নবম শ্রেণি
বাংলা
প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য
ক্লাস টেস্ট
মডেল অ্যাক্টিবিটি - ১
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ "গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া ভুলে জলে" - ভুজঙ্গ শব্দের অর্থ কি?
(ক) ব্যাঙ্
(খ) সাপ
(গ) বাড়ি
(ঘ) স্মরণ করা
উত্তরঃ (খ) সাপ
১.২ "এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন।" - বক্তা হলেন -
(ক) জৈনক অতিথি
(খ) মহাম্মদ শা
(গ) শাম সেমাগি
(ঘ) ইলিয়াস
উত্তরঃ (ঘ) ইলিয়াস
১.৩ ধীবর কোথায় থাকতো?
(ক) কণ্বের আশ্রমে
(খ) শচিতীর্থে
(গ) শুক্রাবতারে
(ঘ) রাজধানীতে
উত্তরঃ (গ) শুক্রাবতারে
১.৪ প্রফেসর শঙ্কুর পুরো নাম কি?
(ক) ত্রিলোচন শঙ্কু
(খ) ত্রিলোকেশ্বর শঙ্কু
(গ) ত্রিপুরেশ্বর শঙ্কু
(ঘ) ত্রিনয়ন শঙ্কু
উত্তরঃ (খ) ত্রিলোকেশ্বর শঙ্কু
১.৫ একটি যৌগিক স্বর এর উদাহরণ হল -
(ক) এ
(খ) ও
(গ) ও
(ঘ) ঋ
উত্তরঃ (খ) ও
১.৬ মধ্যস্বরাগম এর আরেক নাম -
(ক) স্বরভক্তি
(খ) সমীভবন
(গ) স্বরসঙ্গতি
(ঘ) অভিশ্রুতি
উত্তরঃ (ক) স্বরভক্তি
১.৭ 'তপোবন' শব্দটির সন্ধি বিচ্ছেদ হল -
(ক) তপ+বন
(খ) তপ:+বন
(গ) তপো+বন
(ঘ) তপ+উপবন
উত্তরঃ (খ) তপ:+বন
২। কমবেশি 15 টি শব্দে নিচের সাতটি প্রশ্নের উত্তর দাও :
২.১ "কলিঙ্গে সোঙরে সকল লোক..." - 'সোঙর' কথাটির অর্থ কি?
উত্তরঃ 'সোঙর' কথাটির অর্থ স্মরণ করা।
২.২ "স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক!" - ভদ্রলোকটি কে?
উত্তরঃ ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের গণিতের শিক্ষক।
২.৩ "এইতো আমাদের প্রভু" - প্রভুটি কে ছিলেন?
উত্তরঃ রাজা দুষ্মন্তের শ্যালককে দুই রক্ষী 'প্রভু' বলে অভিহিত করেছেন।
২.৪ সুন্দরবনের কোথায় উল্কাপাত হয়েছিল?
উত্তরঃ মাথারিয়া অঞ্চলে।
২.৫ সন্ধি বিচ্ছেদ করো : বিচ্ছেদ
উত্তরঃ বি + ছেদ
২.৬ দাদু > দাউদ - এটি কিসের উদাহরণ?
উত্তরঃ অপিনিহিতির উদাহরণ
২.৭ সমাক্ষস্বরলোপের একটি উদাহরণ দাও।
উত্তরঃ বড় দাদা > বড়দা
২.৮ আদিস্বরাগম ও অন্তস্বরাগমের একটি করে উদাহরণ দাও।
উত্তরঃ আদিস্বরাগম - স্কুল > ইস্কুল
অন্তস্বরাগম - বেঞ্চ > বেঞ্চি
1st exam
উত্তরমুছুনekdom খারাপ suggetion
উত্তরমুছুনএটা সাজেশন নয় এটা বাংলা মডেল প্রশ্নপত্র। প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য।
মুছুন