MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED

Life Science

Page - 91

বিভাগ - ক

Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Solved Page 91 Solved
Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Solved Page 91 Solved


1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো : 

1.1 মস্তক, গ্রীবা, পৌষ্টিকতন্ত্র ও স্ত্রীজননতন্ত্রে অবস্থিত অন্তক্ষরা গ্রন্থিগুলি হলো, যথাক্রমে - পিটুইটারী, থাইরয়েড, অগ্ন্যাশয় ও ডিম্বাশয়

1.2 স্তম্ভদ্বয়ের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো -

A স্তম্ভ

(a) পিউরিন

(b) শর্করা

(c) ক্ষারীয় প্রোটিন

B স্তম্ভ

(i) হিস্টোন

(ii) গুয়ানিন

(iii) থাইমিন

(iv) রাইবোজ

a - (ii) b - (iv) c - (i)

1.3 X-ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয় - স্ত্রী ও পুরুষ উভয়েই বাহক হতে পারে

1.4 আদি পৃথিবীর বায়ুমন্ডলে যে উপাদানটি ছিল না - অক্সিজেন

1.5 জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের উপস্থিতির সাথে যে সমস্যাটি যুক্ত নয় - জলের স্বচ্ছতা হ্রাস

1.6 কনজাংটিভা - __________ - অ্যাকুয়াস হিউমার - __________ - ভিট্রিয়াস হিউমার। বক্স দুটিতে উপযুক্ত যে নাম দুটি বসালে চোখের প্রতিসারক মাধ্যমের ক্রমটি সম্পূর্ণ হবে - কর্ণিয়া ও লেন্স

1.7 অ্যাক্সন মায়োলিন সিদ গঠনে অংশগ্রহন করে - স্বোয়ান কোশ

1.8 সঠিক জোড়টি নির্বাচন করো - কাইনেটোকোর - বিভাজনকালে বেমতন্তুগুলি এই অংশে আবদ্ধ হয়

1.9 BB গিনিপিগ পুরুষ এবং bb গিনিপিগ স্ত্রী হলে সংকরায়ণের ফলে F2 জনুতে যে ফলাফল পাওয়া যায় তা BB গিনিপিগ স্ত্রী এবং bb গিনিপিগ পুরুষ নিলে F2 জনুর ফলাফলের সাপেক্ষে - একই থাকবে

1.10 স্ত্রীজাতি সুদীর্ঘকাল থেকে কানফুটো করে আসছে। তা সত্ত্বেও কানফুটো নিয়ে কন্যা সন্তান জন্মায় না - এটি ল্যামার্ক-এর যে প্রতিপাদ্যের বিরোধিতা করে - অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ


আরো পড়ুন :

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED


1.11 যে জিনোটাইপটি সবুজ-গোলাকার মটরবীজ সূচিত করে - yyRr/yyRR

1.12 মাছের পটকার মধ্যে গ্যাসের পরিমাণ হ্রাস করে - রেটিনা মিরাবিলিয়া

1.13 কোশ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড-এর সেন্ট্রোমিয়ার-এর বিভাজন সম্পূর্ণ হয় - অ্যানাফেজ

1.14 চারটি বাক্সের জন্য উপযুক্ত ক্রমটি নির্বাচন করো : 

ব্ল্যাক লাং - 1 বিসনোসিস - 2 ফুসফুস ক্যানসার - 3 স্টোন কানসার - 4

উত্তরঃ 1 কার্বন কণা, 2. তুলোর আঁশ, 3. বেঞ্জোপাইরিন, 4. অ্যাসিড রেন

1.15 যে অভয়ারণ্যে কুমীর-প্রজনন করানো হয় - ভিতর কণিকা

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও (পাঁচটি) :

2.1 বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে __________ বলে।

উত্তরঃ পার্থেনোকার্পি

2.2 ক্রসিং ওভার কালে নন-সিস্টার ক্রোমাটিড দুটি X আকারের মতো __________ গঠন করে।

উত্তরঃ কায়জমা

2.3 একই জিনের ভিন্নরূপগুলিই হলো _________।

উত্তরঃ অ্যালিল

2.4 __________ হলো মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ।

উত্তরঃ অ্যাপেনডিক্স

2.5 _________ একটি কৃষিজ আবর্জনা থেকে উৎপন্ন দাহ্য গ্রিন হাউস গ্যাস।

উত্তরঃ মিথেন

2.6 বিকাশের __________ দশায় মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়।

উত্তরঃ বার্ধক্য


নীচের বাক্যগুলি 'ঠিক' অথবা 'ভুল' নিরূপণ করো (পাঁচটি) :

2.7 আন্দামান ও নিকোবর অঞ্চল 'সুন্দাল্যান্ড হটস্পট'-এ অবস্থিত।

উত্তরঃ সত্য

2.8 জোড়কলম মূল সহ গাছটি হলো সিয়ন।

উত্তরঃ মিথ্যা

2.9 'জেনেটিক কাউন্সিলার' জেনেটিক রোগের চিকিৎসা করেন।

উত্তরঃ মিথ্যা

2.10 'ইয়াহিপ্পাস'কে বলা হয় 'ঊষাকালের ঘোড়া'।

উত্তরঃ সত্য

2.11 'ডায়াবেটিস ইনসিপিডাস' রোগে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায়।

উত্তরঃ সত্য

2.12 ফার্নের প্রধান উদ্ভিদদেহ ডিপ্লয়েড (2n) প্রকৃতির।

উত্তরঃ সত্য

নিম্নের স্তম্ভদ্বয়ের মধ্যে সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। (পাঁচটি) :

A স্তম্ভ

2.13 রিলিজিং হরমোন

2.14 এক্সপ্ল্যান্ট

2.15 মিউটেশান

2.16 সমসংস্থ অঙ্গ

2.17 ডেসিবেল

2.18 ফ্লেক্সন

B স্তম্ভ

(a) অপসারী অভিব্যক্তি

(b) শব্দের পরিমাপক

(c) অস্থির কৌণিক দূরত্ব হ্রাস পায়

(d) মাইক্রোপ্রোপাগেশন

(e) হাইপোথ্যালামাস

(f) প্রকরণের কারণ

(g) অগ্রস্থ প্রকটতা

উত্তরঃ 2.13 রিলিজিং হরমোন - (e) হাইপোথ্যালামাস

2.14 এক্সপ্ল্যান্ট - (d) মাইক্রোপ্রোপাগেশন

2.15 মিউটেশান - (f) প্রকরণের কারণ

2.16 সমসংস্থ অঙ্গ - (a) অপসারী অভিব্যক্তি

2.17 ডেসিবেল - (b) শব্দের পরিমাপক

2.18 ফ্লেক্সন - (c) অস্থির কৌণিক দূরত্ব হ্রাস পায়

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ'টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : বায়োস্ফিয়ার রিজার্ভ, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন।

উত্তরঃ বোটানিক্যাল গার্ডেন

2.20 একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পয়াগসংযোগকে কী বলে?

উত্তরঃ গেইটেনোগ্যামি


আরো পড়ুন :

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED


2.21 কীভাবে উদ্ভিদকোশে 'বেমতন্তু' গঠিত হয়?

উত্তরঃ মাইক্রোটিউবিউল

2.22 প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : স্নায়ুসন্নিধি : অ্যাসিটাইল কোলিন : : অস্থিসন্ধি : __________।

উত্তরঃ সাইনোভিয়াল তরল

2.23 ফিসিং টুল কী?

উত্তরঃ মাছ ধরার উপকরণ

2.24 বংশগতির কোন প্রকার ঘটনায় F2 জনুর জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয়।

উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতা

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বার করে লেখো : হট-ডাইল্যুইট সুপ, কোয়াসারভেট, কেমোজেনি, মাইক্রোস্ফিয়ার।

উত্তরঃ কেমোজেনি

2.26 পাখির লেজের পালকগুলিকে কী বলে?

উত্তরঃ রেকট্রিসেস

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close