MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 224 SOLVED
Geography
Page - 224
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল - নদী
১.২ সমুদ্রোপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে - ফিয়র্ড
১.৩ 'প্রাকৃতিক সৌরপর্দা' বলা হয় - ওজোনোস্ফিয়ারকে
১.৪ উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক - ব্যস্থানুপাতিক
১.৫ শৈবাল সাগর দেখা যায় - আটলান্টিক
১.৬ পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে - প্রতিযোগ
১.৭ জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায়, তার নাম - বায়োগ্যাস
১.৮ ভারতের পশ্চিম উপকূলের উপহ্রদগুলি হল - কয়াল
১.৯ যে নদীর প্রবাহপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত তা হল - কাবেরী
১.১০ আম্রবৃষ্টি দেখা যায় - দক্ষিণ ভারতে
১.১১ স্থানান্তর কৃষিকে ভারতে বলা হয় - ঝুম
১.১২ ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় - পশ্চিমবঙ্গে
১.১৩ হীরক চর্তুভূজ বিষয়টি যে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত - রেল
১.১৪ সূর্য সমলয় উপগ্রহগুলি - উত্তর থেকে দক্ষিণে ঘুরছে
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ - খ
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ জলপ্রপাতের নীচে সৃষ্ট গর্তকে বলে প্রপাতকূপ।
উত্তরঃ শু
২.১.২ মেসোস্ফিয়ারের নীচের অংশকে বলে আয়নোস্ফিয়ার।
উত্তরঃ অ
২.১.৩ লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়।
উত্তরঃ অ
২.১.৪ গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি হল কম্পোস্টিং।
উত্তরঃ অ
২.১.৫ নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত।
উত্তরঃ শু
২.১.৬ ভারতের একটি শীতল মরু মালভূমি লাডাক।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের রূঢ় বলা হয় ভিলাইকে।
উত্তরঃ অ
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ বরফহীন পর্বত শিখরকে __________ বলে।
উত্তরঃ নুনাটাকস
২.২.২ বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় __________।
উত্তরঃ ১০০%
২.২.৩ উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে __________।
উত্তরঃ হিমপ্রাচীর
২.২.৪ ফ্লাই অ্যাশ এক ধরনের __________ বর্জ্য।
উত্তরঃ কঠিন
২.২.৫ __________ হল ভারতের বৃহত্তম হিমবাহ।
উত্তরঃ সিয়াচেন
২.২.৬ উচ্চ গঙ্গা সমভূমির নতুন পলিমাটিকে __________ বলে।
উত্তরঃ খাদার
২.২.৭ কোনো Soft Copy-র ক্ষুদ্রতম অংশকে বলে __________।
উত্তরঃ পিক্সেল
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ শিলাময় মরুভূমিকে কী বলে?
উত্তরঃ হামাদা
২.৩.২ তুষার ভক্ষম কোন বায়ুকে বলে?
উত্তরঃ চিনুক
২.৩.৩ পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কি বলে?
উত্তরঃ প্রতিযোগ অবস্থাম
২.৩.৪ ভারতের নবতম রাজ্য কোন্টি?
উত্তরঃ তেলেঙ্গনা
২.৩.৫ রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ?
উত্তরঃ পার্বত্য
২.৩.৬ ভারতের একটি শুল্কমিক্ত বন্দরের নাম লেখো।
উত্তরঃ কান্দালা
২.৩.৭ ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম?
উত্তরঃ সিকিম
২.৩.৮ Survey of India -এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ দেরাদুন
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক
২.৪.১ গুরুশিখর
২.৪.২ কেন্দ্রীয় কৃষি গবেষণাগার
২.৪.৩ স্যাডেল পিক
২.৪.৪ ক্রান্তীয় ঘূর্ণবাত
ডানদিক
(১) পুসা
(২) টর্নেডো
(৩) আরাবল্লী পর্বত
(৪) আন্দামান
উত্তরঃ ২.৪.১ গুরুশিখর - (৩) আরাবল্লী পর্বত
২.৪.২ কেন্দ্রীয় কৃষি গবেষণাগার - (১) পুসা
২.৪.৩ স্যাডেল পিক - (৪) আন্দামান
২.৪.৪ ক্রান্তীয় ঘূর্ণবাত - (২) টর্নেডো
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ