ইতিহাসের ধারণা
প্রথম অধ্যায়
সপ্তম শ্রেণীর ইতিহাস
WB Class 7 History
(১) ইতিহাস এর যেকোনো দুটি উপাদানের নাম লেখ।
উত্তরঃ পুরোনো মূর্তি ও পুরোনো মুদ্রা।
(২) ইতিহাসে যুগ কয়টি ও কি কি?
উত্তরঃ ৩টি। যেমন - প্রচিনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগ।
(৩) গঙ্গাইকোন্ডচোল কোন রাজার উপাধি?
উত্তরঃ প্রথমরাজেন্দ্রর উপাধি।
(৪) কাকে ইতিহাসের জনক বলা হয়?
উত্তরঃ হেরোডোটাসকে
(৫) তামার গায়ে খোদিত লেখকে কি বলে?
উত্তরঃ তাম্রলেখ বলে।
(৬) তাজমহল কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান
(৭) ইতিহাসের উপাদান বলতে কী বোঝো?
উত্তরঃ সাধারণত যে উপাদানগুলি আমাদের ইতিহাস জানতে সাহায্য করে তাকে ইতিহাসের উপাধান বলে। যেমন - তাম্রলেখ, শিলালেখ, পুরানো মুদ্রা, মুর্তি ইত্যাদি।
(৮) শিলালেখ কি?
উত্তরঃ পাথরের উপরে লিখনিকে শিলালেখ বলে।
(৯) দুটি শিলালেখের নাম লেখ।
উত্তরঃ মুদ্রার উপরে লেখা ও পুরোনো মুর্তি
(১০) ভারতের ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ।
উত্তরঃ ঐতিহাসিকরা ইতিহাসকে সাধারন ভাবে তিনটি ভাগে ভাগ করেছেন। যেমন - প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগ। ঐতিহাসিকরা প্রাচীনকালের বিভিন্ন পুরানো মূর্তি, মুদ্রা, স্থাপত্য খুজেপেয়েছেন। আর মধ্যযুগে আগে অনেক বলতেন, সেসময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন। কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি। তবে আজকাল আর সেকথা মানা হয় না। আর আধুনিক যুগে মধ্যযুগের পর আজ পর্যন্ত সময়কালকে বলা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ