LightBlog
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED

HISTORY

Page - 264

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 264 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 264 Solved


বিভাগ - ক

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় - ১৯৬০-৭০ এর শতকে

১.২ ভারতীয়রা আলু খাওয়া শেখে - পর্তুগীজদের কাছ থেকে

১.৩ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় - ৫ই জুন

১.৪ সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক ছিলেন - দ্বরকানাথ বিদ্যাভূষণ

১.৫ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন - হরিনাথ মজুমদার

১.৬ বাংলা ভাষায় লিখিত প্রথম ঐতিহাসিক উপন্যাস - দূর্গেশনন্দিনী

১.৭ 'ফোর্ট উইলিয়াম কলেজ' প্রতিষ্ঠা করেন - লর্ড ওয়েলেসলি

১.৮ সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ হয় - ১৮২৯ খ্রিস্টাব্দে

১.৯ ইংরেজ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেন - ১৮৬৫ খ্রিস্টাব্দে

১.১০ রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন - নুরুলউদ্দিন

১.১১ খুৎকাটি প্রচলিত ছিল - মিন্ডা সমাজে

১.১২ ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন - সৈয়দ আহমেদ

১.১৩ ভারতের 'প্রথম ভাইসরয়' ছিলেন - লর্ড ক্যানিং


আরো পড়ুন ঃ

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED


১.১৪ 'জমিদার সভা' স্থাপিত হয় - ১৮৩৮ খ্রিস্টাব্দে

১.১৫ 'ভারতমাতা' চিত্রটি আঁকেন - অবনীন্দ্রনাথ ঠাকুর

১.১৬ 'বর্তমান ভারত' গ্রন্থের রচয়িতা - স্বামী বিবেকানন্দ


১.১৭ আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক বলা হয় - বিদ্যাসাগর

১.১৮ শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা - উইলিয়াম কেরি

১.১৯ আধুনিক রসায়ন শাস্ত্রের জনক বলা হয় - আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে

১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসাবে সরকারি অনুমোদন পায় - ১৯২১ খ্রিস্টাব্দে

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থটিরনাম লেখো।

উত্তরঃ রাজতরঙ্গিনী 

২.১.২ ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকার নাম লেখো।

উত্তরঃ হিন্দু প্যাট্রিয়ট 

২.১.৩ ডিরোজিও কে ছিলেন?

উত্তরঃ হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ।

২.১.৪ নীলবিদ্রোহের একজন নেতার নাম লেখো।

উত্তরঃ বিশ্বচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলাধুলার ইতিহাস চর্চার সাথে যুক্ত।

উত্তরঃ ঠিক

২.২.২ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলেন কেশবচন্দ্র সেন।

উত্তরঃ ভুল

২.২.৩ সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন স্বামী বিবেকানন্দ।

উত্তরঃ ভুল

২.২.৪ কলকাতা বিশ্ববিদ্যায়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়।

উত্তরঃ ভুল


উপবিভাগ ২.৩ 

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ

২.৩.১  বারাসত বিদ্রোহ

২.৩.২ রানী লক্ষ্মীবাঈ

২.৩.৩ রোনাল্ড রস

২.৩.৪ চার্লস উইলকিন্স

‘খ’ স্তম্ভ 

(১) বাংলার মুদ্রণ শিল্পের জনক

(২) ম্যালেরিয়া

(৩) ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ

(৪) তিতুমির

উত্তরঃ ২.৩.১ বারাসত বিদ্রোহ - (৪) তিতুমির

২.৩.২ রানী লক্ষ্মীবাঈ - (৩) ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ

২.৩.৩ রোনাল্ড রস - (২) ম্যালেরিয়া

২.৩.৪ চার্লস উইলকিন্স - (১) বাংলার মুদ্রণ শিল্পের জনক

 

উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১  কোল বিদ্রোহের একটি এলাকা।

২.৪.২ সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা।

২.৪.৩ চুয়াড় বিদ্রোহের একটি এলাকা।

২.৪.৪ মুণ্ডা বিদ্রোহের একটি এলাকা।

উত্তরঃ


উপবিভাগ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : আত্মজীবনী ও স্মৃতিকথা হল এক ধরনের সাহিত্য।

ব্যাখ্যা ১ : যেখানে লেখক তার জীবনের ঘটনার বিবরণ দিয়েছেন।

ব্যাখ্যা ২ : যেখানে লেখক শুধু সাহিত্য রচনা করেছেন।

ব্যাখ্যা ৩ : লেখকের বর্ণনায় সমকালীন সমাজচিত্র ফুটে উঠেছে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : লেখকের বর্ণনায় সমকালীন সমাজচিত্র ফুটে উঠেছে।

২.৫.২ বিবৃতি : কালীপ্রসন্ন সিংহ রচিত ‘হুতোম প্যাঁচার নকশা” একটি উৎকৃষ্ট রচনা -

ব্যাখ্যা ১ : এটি প্যাঁচার ওপর লেখা মূল্যবান গ্রন্থ।

ব্যাখ্যা ২ : এটি একটি উপন্যাস।

ব্যাখ্যা ৩ : সমসাময়িক কলকাতার সমাজ জীবনের সুস্পষ্ট প্রতিফলন এতে দেখা যায়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : সমসাময়িক কলকাতার সমাজ জীবনের সুস্পষ্ট প্রতিফলন এতে দেখা যায়।

২.৫.৩ বিবৃতি : উনিশ শতকের নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল -

ব্যাখ্যা ১ : নারীদের সামাজিক উন্নয়ন।

ব্যাখ্যা ২ : নারীশিক্ষার প্রচলন।

ব্যাখ্যা ৩ : নারীদের নৈতিক উন্নতি।

উত্তরঃ ব্যাখ্যা ২ : নারীশিক্ষার প্রচলন।

২.৫.৪ বিবৃতি : ১৮৭৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করা হয় -

ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকার দমননীতির মাধ্যমে অরণ্যের উপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল।

ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকার অরণ্যকে কৃষি জমিতে রূপান্তরিত করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩ : সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশ সরকার বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল।   উত্তরঃ ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকার দমননীতির মাধ্যমে অরণ্যের উপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close