বন্দিনী' কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: কবি নজরুল ইসলামের 'ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত।
২.৮ “আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে।”-সাধারণ ভাতকাপড়ে দিন চলে যাওয়ার কারণ কী?
উত্তর: বেঁচে থাকার ন্যূনতম উপাদান খাদ্য এবং বস্ত্রই তাদের সম্বল, তাই বলা হয়েছে যে সাধারণ ভাতকাপড়েই তাদের দিন চলে যায়।
wb class 11 bengali 2018 Paper
২.৯ “বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না।' — বাড়ির মালিকদের নাম কী?
উত্তর : ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পের উদ্ধৃতাংশে বাড়ির মালিকরা হল পেলাইও ও তার স্ত্রী এলিসেন্দা।
অথবা,
'যদি সব শ্রেণি শেষ হয়ে যায়'-তবু কী ঘটবে?
উত্তর: সব শ্রেণি শেষ হয়ে গেলেও উদ্দিষ্ট ব্যক্তি (অর্থাৎ, শিক্ষার্থী) পরের শ্রেণিতে যাবে।
২.১০ সেনেমিক লিপি' (Cenemic) বলতে কী বোঝো?
উত্তর: যে পর্যায়ে লিপি বিবর্তনের চিহ্নগুলি তাদের ভাষাতাত্ত্বিক পরিচয় ছাপিয়ে গিয়ে একেকটি ধ্বনির প্রতীক হয়ে উঠলো, তাকে বলা হয় সেনেমিক লিপি।
অথবা,
কিউনিফর্ম বা কীলকলিপি'-র নামকরণ কে করেছিলেন?
উত্তর: “কিউনিফর্ম" লিপির নামকরণ করেন বিখ্যাত লিপি বিশারদ টমাস হাইড।
২.১১ I.P.A.-র পুরো নাম লেখো।
উত্তর: ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট (International Phonetic Alphabet)
২.১২ সমগোত্ৰজ ভাষা (Cognate) বলতে কী বোঝো?
উত্তর: একই ভাষাবংশ থেকে সৃষ্ট ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা (Cognate) বলা হয়।
wb class xi bengali question 2018 answer
৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৩.১ 'মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই'-এ কথা কার কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?
৩.২ “এতক্ষণে বুঝে সৌখী ব্যাপারটা"-কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? সে কীভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখ?
wb class xi bengali 2018 answer
৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৪.১ প্লেগ রোগের সংক্রমনের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল, 'সুয়েজখালে হাঙ্গর শিকার' অবলম্বনে তার পরিচয় দাও।
৪.২ সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও।
wb class xi bengali 2018 answers
৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৫.১ “কিন্তু বৃথা এ গঞ্জনা"- বক্তা কে? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন? কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা?
৫.২ “আমি বাঞ্ছা করি দেখব তারি"- বক্তা কাকে দেখতে চান? কীভাবে তার দর্শন পাওয়া যাবে?
৫.৩ ধ্বংস হলো কি রক্ষ-পুর”- 'রক্ষ-পুর’ বলতে কবি কী বুঝিয়েছেন? কীভাবে তা ধ্বংস হবে?
৫.৪ “আমরা তো সামান্য লোক' - কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা কর।
wb class xi bengali paper 2018 answers
৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৬.১ “পড়ে-থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।'-কারা, কেন ‘চুপচাপ দাড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার' বিবরণ নিজের ভাষায় লেখো।
৬.২ “জ্ঞান কোথায় গেল?" জ্ঞানের অভাব শিক্ষার সার্কাস' কবিতায় কীভাবে ব্যাঞ্জিত হয়েছে?
wb class xi bengali paper 2018 answer
৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৭.১. মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদীনপূণ্যের বিরোধ বাঁধল কেন? কে, কোথায় অদীনপূণ্যকে নির্বাসন দিলেন?
৭.২. 'আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই'- এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কীভাবে তাদের গানে ভাষা পেয়েছে?
৭.৩. 'ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌছায় না!-কার সম্পর্কে, কে এই কথা বলেছেন? এই বক্তব্যের তাৎপর্য কী?
৭.৪ “গুরু" নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন্ ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো।
wb class xi bengali paper 2018
৮। অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৮.১ কে, কবে শ্রীকল্পকীর্তন'-এর পুঁথি উদ্ধার করেন? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও।
৮.২ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
৮.৩ গীতিকবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা কর।
৮.৪ ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো। অন্তত দুটি ধাঁধার উদাহরন দাও।
৯। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৯.১ অস্টিক ভাষাবংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
৯.২ ‘হিয়েরোগ্লিফিক' কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৯.৩ মধ্য ভারতীয় আর্যভাষার কালসীমা উল্লেখ করে৷ এই স্তরের ভাষার সংক্ষিপ্ত বিবরণ দাও।
See More : Full Class 11 Bengali Suggestion 2023
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ