LightBlog
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 289 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 289 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 GEOGRAPHY PAGE 289 SOLVED

Geography

Page - 289

Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 289
Madhyamik ABTA Test Paper Geography 2022-2023 Solved Page 289


বিভাগ - ক

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে সব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে তাদের - বহির্জাত

১.২ মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলা হয় - নুনাটকস

১.৩ মরু অঞ্চলে ক্ষয়ের শেষসীমা হল - প্লায়া

১.৪ দার্জিলিং শিলিগুড়ির তুলনায় শীতল হওয়ার প্রধান কারণ - উচ্চতা

১.৫ পৃথিবী পৃষ্ঠের তাপের অনুভূমিক বন্টন দেখানো হয় - সমোষ্ণ রেখা

১.৬ ভারত মহাসাগরের একটি ঋতুভিত্তিক স্রোতের নাম - মৌসুমী স্রোত

১.৭ কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি হয় - জৈবসার

১.৮ ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হলো - লাক্ষাদ্বীপ

১.৯ পার্বত্য অঞ্চলে মাটির প্রকৃতি হল মূলত - পডসল

১.১০ ভারতের যে রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক তা হল - মধ্যপ্রদেশ

১.১১ ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয় - জায়িদ শস্য

১.১২ ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল - ভিলাই

১.১৩ ২০২২ সালের আদমশুমারী অনুসারে ভারতে জনঘনত্ব ছিল - ৩৮২ জন

১.১৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটের বিস্তার হল - ১৫'*১৫'

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ জলপ্রপাতের তলদেশে মন্থকূপ তৈরি হয়।

উত্তরঃ অ

২.১.২ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে।

উত্তরঃ শু

২.১.৩ প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে।

উত্তরঃ শু

২.১.৪ একটি বিষাক্ত জৈব বর্জ্যের উদাহরণ হল পারদ।

উত্তরঃ শু

২.১.৫ ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে।

উত্তরঃ অ

২.১.৬ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হল চেন্নাই।

উত্তরঃ অ

২.১.৭ সূর্যসমলয় উপগ্রহ মেরুকক্ষপথে পৃথিবীকে পরিক্রম করে।

উত্তরঃ শু

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ আরোহণ ও অবরোহণ-এর যুগ্ম রূপ হল __________ ।

উত্তরঃ পর্যায়ন

২.২.২ রাজস্থানের সম্বর হ্রদটি __________ হ্রদের উদাহরণ।

উত্তরঃ লবণাক্ত

২.২.৩ শিশিরাঙ্ক তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা __________ % হয়।

উত্তরঃ ১০০%

২.২.৪ ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথটি হলো __________।

উত্তরঃ NH 2

২.২.৫ Redar হল এক ধরনের ___________ সেন্সর।

উত্তরঃ সক্রিয়


২.২.৬ নদীর মোহনা __________ আকৃতির হলে বানডাকা প্রবল হয়।

উত্তরঃ ফানেল

২.২.৭ ভারতের __________ রাজ্যে স্বাক্ষরতার হার সর্বাধিক।

উত্তরঃ কেরালা

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ মরুস্থলি শব্দের অর্থ কি?

উত্তরঃ মৃতের দেশ

২.৩.২ হিমবাহ উপত্যকার আকৃতি দেখতে কেমন হয়?

উত্তরঃ ইংরেজি U আকৃতির

২.৩.৩ ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাসের গড় কত?

উত্তরঃ ৬.৪ ডিগ্রী সেলসিয়াস

২.৩.৪ আকাশে মেঘের পরিমাণ কোন্‌ এককে মাপা হয়?

উত্তরঃ অক্টা (Okta)

২.৩.৫ শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিতে কে কি বলে?

উত্তরঃ স্ক্রাবার

২.৩.৬ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌টি?

উত্তরঃ স্যাডেল শৃঙ্গ

২.৩.৭ কোন্‌ শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলা হয়?

উত্তরঃ লৌহ ইস্পাত

২.৩.৮ কত সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?

উত্তরঃ ১৮৫৩ সালে

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

২.৪.১ নামচাবারোয়া

২.৪.২ আর্সেনিক

২.৪.৩ রেলইঞ্জিন

২.৪.৪ মালাবার

ডানদিক

(১) ব্ল্যাকফুট

(২) কয়াল

(৩) পূর্ব হিমালয়

(৪) চিত্তরঞ্জন

উত্তরঃ ২.৪.১ নামচাবারোয়া - (৩) পূর্ব হিমালয়

২.৪.২ আর্সেনিক - (১) ব্ল্যাকফুট

২.৪.৩ রেলইঞ্জিন - (৪) চিত্তরঞ্জন

২.৪.৪ মালাবার - (২) কয়াল

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close