MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 246 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 246 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 246 SOLVED

Geography

Page - 246

Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 246
Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 246


বিভাগ - ক

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে - জলবিভাজকা

১.২ মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত উচ্চভূমির চূড়াকে বলা হয় - নুনাটাকস

১.৩ শান্তমন্ডল বলা হয় - স্ট্যাটোস্ফিয়ারকে

১.৪ গর্জনশীল চল্লিশা হল - ৪০ ডিগ্রী উত্তর অক্ষাংশ

১.৫ উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক - ব্যস্তানুপাতিক

১.৬ মরা কোটাল হয় - শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে

১.৭ ফ্লাই অ্যাশ কী প্রকার বর্জ্যের উদাহরণ - শিল্প

১.৮ সিন্ধু সমভূমির নবীন পলি গঠিত সমভূমিকে - বেট

১.৯ অসমে কালবৈশাখী কি নামে পরিচিত - বরদৈছিলা

১.১০ পার্বত্য অঞ্চলের মাটি প্রধানত - অম্লধর্মী

১.১১ ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত - জোড়হাটে

১.১২ ভারতের প্রধান প্রশাসনিক শহর হল - দিল্লী

১.১৩ ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত - বেঙ্গালুরু

১.১৪ ডিগ্রী শিটের R.F হল - 1 : 2,50,000

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ সুবর্ণরেখা নদীর উপর দশম জলপ্রপাত অবস্থিত।

উত্তরঃ অ

২.১.২ 'ফন' একপ্রকার শীতল স্থানীয় বায়ু।

উত্তরঃ অ

২.১.৩ পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে পেরিজি অবস্থান বলে।

উত্তরঃ অ

২.১.৪ ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ।

উত্তরঃ অ

২.১.৫ গোমতী হল গঙ্গা নদীর ডানতীরের একটি উপনদী।

উত্তরঃ অ

২.১.৬ একটি অবিশুদ্ধ কাঁচামাল হল কয়লা।

উত্তরঃ শু

২.১৭ SPOT হল ফ্রান্স থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ।

উত্তরঃ শু

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ __________ হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক।

উত্তরঃ জে ডব্লিউ পাওয়েল

২.২.২ শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুর চাপ __________ হয়।

উত্তরঃ বেশি

২.২.৩ নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতল ল্যাব্রাডার স্রোত ও ____________ স্রোতের মিলনে কুয়াশা ও ঝড় - ঝঞ্ঝার সৃষ্টি হয়।

উত্তরঃ উষ্ণ উপসাগরীয়


২.২.৪ কৃষিজাত বর্জ্য এক প্রকার _________ ভোঙ্গুর।

উত্তরঃ জৈব

২.২.৫ __________ ভারতের উচ্চতম গিরিপথ।

উত্তরঃ ডুংরিলা বা মানা

২.২.৬ কোনো দেশের ভূমির মোট আয়তনের __________ শতাংশে বনভূমি থাকা উচিত।

উত্তরঃ ৩৩

২.২.৭ ভারতের দীর্ঘতম সড়ক পথের প্রস্তাবিত নতুন নম্বর হল __________।

উত্তরঃ NH-44

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ নিউমূর দ্বীপটি কোন্‌ নদীর মোহনায় অবস্থিত?

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা

২.৩.২ বৃষ্টিচ্ছায় অঞ্চল পর্বতের কোন ঢালে দেখা যায়?

উত্তরঃ অনুবাত

২.৩.৩ তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কী?

উত্তরঃ পারমানবিক বিদ্যুৎ

২.৩.৪ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ গুরুশিখর

২.৩.৫ ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কী?

উত্তরঃ রাজস্থান খাল

২.৩.৬ ICAR -এর পুরো নাম কী?

উত্তরঃ Indian council of agriculture Research

২.৩.৭ দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দরের নাম কী?

উত্তরঃ চেন্নাই

২.৩.৮ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়?

উত্তরঃ বাদামি

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

২.৪.১ বৃষ্টিচ্ছায় অঞ্চল

২.৪.২ আম্রবৃষ্টি

২.৪.৩ খাদার

২.৪.৪ ক্যাকটাস

ডানদিক

(১) নবীন পলিমাটি

(২) মরু উদ্ভিদ

(৩) শিলং

(৪) দক্ষিণ ভারত

উত্তরঃ ২.৪.১ বৃষ্টিচ্ছায় অঞ্চল - (৩) শিলং

২.৪.২ আম্রবৃষ্টি - (৪) দক্ষিণ ভারত

২.৪.৩ খাদার - (১) নবীন পলিমাটি

২.৪.৪ ক্যাকটাস - (২) মরু উদ্ভিদ

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close