প্রথম অধ্যায়
পৃথিবীর অন্দরমহল
(১) পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার?
উত্তরঃ পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিলোমিটার
(২) পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রী সেন্টিগ্রেড?
উত্তরঃ পৃথিবীর পৃথিবীর গড় তাপমাত্রা ১৫° ডিগ্রী সেলসিয়াস।
(৩) পৃথিবীর সবথেকে গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত?
উত্তরঃ পৃথিবীর সবথেকে গভীরতম কৃত্রিম গর্ত উত্তর-পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের অবস্থিত।
(৪) ম্যাগমা ও লাভা বলতে কী বোঝো?
উত্তরঃ ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে এবং ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে।
(৫) পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে।
(৬) সিয়াল ও সিমা কি?
উত্তরঃ মহাদেশের নীচে প্রধানত সিলিকন(Si) আর অ্যালুমিনিয়াম(Al) দ্বারা তৈরি ভূত্বকের উপরের স্তরটি হল সিয়াল এবং মহাসাগরের নিচে প্রধানত সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম(Mg) দিয়ে তৈরি স্তরটি হল সিমা।
(৭) বিযুক্তি রেখা বলতে কী বোঝো?
উত্তরঃ ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূ-তত্ত্ববিদরা বলেন বিযুক্তিরেখা।
(৮) কনরাড বিযুক্তি রেখা কি?
উত্তরঃ সিয়াল ও সীমার মাঝে যে বিযুক্তিরেখা রয়েছে তাকে কনরাড বিযুক্তি রেখা বলে।
(৯) গুরুমন্ডলের বিস্তৃতি কত কিলোমিটার?
উত্তরঃ ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় ২৯০০ কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরটি হলো গুরুমন্ডল।
(১০) অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝো?
উত্তরঃ শিলামন্ডলের নীচে গুরুমন্ডল এর উপরের অংশে বিশেষ স্তরটি হল অ্যাস্থেনোস্ফিয়ার এটি একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর।
(১১) কেন্দ্রমন্ডল কাকে বলে?
উত্তরঃ ভূত্বক ও গুরুমন্ডল এর পরবর্তী এবং কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হল কেন্দ্রমন্ডল।
(১২) নিফে কি?
উত্তরঃ কেন্দ্রমন্ডল অত্যন্ত ভারী নিকেল (Ni) আর লোহা (Fe) দিয়ে তৈরী তাই এখানে বলে।
(১৩) গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে বলে?
উত্তরঃ গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে যে বিযুক্তিরেখা রয়েছে তাকে গুটেনবার্গ বিযুক্তি রেখা বলে।
(১৪) লেহম্যান বিযুক্তি রেখা কাকে বলে?
উত্তরঃ কেন্দ্রমন্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্র মন্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমন্ডলের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে তাকে লেহম্যান বিযুক্তি রেখা বলে।
(১৫) অন্তকেন্দ্রমন্ডল ও বহি:কেন্দ্রমন্ডল বলতে কী বোঝো?
উত্তরঃ
অন্তকেন্দ্রমন্ডলঃ
পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে যে স্তরটি রয়েছে তাকে অন্তঃকেন্দ্র মন্ডল বলে এই স্তরের গভীরতা ৫১০০ থেকে প্রায় ৬৩৭০ কিমি। এই স্তরের চাপ তাপ ঘনত্ব সবি বেশি ।অত্যাধিক চাপের ফলে পদার্থ গুলো এখানে কঠিন অবস্থায় আছে।
বহি:কেন্দ্রমন্ডলঃ
অন্তঃকেন্দ্র মন্ডলের চারিদিকে রয়েছে বহিঃ কেন্দ্রমন্ডল। এই স্তর ২৯০০ কিমি থেকে ৫১০০ কিমি গভীর চাপ,তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমন্ডলে তুলনায় কম। এই স্তরটি অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারদিকে আবর্তন করে চলেছে। এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।
আরও পড়ুন ঃ
পৃথিবীর অন্দরমহল | প্রথম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
অস্থিত পৃথিবী | দ্বিতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
শিলা | তৃতীয় অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
চাপবলয় ও বায়ুপ্রবাহ | চতুর্থ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
মেঘ-বৃষ্টি | পঞ্চম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
জলবায়ু অঞ্চল | ষষ্ঠ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
মানুষের কার্যাবল ও পরিবেশের অবনমন | সপ্তম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
উত্তর আমেরিকা | নবম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
দক্ষিণ আমেরিকা | দশম অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
ওশিয়ানিয়া | একাদশ অধ্যায় | অষ্টম শ্রেণীর ভূগোল | WB Class 8 Geography
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ