MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 125 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 125 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 125 SOLVED

Geography

Page - 125

Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 125
Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 125


বিভাগ - ক

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ প্লাবন ভূমি, বদ্বীপ ইত্যাদি সঞ্চয়জাত ভূমিরূপ যে পদ্ধতিতে সৃষ্টি হয় তা হল - আরোহণ

১.২ জলপ্রপাতের নীচে বিশালাকার গর্তকে বলে - প্রপাত কূপ

১.৩ চলমান বালিয়াড়িগুলিকে বলে - ধ্রিয়ান

১.৪ উল্কা পিন্ড পুড়ে ছাই হয় - মেসোস্ফিয়ারে

১.৫ মৌসুমী বায়ুর প্রভাবে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় - ভারত

১.৬ প্রতিযোগ অবস্থানের সময় থাকে - পূর্ণিমা

১.৭ স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহৃত হয় - বায়ুদূষণ নিয়ন্ত্রণে

১.৮ 'ভারতে নায়াগ্রা' বলা হয় - চিত্রকূট

১.৯ ভোরঘাট গ্যাপ অবস্থিত - পুণে

১.১০ ভারতে সর্বাধিক রাগি চাষ হয় - কর্ণাটক

১.১১ ২০১১ জনগণনা অনুসারে ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা হল - ৯৪০ জন

১.১২ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত - পেরাম্বুর

১.১৩ ভারতের কোন জাতীয় সড়কের নাম হল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড - NH-2

১.১৪ ভারতের ভূবৈচিত্রসূচক মানচিত্র তৈরি করে - SOI

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ টাইফুন নামে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটি চীন সাগরে দেখা যায়।

উত্তরঃ শু

২.১.২ হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে।

উত্তরঃ শু

২.১.৩ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শিশির জমার সম্ভাবনা বাড়ে।

উত্তরঃ শু

২.১.৪ গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তি।

উত্তরঃ শু

২.১.৫ লাদাখ মালভূমি প্রকৃতপক্ষে লাভা মালভূমি।

উত্তরঃ অ

২.১.৬ গোয়াকে 'আরব সাগরের রানী' বলে।

উত্তরঃ অ

২.১.৭ একটি জিওস্টেশনারি উপগ্রহ হল INSAT।

উত্তরঃ শু


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ মন্থকূপ নদীর __________ গতিতে দেখা যায়।

উত্তরঃ উচ্চ

২.২.২ ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে __________ বলে।

উত্তরঃ অ্যানাবেটিক বায়ু

২.২.৩ ওজনস্তরের ঘনত্ব ________ এককের সাহায্যে মাপা হয়।

উত্তরঃ ডবসন

২.২.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল ___________।

উত্তরঃ ইউরেনিয়াম

২.২.৫ নাগার্জুন সাগর প্রকল্পটি __________ নদীর উপর অবস্থিত।

উত্তরঃ কৃষ্ণা

২.২.৬ __________ কে ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলে।

উত্তরঃ আমেদাবাদ

২.২.৭ ভারত-পাকিস্তানের সীমারেখা __________ নামে খ্যাত।

উত্তরঃ র‍্যাডক্লিফ

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ নদীপ্রবাহ পরিমাপের একককে কি বলে?

উত্তরঃ কিউসেক/কিউমেক

২.৩.২ 'লোয়েশ' শব্দটির অর্থ কী?

উত্তরঃ স্থানচ্যুত বস্তু

২.৩.৩ স্থলবায়ুর সর্বাধিক বেগ কখন দেখা যায়?

উত্তরঃ ভোরবেলায়

২.৩.৪ কোন স্থানীয় বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত?

উত্তরঃ হারমাট্টানকে

২.৩.৫ ম্যানিওর পিট কী?

উত্তরঃ ম্যানিওর পিট হলো একধরণের আবর্জনা জমাকরন প্রক্রিয়া যা মাটিতে গর্ত করে জমা করা হয় এবং পচনের পর তা থেকে জৈব সার তৈরি করা হয়। এতে আবর্জনার দূষণ থেকে যেমন রেহাই পাওয়া যায়, তেমনি জৈব সার পেয়ে রাসায়নিক সারের খরচ বাঁচিয়ে আর্থিক লাভবান হওয়া যায়।


২.৩.৬ ভারতের 'সিলিকন ভ্যালি' কাকে বলে?

উত্তরঃ ব্যাঙ্গালুরু

২.৩.৭ হীরক চতুর্ভুজ কথাটি কোন পরিবহণের সাথে যুক্ত?

উত্তরঃ রেলপথ

২.৩.৮ একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো।

উত্তরঃ ফটোগ্রাফিক ক্যামেরা


২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

২.৪.১ মালাবার উপকূল

২.৪.২ টেলকো

২.৪.৩ কার্পাস

২.৪.৪ আরাবল্লী

ডানদিক

(১) জামশেদপুর

(২) গুরু শিখর

(৩) কয়াল

(৪) বল-উই-ভিল

উত্তরঃ ২.৪.১ মালাবার উপকূল - (৩) কয়াল

২.৪.২ টেলকো - (১) জামশেদপুর

২.৪.৩ কার্পাস - (৪) বল-উই-ভিল

২.৪.৪ আরাবল্লী - (২) গুরু শিখর

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close