MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 151 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 151 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 151 SOLVED

Geography

Page - 151

Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 151
Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 151


বিভাগ - ক

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বহির্জাত প্রক্রিয়া হল - আবহবিকার

১.২ লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল - দ্রবণ ক্ষয়

১.৩ মরু ও মরু প্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে - প্লায়া

১.৪ চিনসাগরের বিধ্বংসী ঝড়কে - টাইফুন

১.৫ কোন মহাসাগরে 'শৈবাল সাগর' সৃষ্টি হয়েছে - আটলান্টিক

১.৬ মুখ্য ও গৌণ জোয়ারের সধ্যে সময়ের পার্থক্য প্রায় - ৬ ঘন্টা ১৩ মিনিট

১.৭ ল্যান্ডফিলিং থেকে উৎপন্ন গ্যাস হল - অ্যামোনিয়া

১.৮ ভারতবর্ষের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু - কন্যাকুমারিকা

১.৯ ভারতের বৃহত্তম কয়াল - ভেম্বনাদ

১.১০ ছোটনাগপুর মালভূমি একটি - ব্যবচ্ছিন্ন

১.১১ 'ভাকরা নাঙ্গাল' নদী পরিকল্পনা যে নদীর ওপর গড়ে উঠেছে তা হলো - শতদ্রু

১.১২ ভারতের উত্তর ভাগের নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলে - বেট

১.১৩ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য - অরুণাচল প্রদেশ

১.১৪ মহাকাশে কৃত্রিক উপগ্রহ যেখানে রাখা হয় তাকে বলা হয় - প্লাটফর্ম

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়।

উত্তরঃ অ

২.১.২ বালুকাময় মরুভূমিকে হামাদা বলে।

উত্তরঃ শু

২.১.৩ এল-নিনোর প্রভাবে ভারতে বৃষ্টির পরিমাণ বেশি হয়।

উত্তরঃ অ

২.১.৪ ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলে ই-বর্জ্য।

উত্তরঃ শু

২.১.৫ তুলো উৎপাদন হয় রেটুন পদ্ধতির সাহায্যে।

উত্তরঃ অ

২.১.৬ ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে।

উত্তরঃ শু

২.১.৭ Survey of India এর সদর দপ্তর রয়েছে দেরাদুনে।

উত্তরঃ শু

২.১.৮ শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে।

উত্তরঃ শু


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ __________ ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।

উত্তরঃ গৌড়

২.২.২ দুটি নদীর মধ্যবর্তী উঁচু স্থানকে ________ বলে।

উত্তরঃ জলবিভাজিকা

২.২.৩ মরা জোয়ার সৃষ্টি হয় __________ তিথিতে।

উত্তরঃ পূর্ণিমা

২.২.৪ আর্সেনিক দূষণে __________ রোগ সৃষ্টি হয়।

উত্তরঃ ব্ল্যাকফুট

২.২.৫ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় __________ শহরকে।

উত্তরঃ ব্যাঙ্গালুরু



২.২.৬ __________ বায়ু ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে।

উত্তরঃ মৌসুমী

২.২.৭ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ __________।

উত্তরঃ আর্যভট্ট

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ অ্যারোসেল কাকে বলে?

উত্তরঃ অ্যারোসল হল বায়ু বা অন্য কোন গ্যাসে সূক্ষ্ম কঠিন কণা বা তরল ফোঁটার সাসপেনশন। অ্যারোসল প্রাকৃতিক বা মানবসৃষ্ট হতে পারে। প্রাকৃতিক অ্যারোসলের উদাহরণ হল কুয়াশা, ধুলো, বন উচ্ছ্বাস এবং গিজার বাষ্প। মানবসৃষ্ট অ্যারোসলের উদাহরণ হল বায়ু দূষণ এবং ধোঁয়া।

২.৩.২ ইনসেলবার্জ কোন অঞ্চলে দেখা যায়?

উত্তরঃ মরু অঞ্চলে

২.৩.৩ দুটি গ্রীন-হাউস গ্যাসের নাম লেখো।

উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড, মিথেন

২.৩.৪ তাল কথার অর্থ কী?

উত্তরঃ হ্রদ

২.৩.৫ নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে ফাঁক কি নামে পরিচিত?

উত্তরঃ পালঘাট

২.৩.৬ দক্ষিণ ভারতে মূলত কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলে?

উত্তরঃ চেরি ব্লুসম্‌

২.৩.৭ GIS বলতে কী বোঝো?

উত্তরঃ ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। এর ইংরেজি প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয়।


২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

২.৪.১ নাগপুর

২.৪.২ খাদার

২.৪.৩ কারেওয়া

২.৪.৪ ন্যাপথা

ডানদিক

(১) কাশ্মীর উপত্যকা

(২) পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল

(৩) কার্পাস গবেষণার

(৪) নবীন পলিমাটি অঞ্চল

উত্তরঃ ২.৪.১ নাগপুর - (৩) কার্পাস গবেষণার

২.৪.২ খাদার - (৪) নবীন পলিমাটি অঞ্চল

২.৪.৩ কারেওয়া - (১) কাশ্মীর উপত্যকা

২.৪.৪ ন্যাপথা - (২) পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close