LightBlog
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED

Life Science

Page - 214

বিভাগ - ক

Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Solved Page 214 Solved
Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Solved Page 214 Solved


1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো :

1.1 'ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ' নামে পরিচিত উদ্ভিদটি হলো - বনচাঁড়াল

1.2 কোন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? - ফ্লোরিজেন

1.3 স্নায়ুকোশের যে অংশে নিসল্‌ দানা অনুপস্থিত তা হলো - অ্যাক্সন

1.4 সঠিক জোড়টি নির্বাচন করো - ডি-অক্সিরাইবোজ শর্করার 2 স্থানে একটি O2 পরমাণু কম থাকে

1.5 স্টেমবডি গঠিত হয় মাইটোসিস কোশ বিভাজনের - অ্যানাফেজ

1.6 নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো - কোরোকোসগম-ক্লামাই ডোমোনাস

1.7 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে সবুজ-কুঞ্চিত (yyrr) ও সবুজ-গোল (yyRR, yyRr) বীজযুক্ত যে মটরগাছ পাওয়া যায় তার ফিনোটাইপ অনুপাত হলো - 3 : 1

1.8 AaBbDd জিনোটাইপ থেকে গ্যামেট পাওয়া যাবে - ৮ প্রকার

1.9 এক সংকর জননের অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত হলো - 1 : 2 : 1

1.10 সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ-এর মধ্যে নীচের পার্থক্যগুলি বিবেচনা করো ও কোন্‌গুলি সঠিক তা বেছে নাও -

বামস্তম্ভ

(a) সমসংস্থ অঙ্গগুলি কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির

(b) এই অঙ্গগুলি গঠনগত ও উৎপত্তিগতভাবে বিসদৃশ

(c) অভিসারী অভিযোজনের ফলে সৃষ্ট

(d) মানুষের হাত ও পাখির ডানা এই প্রকৃতির

ডানস্তম্ভ

(i) সমবৃত্তীয় অঙ্গগুলি কার্যগতভাবে একই প্রকৃতির

(ii) এই অঙ্গগুলি গঠনগত ও উৎপত্তিগতভাবে সদৃশ

(iii) অপসারী অভিযোজনের ফলে সৃষ্ট

(iv) বেলগাছের কাঁটা ও ফণীমনসার কাঁটা এই প্রকৃতির

উত্তরঃ (a) সমসংস্থ অঙ্গগুলি কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির - (i) সমবৃত্তীয় অঙ্গগুলি কার্যগতভাবে একই প্রকৃতির

(d) মানুষের হাত ও পাখির ডানা এই প্রকৃতির - (iv) বেলগাছের কাঁটা ও ফণীমনসার কাঁটা এই প্রকৃতির


আরো পড়ুন :

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED


1.11 নীচের কোন্‌ কোন্‌ জোড়টি সঠিক তা নির্বাচন করো : - পাখির হৃৎপিন্ডে চারটি প্রকোষ্ঠ - ২টি অলিন্দ ২টি নিলয়

1.12 জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় যে উদ্ভিদে - সুন্দরী

1.13 নীচের সঠিকক্রমটি নির্বাচন করো - N2 আবদ্ধকরণ - অ্যামোনিফিকেশান - নাইট্রিফিকেশান - ডিনাইট্রিফিকেশান

1.14 জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নয় নীচের কোন্‌টি - নগরায়ন

1.15 রেড পান্ডা সংরক্ষণ করা হয় - সবগুলিতে

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলির শূণ্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) :

2.1 ___________ হরমোনের অধিক ক্ষরণে মানবদেহে কুসিং বর্ণিত রোগ হয়।

উত্তরঃ ACTH

2.2 নিউক্লিক অ্যাসিডের গঠনগত ও কার্যগত একক হলো ________।

উত্তরঃ নিউক্লিওটাইড

2.3 জীবদেহের আকার আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় ও চিরস্থায়ী পরিবর্তনকে __________ বলে।

উত্তরঃ বৃদ্ধি

2.4 Evolution শব্দটির প্রথম প্রবর্তক হলেন ________।

উত্তরঃ ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হার্বাট স্পেন্সার

2.5 পানীয় ও খাদ্যের সঙ্গে অধিক N2 গৃহীত হলে শিশুদের _________ সিন্ড্রোম দেখা যায়।

উত্তরঃ ব্লু বেরি

2.6 মানুষের শ্বাসতন্ত্রের অন্তঃস্থগাত্রের গবলেট কোশ ও সেরোমিউকাস গ্রন্থি আক্রান্ত হলে __________ রোগ দেখা যায়।

উত্তরঃ অ্যাজমা


নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :

2.7 পাহাড়ী অঞ্চলের লোকেদের গয়টার রোগ বেশি দেখা যায়।

উত্তরঃ সত্য

2.8 জোড় কলমে অংশগ্রহণকারী স্টক উদ্ভিদ উন্নত মানের ও সিয়ন উদ্ভিদ সর্বদা অনুন্নত মানের হয়।

উত্তরঃ মিথ্যা

2.9 @ থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলে।

উত্তরঃ মিথ্যা

2.10 প্রোটোসেলই পৃথিবীর প্রথম প্রাণের চিহ্ন।

উত্তরঃ সত্য

2.11 1984 সালে ভারতের সিমলাপলে মিথাইল আইসো-সায়ানেট গ্যাসের প্রভাবে বহু মানুষের মৃত্যু হয়েছিল।

উতরঃ মিথ্যা

2.12 WCU -এর তত্ত্বাবধানে বিপন্ন বা অবলুপ্তির পথে যাওয়া জীব প্রজাতির তালিকা সম্বলিত দলিল হলো রেড ডাটা বুক।

উত্তরঃ মিথ্যা



'A' স্তম্ভে দেওয়া শব্দের সাথে 'B' স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :

'A' স্তম্ভ

2.13 নিউরোগ্লিয়া

2.14 পাখির উড্ডয়ন পদ্ধতি

2.15 লিঙ্গধর দশা ও রেণুধর দশা

2.16 কোয়াসারভেট

2.17 সুপ্রজনন বিদ্যা

2.18 বায়ুদূষণ

'B' স্তম্ভ

(a) জনুক্রম

(b) জি জে মেন্ডেল

(c) গ্লাইডিং

(d) স্নায়ুতন্ত্রের গঠন মূলক উপাদান

(e) SPM

(f) ওপারিন

(g) নরম্যান মেয়ার

উত্তরঃ 2.13 নিউরোগ্লিয়া - (d) স্নায়ুতন্ত্রের গঠন মূলক উপাদান

2.14 পাখির উড্ডয়ন পদ্ধতি - (c) গ্লাইডিং

2.15 লিঙ্গধর দশা ও রেণুধর দশা - (a) জনুক্রম

2.16 কোয়াসারভেট - (f) ওপারিন

2.17 সুপ্রজনন বিদ্যা - (b) জি জে মেন্ডেল

2.18 বায়ুদূষণ - (e) SPM


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো - গুরুমস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস ও হাইপোথ্যালামাস।

উত্তরঃ লঘু মস্তিষ্ক

2.20 একটি নিউরোহরমোন-এর নাম লেখো।

উত্তরঃ ADH


আরো পড়ুন :

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED


2.21 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে - প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও - গৌণ খাঁজ : নিউক্লিওলার অরগ্যানাইজার : : প্রত্যক্ষ কোশ বিভাজন : __________।

উত্তরঃ অ্যামাইটোসিস

2.22 পিতা তার পুত্রকে কোন প্রকৃতির গ্যামেট প্রদান করে?

উত্তরঃ 22A+Y

2.23 কাকে প্রাকৃতির নির্বাচনের প্রবক্তা বলা হয়?

উত্তরঃ ডারউইন

2.24 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো - জলজ বাস্তুতন্ত্রের রক্ষা, জলাভূমির প্রয়োজনীয়তা, স্থানীয় আবহাওয়া নিয়ন্ত্রণ, জলদূষক অপসারণ।

উত্তরঃ জলাভূমির প্রয়োজনীয়তা

2.25 ইন্ডিয়ান রাইনোভিশন ২০২০ কোন বন্যপ্রাণীকে রক্ষার জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল?

উত্তরঃ গন্ডার

2.26 রেসিপ্রোকাল ক্রশ বলিতে কি বোঝ?

উত্তরঃ যে সংকরায়ণে দুটি জনিতৃ দেহের প্রত্যেকটিকে একবার পুরুষ ও একবার স্ত্রী জনিতৃ রূপে ব্যবহার করা হয় তাকে রেসিপ্রোকাল ক্রস বলে।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close