প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা
(১) অধুনা শব্দটির অর্থ কি?
উত্তরঃ অধুনা শব্দটির অর্থ হলো আজকাল বা বর্তমান।
(২) কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
উত্তরঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন পলাশির হয়েছিল।
(৩) পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উতরঃ ১৫২৬ খ্রিস্টাব্দের ২১ এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল।
(৪) ঔরঙ্গজেব কবে মারা যায়?
উত্তরঃ ১৭০৭ খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যায়।
(৫) হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা?
উত্তরঃ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডয়া জেমস মিলের লেখা।
(৬) ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৮৫ সালে থিওজোফিক্যাল সোসাইটির কিছু অকাল্ট সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
(৭) ইতিহাসের উপাদান কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত তথ্য সূত্র কে বিচার বিশ্লেষণ ও মূল্যায়ন করে ইতিহাস রচিত হয়, সেগুলো কি ইতিহাসের উপাদান বলে।
(৮) সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তরঃ সাম্রাজ্যবাদ হল পররাজ্যের উপর অধিকার বিস্তারের নীতি।
(৯) জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে ভাগ করেছেন তা উল্লেখ করো।
উত্তরঃ জেমস মিল ভারতের ইতিহাস কে তিন ভাগে ভাগ করেছেন সেই তিনটি ভাগ হলো হিন্দু জগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যোগ।
(১০) ভারতবর্ষ কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৫ই আগস্ট ভারত বর্ষ স্বাধীনতা লাভ করে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ