MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 172 SOLVED
Geography
Page - 172
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে - আরোহণ
১.২ পলল ব্যজনী গড়ে ওঠে - পর্বত পাদদেশে
১.৩ ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপকে বলে - ড্রামলিন
১.৪ পেডিমেন্ট অঞ্চলের অনুচ্চ টিলা হল - ইনসেলবার্জ
১.৫ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে বলে - হ্যারকেন
১.৬ একটি শীতল স্থানীয় বায়ু হল - চিনুক
১.৭ একটি তেজস্ক্রিয় বর্জ্য হল - ইউরেনিয়াম
১.৮ ভারতের উত্তর দক্ষিণে দৈর্ঘ্য প্রায় - ৩২১৪ কিমি
১.৯ ভারতের দীর্ঘতম হিমবাহ অবস্থিত - কারাকোরামে
১.১০ মালাবার উপকূলের অগভীর হ্রদ কী নামে পরিচিত? - কয়াল
১.১১ বৃষ্টির জল সংরক্ষণ ভারতের সর্বাধিক আগ্রণী রাজ্যটি হল - তামিলনাড়ু
১.১২ ভারতে যে প্রাকৃতিক স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সর্বাধিক তা হলো - আর্দ্র পর্নপোচী
১.১৩ কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় - পেট্রোরসায়ন
১.১৪ মিলিয়ন শিট এর বিস্তৃতি হল - ৪ডিগ্রী✖৪ডিগ্রী
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ - খ
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ গঙ্গা নদীর বদ্বীপ পাখির মায়ের মত দেখতে।
উত্তরঃ অ
২.১.২ হিমসিঁড়িতে জল জমে প্যাটার্নস্টার হ্রদের সৃষ্টি হয়।
উত্তরঃ শু
২.১.৩ পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে প্রতিযোগ বলে।
উত্তরঃ শু
২.১.৪ ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়।
উত্তরঃ অ
২.১.৫ রাজস্থানের চলমান বালিয়াড়ি হলো ধান্দ।
উত্তরঃ অ
২.১.৬ ভারতের সর্বপ্রথম মুম্বাই-এ মেট্রোরেল চালু হয়।
উত্তরঃ অ
২.১.৭ ল্যাটেরাইট মাটি তুলা চাষের উপযোগী।
উত্তরঃ অ
২.১.৮ 'ভারতের ডেট্রয়েট' বলা হয় চেন্নাইকে।
উত্তরঃ শু
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ জার্মান শব্দ 'লোয়েস' এর অর্থ ___________।
উত্তরঃ আলগা বা পতিত হওয়া
২.২.২ জেট বায়ু প্রবাহিত হয় বায়ুমন্ডলের ___________ স্তরের ঊর্ধ্বসীমায়।
উত্তরঃ ট্রাপস্ফিয়ার
২.২.৩ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল __________।
উত্তরঃ মিথেন
২.২.৪ এল-নিনো শব্দটির অর্থ __________।
উত্তরঃ "বালক" বা "যীশুর ছেলে"
২.২.৫ মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হল ____________।
উত্তরঃ মালচিং পদ্ধতির ব্যবহার
২.২.৬ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে _______।
উত্তরঃ পিক্সেল
২.২.৭ ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর অবস্থিত ________।
উত্তরঃ কলকাতায়
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ শিলাময় মরুভূমি কী নামে পরিচিত?
উত্তরঃ হামাদা
২.৩.২ জলপ্রপাতের তলদেশে সৃষ্টি গর্তকে কি বলে?
উত্তরঃ প্রপাতকূপ
২.৩.৩ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।
উত্তরঃ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল
২.৩.৪ ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কী?
উত্তরঃ রাজস্থান
২.৩.৫ ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো।
উত্তরঃ বিশাপত্তানাম
২.৩.৬ ২০২২ সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত?
উত্তরঃ ১০০০ : ৯৪০
২.৩.৭ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উত্তরঃ কয়েম্বাটোর
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক
২.৪.১ দেরাদুন
২.৪.২ ব্রহ্মপুত্র
২.৪.৩ কার্পাস চাষ
২.৪.৪ নদীবাঁক
ডানদিক
(১) কৃষ্ণমৃত্তিকা
(২) মিয়েন্ডার
(৩) শিবালিক হিমালয়
(৪) ধানসিঁড়ি
উত্তরঃ ২.৪.১ দেরাদুন - (৩) শিবালিক হিমালয়
২.৪.২ ব্রহ্মপুত্র - (৪) ধানসিঁড়ি
২.৪.৩ কার্পাস চাষ - (১) কৃষ্ণমৃত্তিকা
২.৪.৪ নদীবাঁক - (২) মিয়েন্ডার
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ