LightBlog
West Bengal Class 9 Geography Suggestion 2023 | নবম শ্রেণীর ভূগোল সাজেশন ২০২৩ | নবম অধ্যায় | মানচিত্র ও স্কেল
Type Here to Get Search Results !

West Bengal Class 9 Geography Suggestion 2023 | নবম শ্রেণীর ভূগোল সাজেশন ২০২৩ | নবম অধ্যায় | মানচিত্র ও স্কেল

নবম অধ্যায়

মানচিত্র ও স্কেল

West Bengal Class 9 Geography Suggestion 2023 | নবম শ্রেণীর ভূগোল সাজেশন ২০২৩ | নবম অধ্যায় | মানচিত্র ও স্কেল
West Bengal Class 9 Geography Suggestion 2023 | নবম শ্রেণীর ভূগোল সাজেশন ২০২৩ | নবম অধ্যায় | মানচিত্র ও স্কেল

(১) নীচের বহুবিকল্পপ্রশ্নগুলির উত্তর দাও ঃ

(১.১) প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন – 

(ক) অ্যারিস্টোটল 

(খ) হোমার 

(গ) টলেমি 

(ঘ) এরাটোসথেনিস

উত্তরঃ- (গ) টলেমি

(১.২) কোন্‌ মানচিত্রে সমোন্নতি রেখা থাকে – 

(ক) টপোগ্রাফিক্যাল মানচিত্র 

(খ) মৌজা মানচিত্র 

(গ) বিষয়ানুগ মানচিত্র 

(ঘ) ভূপ্রাকৃতিক মানচিত্র

উত্তরঃ- (ক) টপোগ্রাফিক্যাল মানচিত্র

(১.৩) টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা কোন্‌ রঙে দেখানো হয় – 

(ক) লাল 

(খ) হলুদ 

(গ) নীল 

(ঘ) বাদামি

উত্তরঃ- (ঘ) বাদামি

(১.৪) কোন্‌ প্রকার স্কেলে মুখ্য ও গৌণ ভাগ থাকে – 

(ক) বিবৃতিমূলক স্কেল 

(খ) আয়তন স্কেল 

(গ) ভগ্নাংশসূচক স্কেল 

(ঘ) রৈখিক স্কেল

উত্তরঃ- (ঘ) রৈখিক স্কেল

(১.৫) যারা জমি মাপে তারা কোন মানচিত্রের সাহায্য নেয় – 

(ক) ভূপ্রাকৃতিক মানচিত্র 

(খ) মৌজা মানচিত্র 

(গ) মানচিত্র চার্ট 

(ঘ) টোপোগ্রাফিক্যাল মানচিত্র

উত্তরঃ- (খ) মৌজা মানচিত্র

(১.৬) ভারতের জনসংখ্যা মানচিত্র একটি – 

(ক) সাধারণ মানচিত্র 

(খ) মানচিত্র চার্ট 

(গ) বিষয়ানুগ মানচিত্র 

(ঘ) বিবৃতিমূলক মানচিত্র

উত্তরঃ- (গ) বিষয়ানুগ মানচিত্র 

(২) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-

(২.১) পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছিল?

উত্তরঃ- ব্যাবিলনে

(২.২) স্কেলের ভিত্তি অনুসারে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ- তিনভাগে

(২.৩) সমোন্নতি রেখা কোন্‌ মানচিত্রে দেখা যায়?

উত্তরঃ- ভূবৈচিত্রসূচক মানচিত্রে

(২.৪) টপোগ্রাফিক্যাল মানচিত্রের নীল রং এর সাহায্যে কি দেখা হয়?

উত্তরঃ- জলভাগ

(২.৫) ভারতের কোন্‌ সংস্থা ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রকাশ করে?

উত্তরঃ- সার্ভে অফ ইন্ডিয়া

(২.৬) কোন্‌ স্কেলটি সর্বজনীন স্কেল?

উত্তরঃ- ভগ্নাংশসূচক স্কেল

(২.৭) মানচিত্র সংকলিত পুস্তকটির নাম কি?

উত্তরঃ- অ্যাটলাস

(২.৮) নাবিক ও পাইলটদের জন্য তৈরি মানচিত্রের নাম কি?

উত্তরঃ- মানচিত্র চার্ট

(২.৯) টলেমি রচিত মানচিত্র গ্রন্থটির নাম কি?

উত্তরঃ- জিওগ্রাফিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close