Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ওম বিড়লা গুয়াহাটিতে অষ্টম সিপিএ ইন্ডিয়া রিজিওন কনফারেন্সের উদ্বোধন করবেন কত তারিখে? -
(ক) ১০ই এপ্রিল
(খ) ১১ই এপ্রিল
(গ) ১২ই এপ্রিল
(ঘ) ১৩ই এপ্রিল
উত্তরঃ (খ) ১১ই এপ্রিল
প্রশ্নঃ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কোন রাজ্যে তিন দিনের সফরে যাবেন? -
(ক) গুজরাট
(খ) তামিল নাড়ু
(গ) উড়িষ্যা
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (ক) গুজরাট
প্রশ্নঃ কততম ভারতীয় নৌবাহিনীর বিমান ক্রুদের ব্যাচ MH-60 হেলিকপ্টার অন্তর্ভুক্ত করার জন্য প্রশিক্ষণ শেষ করেছে?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ (ক) প্রথম
প্রশ্নঃ 26/11 এর মাস্টারমাইন্ড হাফিজ সইদকে পাক আদালত কত বছরের জেল দিয়েছে?
(ক) ২২ বছর
(খ) ১৬ বছর
(গ) ৩১ বছর
(ঘ) ১৮ বছর
উত্তরঃ (গ) ৩১ বছর
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্য করোনাভাইরাসের XE রূপের প্রথম কেস রিপোর্ট করেছে? -
(ক) তামিল নাড়ু
(খ) আসাম
(গ) কেরালা
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
প্রশ্নঃ সম্প্রতি কোন অভিনেত্রী ইউক্রেন সঙ্কটের মধ্যে উদ্বাস্তুদের সাহায্য করার জন্য ভিডিওতে বিশ্ব নেতাদের অনুরোধ করেছেন? -
(ক) প্রিয়াঙ্কা চোপরা
(খ) কাট্রিনা কাইফ
(গ) আনুষ্কা শর্মা
(ঘ) দীপিকা পাদুকন
উত্তরঃ (ক) প্রিয়াঙ্কা চোপরা
প্রশ্নঃ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত-মার্কিন 2+2 মন্ত্রী পর্যায়ের সংলাপের জন্য কত দিনের মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন? -
(ক) এপ্রিল ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত
(খ) এপ্রিল ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত
(গ) এপ্রিল ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত
(ঘ) এপ্রিল ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত
উত্তরঃ (ক) এপ্রিল ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত
প্রশ্নঃ থাপ্পড়ের পর স্মিথ কত বছর অস্কারে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ হবেন? -
(ক) ১৫ বছর
(খ) ১৩ বছর
(গ) ১৮ বছর
(ঘ) ১০ বছর
উত্তরঃ (ঘ) ১০ বছর
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ এফআইএইচ প্রো লিগে ডাবল হেডারের প্রথম খেলায় অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে 2-1 গোলে স্তব্ধ করেছে? -
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) চিন
(গ) ভারত
(ঘ) নেপাল
উত্তরঃ (গ) ভারত
প্রশ্নঃ সরকার কত বছরের বেশি বয়সীদের জন্য COVID ভ্যাকসিনের সতর্কতামূলক ডোজ অনুমোদন করে?
(ক) ১৬
(খ) ১৮
(গ) ২১
(ঘ) ২৫
উত্তরঃ (খ) ১৮
প্রশ্নঃ কেন্দ্র কয়টি রাজ্যকে কোভিড-এর উচ্চ কেস নিয়ে করোনা সংক্রমণের বিস্তার পর্যবেক্ষণ চালিয়ে যেতে বলেছে?
(ক) পাঁচটি
(খ) নয়টি
(গ) সাতটি
(ঘ) আটটি
উত্তরঃ (ক) পাঁচটি
প্রশ্নঃ সম্প্রতি নিচের কোন দেশের সরকারী কর্মকর্তা ভারতকে নিরাপত্তা প্রদান করতে বলেছে?
(ক) রাশিয়া
(খ) বাংলাদেশ
(গ) ইউক্রেন
(ঘ) জাপান
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ