একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা
বাংলা 'ক' ভাষা
(নতুন পাঠক্রম)
২০১৭
(১) ঠিক উত্তরটি নির্বাচন করোঃ
১.১ ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয় - (ঘ) গৃহস্থের
১.২ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত? - (গ) মাত্র ত্রিশ মাইল
১.৩ “পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সেনয়' - এখানে যার কথা বলা হয়েছে - (খ) সৌখীর মা
১.৪ সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন? - (ক) আদিমকালের ঘুম
১.৫ যামিনীর মা তেলেনাপোতাকে বলেছে - (ঘ) প্রেতপুরী
১.৬ কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল? - (ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি
wb class xi bengali paper 2017
১.৭ যে মাছগুলি হাঙরের আশে-পাশে ঘুরছিল, পিঠে চড়ে বসছিল তাদের নাম ছিল - (গ) চোষক
১.৮ গ্যালিলিওর দূরবীনে ধরা পড়েছিল - (খ) বৃহস্পতির চাঁদের ছবি
১.৯ ‘আরশি' শব্দের অর্থ কী? - (ক) আয়না
১.১০ ‘নীলধ্বজের প্রতি জনা' কবিতায় পার্থকে নীলধ্বজ কী জ্ঞানে পূজা করেছিলেন? - (ক) নারায়ণ
১.১১ দীপান্তর' কথার অর্থ হল - (ক) অন্য দ্বীপ
১.১২ 'নুন' কবিতার কথকের দিন যায় - (ক) হেসে খেলে
wb class xi bengali paper 2017 answer
১.১৩ থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল - (গ) ধৈর্য
১.১৪ বাংলা ভাষার জন্ম হয়েছে - (ঘ) মাগধী প্রাকৃত থেকে
১.১৫ 'পথের দাবী' উপন্যাসটি কার লেখা? - (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১.১৬ 'মরীচিকা', 'মরুশিখা’ ও ‘মরুমায়া কাব্যগ্রন্থগুলির লেখক - (ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
১.১৭ মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল - (ক) ৬০০ খ্রিঃ পূঃ - ৯০০ খ্রিস্টাব্দ
১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হলো - (ক) চিত্রপ্রতীক লিপি
wb class xi bengali paper 2017 answers
(২) অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ "যবে দেশ-দেশান্তরে জনরব লবে এ কাহিনী, - কি কহিবে ক্ষত্ৰপতি যত?” – কোন কাহিনির কথা বলা হয়েছে?
উত্তরঃ রাজা নীলধ্বজ তার পুত্রহন্তা অর্জুনের সঙ্গে সখ্যতা করেছেন- আলােচ্য অংশে এই কাহিনির কথা বলা হয়েছে।
২.২ 'আমি কেমনে সে গাঁয় যাই রে' - বক্তা সে গাঁয়ে যেতে পারছেন না কেন?
উত্তরঃ সেই গ্রামের চারদিকে অগাধ পানি, সেই জলরাশি পার করে দেওয়ার মতো কোনো নৌকা বা মাঝি নেই। তাই বক্তা সেই গ্রামে যেতে পারছেন না।
২.৩ 'বেজেছে বাণীর সেতারে আজ ?' - বাণীর সেতারে কবি কী শুনতে চেয়েছেন।
উত্তরঃ কবি বাণীর সেতারে বিধির বেতার মন্ত্র শুনতে চেয়েছেন।
২.৪ 'নুন' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ ‘ভুতুমভগবান' কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
wb class xi bengali 2017 answers
২.৫ 'অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয়', - এই তেল কী কাজে ব্যবহার হয়?
উত্তরঃ অন্য সব দেশে ঘানি থেকে যে তেল বেরোয় তা দিয়ে সেই দেশের ভবিষ্যতের রথচক্রকে সচল রাখা হয়।
২.৬ 'আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন।' - কারণ দুটি কী কী?
উত্তরঃ একজন নিদ্রায় অচেতন, অপরজন মদ্যপান করে অচেতন।
২.৭ “কিন্তু পুঁতবো কোথায়?' - কথকের এ মন্তব্যের কারণ কী?
উত্তরঃ গোলাপচারা পোঁতার ব্যাপারে এই মন্তব্যের কারণ হল কথক একজন বস্তিবাসী দরিদ্র শ্রেণীর মানুষ, কোনোভাবে শুধু মাথাগোঁজার স্থানটুকুই আছে।
২.৮ ‘দ্বীপান্তরের বন্দিনী' কবিতায় ‘বিধির বেতার-মন্ত্র' কী?
উত্তর: ‘বিধির বেতারমন্ত্র' বলতে কবি স্বাধীনতার বার্তাকে বুঝিয়েছেন।
wb class xi bengali 2017 answer
২.৯ ‘দুঃখের কথা হায়, কব কারে?' - বক্তা কে?
উত্তরঃ আলোচ্য অংশের বক্তা হলেন মাহেশ্বরপুরীর রাজমহিষী জনা।
২.১০ 'যমযাতনা সকল যেত দূরে' – কীভাবে তা সম্ভব?
উত্তরঃ কবির পড়শি যদি কবিকে ছুঁতেন তাহলেই কবি যমযাতনা থেকে মুক্তি পেতেন।
২.১১ বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি কী কী?
উত্তরঃ গদ্য উপভাষার প্রধান দুটি রূপ হল সাধু এবং চলিত।
অথবা,
ঋগবেদ কোন ভাষায় রচিত?
উত্তরঃ ঋকবেদ বৈদিক ভাষায় রচিত।
২.১২ ইন্দো-ইরানীয় শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল সেই শাখাদুটির নাম লেখাে।
উত্তরঃ ইরানীয় আর্য এবং ভারতীয় আর্য।
অথবা,
নব্য ভারতীয় আর্যভাষার বিস্তারকাল উল্লেখ করাে।
উত্তরঃ ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত।
wb class xi bengali question 2017 answer
(৩) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৩.১ ‘কর্তার ভূত' কী নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনি? ব্যাখ্যাসহ লেখো।
৩.২ ‘ডাকাতের মা' ছোটোগল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র।
wb class 11 bengali 2017 Paper
(৪) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৪.১ মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে তার মধ্যে বােধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান' – কোন কোন জিনিসের আশায় পৃথিবীর বিভিন্ন দেশ ভারতে বাণিজ্য শুরুর আগে কোন কোন পথে কীভাবে ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলি বাণিজ্য করতে আসতো? সুয়েজ খাল খননের পর বাণিজ্যে কী কী সুবিধা হয়েছিল?
৪.২ ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কী? গ্যালিলিওর জীবনের শেষ ন'বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও।
wb class 11 bengali paper 2017
(৫) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৫.১ “মহারথীপ্রথা কি হে এই, মহারথী।"- মহারথী প্রথা' কী? কে, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও।
৫.২ ‘তবু লক্ষ যোজন ফাক রে কাদের মধ্যে লক্ষ যোজন ফাক? একত্র থেকেও এই দূরত্বের কারণ কী?
৫.৩ 'দ্বীপান্তরের বন্দিনী' কবিতায় কবির স্বদেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো।
৫.৪ 'আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক' - কারা, কাদের কাছে এই দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসংগত?
wb class 11 bengali paper 2017 answer
(৬) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৬.১ বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না বাড়ির মালিকদের নাম কী? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন?
৬.২ শিক্ষার সার্কাস কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো।
wb class 11 bengali paper 2017 answers
(৭) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তরঃ
৭.১ গুরু ' নাটকে মোট ক'টি গান আছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে? গানটির মর্মার্থ লেখো।
৭.২ "পঞ্চকদাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না" - বক্তা কে? পঞ্চকদাদা কে? তাঁকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কোথাও ধরবে না পঞ্চদাদার এরকম মনে হয়েছে কেন?
৭.৩ “পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি"- কে, কোন প্রসঙ্গে এই উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও।
wb class 11 bengali 2017 answers
(৮) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তরঃ
৮.১ চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল? এই পদগুলিতে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন দেখা। যায়, তা সংক্ষেপে লেখো।
৮.২ শ্রীচৈতন্যদের কত খ্রিস্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো।
৮.৩ মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখো। নাট্যকার হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো।
৮.৪ লোককথা কাকে বলে? লোককথার যেকোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও।
wb class 11 bengali 2017 answer
(৯) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৯.১ প্রাকৃত ভাষার এইরূপ নামকরণের কারণ কী ? এই ভাষার তিনটি আঞ্চলিক রূপের নাম লেখো।
৯.২ অবর্গীভূত ভাষা কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও।
৯.৩ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।
See More : Full Class 11 Bengali Suggestion 2023
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ