MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 102 SOLVED
Geography
Page - 102
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে বলে - পর্যায়ন
১.২ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে - দোয়াব
১.৩ সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে - ফিয়র্ড
১.৪ বায়ুমন্ডলের কোন স্তরটি মেরুজ্যোতি সৃষ্টির কারণ - আয়নোস্ফিয়ার
১.৫ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবাতকে বলে - হ্যারিকেন
১.৬ যে অবস্থানে চাঁদ পৃথিবীর সূর্য একই সরলরেখার অবস্থান করে তাকে বলে - সিজিগি
১.৭ দূষিত বায়ুকে শুদ্ধ করার পদ্ধতিটি হলো - স্ক্রাবার
১.৮ যে গিরিপথটি শ্রীনগর ও জম্মুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে - বানিহাল
১.৯ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে - কঙ্কন
১.১০ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল - কোলেরু
১.১১ ছোটনাগপুর মালভূমতে সৃষ্টি হয়েছে - ক্রান্তীয় পর্ণপোচী অরণ্য
১.১২ চেন্নাই-এর টাইডেল পার্ক যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হল - তথ্যপ্রযুক্তি শিল্প
১.১৩ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্য হল - তামিলনাড়ু
১.১৪ উপগ্রহ চিত্রের ছদ্ম রঙে লাল রং-এ চেনা যায় - সবুজ উদ্ভিদ
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ - খ
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ পার্বত্য এলাকায় হিমরেখাগুলি সবসময় স্থির থাকে।
উত্তরঃ অ
২.১.২ সিফ বালিয়াড়ি দেখতে অর্ধ চন্দ্রকার।
উত্তরঃ অ
২.১.৩ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে।
উত্তরঃ অ
২.১.৪ ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে।
উত্তরঃ শু
২.১.৫ লৌহ ইস্পাত শিল্প একটি স্থানু শিল্পের উদাহরণ।
উত্তরঃ শু
২.১.৬ NH-44 হল ভারতের দীর্ঘতম সড়কপথ।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ - স্পুটনিক।
উত্তরঃ অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম ____________।
উত্তরঃ আলাস্কার হুবার্ড
২.২.২ প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা দ্বারা গঠিত টিলাগুলিকে __________ বলে।
উত্তরঃ ইনসেলবার্স
২.২.৩ পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করার সময় যে জোয়ার হয় তাকে ___________ বলে।
উত্তরঃ অ্যাপোজিয়াম
২.২.৪ __________ পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ।
উত্তরঃ আনামুদি
২.২.৫ জায়িদ শস্য চাষ করা হয় __________ কালে।
উত্তরঃ গ্রীষ্মকালে
২.২.৬ উন্নয়নের জীবনরেখা বলা হয় __________ পথকে।
উত্তরঃ জলপথকে
২.২.৭ ভারতের ডেট্রয়েট নামে পরিচিত __________ শহর।
উত্তরঃ চেন্নাই
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ হিমবাহের সঞ্চয়কাজের ফলে গঠিত ডিমের ঝুড়ির মতো ভূমিরূপটির নাম লেখো।
উত্তরঃ ড্রামলিন
২.৩.২ নদীর পুরোনো ও নতুন ঢালের ছেদবিন্দুতে কী গঠিত হয়?
উত্তরঃ জলপ্রপাত
২.৩.৩ বায়ুর চরম আর্দ্রতার একক কী?
উত্তরঃ গ্রাম/ঘনসেমি
২.৩.৪ কোন সমুদ্রস্রোতের প্রভাবে লন্ডনের জলবায়ু উষ্ণ হয়?
উত্তরঃ উষ্ণ উপসাগরীয় স্রোত
২.৩.৫ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কী?
উত্তরঃ ভাকরা-নাঙ্গাল
২.৩.৬ ভারতের সর্বাধিক মৃত্তিকা ক্ষ্যপ্রবণ রাজ্য কোন্টি?
উত্তরঃ মেঘালয়
২.৩.৭ ভারতের সবুজ বিপ্লবের সুফল কোন্ শস্যের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়?
উত্তরঃ গম
২.৩.৮ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কী?
উত্তরঃ পিক্সেল
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক
২.৪.১ পেট্রোরসায়ন শিল্প
২.৪.২ অরণ্য গবেষণাগার
২.৪.৩ সিয়াচেন
২.৪.৪ চা গবেষণাগার
ডানদিক
(১) জোরহাট
(২) কারাকোরাম
(৩) দেরাদুন
(৪) কয়ালি
উত্তরঃ ২.৪.১ পেট্রোরসায়ন শিল্প - (৪) কয়ালি
২.৪.২ অরণ্য গবেষণাগার - (৩) দেরাদুন
২.৪.৩ সিয়াচেন - (২) কারাকোরাম
২.৪.৪ চা গবেষণাগার - (১) জোরহাট
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ