MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 195 SOLVED
Geography
Page - 195
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ক্যানিয়ন দেখা যায় - শুষ্ক মরুপ্রায়
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে - ক্রেভাস
১.৩ তরবারির ন্যায় বালির শৈলশিলাকে বলে - সিফ
১.৪ উল্কাপিন্ড পুড়ে ছাই হয় যে স্তরে - মেসোস্ফিয়ার
১.৫ চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী সবচেয়ে দূরবর্তী অবস্থানকে বলে - অ্যাপোজি
১.৬ ল্যাব্রাডোর স্রোত প্রবাহিত হয় - আটলান্টিক
১.৭ নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব ভঙ্গুর বর্জ্য - কাগজ
১.৮ পুনর্গঠনের প্রধান ভিত্তি - ভাষা
১.৯ বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্থ উপত্যকার নাম - নর্মদা উপত্যকা
১.১০ শিবসমুদ্রম জলপ্রপাত - কাবেরী
১.১১ ভারতে মৃত্তিকা গবেষণাগার অবস্থিত - দেরাদুনে
১.১২ রেটুন প্রথা প্রয়োগ করা হয় - ইক্ষু চাষে
১.১৩ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় - বেঙ্গালুরু
১.১৪ ভারত থেকে প্রেরিত কৃত্রিক উপগ্রহ - IRS
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ - খ
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ পার্বত্য প্রবাহে নদীর পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি হয়।
উত্তরঃ শু
২.১.২ হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে।
উত্তরঃ অ
২.১.৩ পশ্চিম ভারতের ধূলিঝড়কে লু বলা হয়।
উত্তরঃ অ
২.১.৪ এল-নিনো প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে।
উত্তরঃ শু
২.১.৫ ভারতে সর্বাধিক পরিমাণে দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য।
উত্তরঃ শু
২.১.৬ শিকড় আলগা শিল্প বলা হয় লৌহ-ইস্পাত শিল্পকে।
উত্তরঃ অ
২.১.৭ সমোন্নতি রেখা দেখাতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কালো রঙ ব্যবহার করা হয়।
উত্তরঃ অ
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি __________ আকৃতির হয়।
উত্তরঃ U
২.২.২ বালুকাময় মরুভূমি সাহারায় __________ আর্গ নামে পরিচিত।
উত্তরঃ আর্গ
২.২.৩ জাপান ও চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে __________ বলে।
উত্তরঃ টাইফুন
২.২.৪ __________ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়।
উত্তরঃ অমাবস্যা
২.২.৫ গ্যাসীয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার একটি পদ্ধতি হল ___________।
উত্তরঃ স্ক্রাবার
২.২.৬ দেবপ্রয়াগে ভাগীরথী ও __________ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।
উত্তরঃ অলকানন্দা
২.২.৭ ভারতের সর্বাধিক জনবহুল শহর ___________।
উত্তরঃ মুম্বাই
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ জলপ্রপাত তলদেশে সৃষ্টি গর্তকে কী বলে?
উত্তরঃ প্রপাতকূপ
২.৩.২ বায়ুচাপ মাপার একক কী?
উত্তরঃ মিলিবার
২.৩.৩ উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী বিভাজনরেখা কী নামে পরিচিত?
উত্তরঃ হিমপ্রাচীর
২.৩.৪ একটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও।
উত্তরঃ ইনজেকশন সিরিঞ্জ
২.৩.৫ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ গোদাবরী
২.৩.৬ প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ মৌসুমী
২.৩.৭ ভারতের কাশ্মীর উপত্যকার মাটিকে স্থানীয় ভাষায় কী নামে ডাকা হয়?
উত্তরঃ কারেঞ্জী
২.৩.৮ ভারতের উপগ্রহ গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যাঙ্গালুরু
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক
২.৪.১ লোয়েস
২.৪.২ বছরে দুবার বৃষ্টিপাত
২.৪.৩ ভারতের ম্যাঞ্চেস্টার
২.৪.৪ কার্পাস গাছের পোকা
ডানদিক
(১) বলউইভিল
(২) আমেদাবাদ
(৩) করমন্ডল উপকূল
(৪) বায়ুর সঞ্চয়কার্য
উত্তরঃ ২.৪.১ লোয়েস - (৪) বায়ুর সঞ্চয়কার্য
২.৪.২ বছরে দুবার বৃষ্টিপাত - (৩) করমন্ডল উপকূল
২.৪.৩ ভারতের ম্যাঞ্চেস্টার - (২) আমেদাবাদ
২.৪.৪ কার্পাস গাছের পোকা - (১) বলউইভিল
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ