LightBlog
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 267 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 267 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 267 SOLVED

Geography

Page - 267

Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 267
Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 267


বিভাগ - ক

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতি শক্তি ভূপৃষ্ঠের উপরিভাগের পরিবর্তন ঘটায় তাকে বলে - বহির্জাত প্রক্রিয়া

১.২ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল - দ্রবণ

১.৩ হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল - হাইড্রোজেন স্তর

১.৪ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় - হাইগ্রোমিটার

১.৫ এল-নিনোর প্রভাব কোন মহাসাগরে হয় - প্রশান্ত

১.৬ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম তখন কোন জোয়ারের সৃষ্টি হয় - পেরিজি জোয়ার

১.৭ বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল - সবগুলিই প্রযোজ্য

১.৮ ভারতের নবীনতম রাজ্যটি হল - তেলেঙ্গানা

১.৯ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদক্ষেপ হল - ফালিচাষ

১.১০ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল - আঁধি

১.১১ ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল - মহারাষ্ট্র

১.১২ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় - বেঙ্গালুরু

১.১৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল - ৪৪নং

১.১৪ ১৫'*১৫' অক্ষাংশ  দ্রাঘিমাংশ বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল - ১ : ৫০০০০

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ির সৃষ্টি হয়।

উত্তরঃ অ

২.১.২ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

উত্তরঃ শু

২.১.৩ ওজোন স্তরকে প্রাকৃতির সৌর পর্দা বলা হয়।

উত্তরঃ শু

২.১.৪ ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।

উত্তরঃ অ

২.১.৫ ভারতের অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ করা হয়।

উত্তরঃ অ

২.১.৬ ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।

উত্তরঃ অ

২.১.৭ মহাকেশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে বলে প্ল্যাটফর্ম।

উত্তরঃ শু

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে __________ বলে।

উত্তরঃ পর্যায়ন

২.২.২ হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে __________ বলে।

উত্তরঃ এস্কার

২.২.৩ পৃথিবীর __________ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।

উত্তরঃ কেন্দ্রাতিগ

২.২.৪ পারমাণবিক জ্বালানির ফলে যে বর্জ্যের সৃষ্টি হয় তাকে __________ বর্জ্য বলে।

উত্তরঃ তেজস্ক্রিয়

২.২.৫ দেবপ্রয়াগে ভাগিরথী ও _________ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি হয়েছে।

উত্তরঃ অলকানন্দা

২.২.৬ __________ শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।

উত্তরঃ কোয়েম্বাটর

২.২.৭ কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখোচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি __________ গোলার্ধে অবস্থিত।

উত্তরঃ দক্ষিণ

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।

উত্তরঃ জলবিভাজিকা

২.৩.২ ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?

উত্তরঃ উষ্ণ

২.৩.৩ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?

উত্তরঃ ১০০%

২.৩.৪ প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?

উত্তরঃ জৈব অভঙ্গুর

২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোন্‌টি?

উত্তরঃ ডুংবিলা না মানা

২.৩.৬ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

উত্তরঃ সুন্দরবন


২.৩.৭ কোন সড়ক পথের মাধ্যমে দিল্লী, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে?

উত্তরঃ সোনালি চতুর্ভুজ

২.৩.৮ কোনো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে?

উত্তরঃ পিক্সেল

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

২.৪.১ রাজস্থান

২.৪.২ ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা

২.৪.৩ কেরল

২.৪.৪ ভারতের শুল্কমুক্ত বন্দর

ডানদিক

(১) কান্ডালা

(২) ভেম্বানাদ

(৩) ইসরো

(৪) আঁধি

উত্তরঃ ২.৪.১ রাজস্থান - (৪) আঁধি

২.৪.২ ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা - (৩) ইসরো

২.৪.৩ কেরল - (২) ভেম্বানাদ

২.৪.৪ ভারতের শুল্কমুক্ত বন্দর - (১) কান্ডালা

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close