Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে বাগিচা কৃষির নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য হল -
(ক) হাওড়া
(খ) বাঁকুড়া
(গ) দার্জিলিং
(ঘ) মালদা
উত্তরঃ (গ) দার্জিলিং
প্রশ্নঃ এশিয়া ও ইউরোপকে আলাদা করেছে কোন পর্বত শ্রেণি? -
(ক) আল্পস পর্বত
(খ) কারাকোরাম পর্বত
(গ) উরাল পর্বত
(ঘ) রকি পর্বত
উত্তরঃ (গ) উরাল পর্বত
প্রশ্নঃ ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? -
(ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) মদন মোহন মালব্য
(গ) দাদাভাই নৌরজি
(ঘ) গোপালকৃষ্ণ গোখলে
উত্তরঃ (ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
প্রশ্নঃ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? -
(ক) রাজকুমারী অমৃত কউর
(খ) সুজাতা ভি মনোহর
(গ) মীরা সাহিব ফতিয়া বিবি
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ (গ) মীরা সাহিব ফতিয়া বিবি
প্রশ্নঃ ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল -
(ক) মাদ্রাজ হাইকোর্ট
(খ) এলাবাদ হাইকোর্ট
(গ) বোম্বে হাইকোর্ট
(ঘ) কলকাতা হাইকোর্ট
উত্তরঃ (ঘ) কলকাতা হাইকোর্ট
প্রশ্নঃ স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? -
(ক) শতদ্রু
(খ) ভাগীরথী
(গ) নর্মদা
(ঘ) কংসাবতী
উত্তরঃ (গ) নর্মদা
প্রশ্নঃ চাঁদের সর্বাপেক্ষা বড় গর্তের নাম কী? -
(ক) ক্লে
(খ) ইউরো
(গ) ভিয়াস
(ঘ) ক্লেভিয়াস
উত্তরঃ (ঘ) ক্লেভিয়াস
প্রশ্নঃ স্নায়ুতন্ত্রের একক কী? -
(ক) অ্যক্সন
(খ) নিউরোন
(গ) দেহকোষ
(ঘ) নেফ্রন
উত্তরঃ (ঘ) নেফ্রন
প্রশ্নঃ গমনের সময় মাছের দেহের "এস" আকৃতি সম্ভব হয় -
(ক) পৃষ্ঠ পাখনার দ্বারা
(খ) পুচ্ছ পাখনার দ্বারা
(গ) মায়োটোম পেশির দ্বারা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) মায়োটোম পেশির দ্বারা
প্রশ্নঃ SAARC (সার্ক) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) ঢাকা
(খ) আমেদাবাদ
(গ) জয়পুর
(ঘ) কাঠমান্ডু
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ